জানার আগ্রহে
যেহেতু সন্ধ্যাবেলা করে প্রতিনিয়তই বাজারে পরিচিত এক ভাইয়ের দোকানে বসি, তাই সেখানে গিয়ে মাঝেমাঝেই নানা রকম অভিজ্ঞতার শিকার হতে হয়।
প্রায়শই দেখি, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কিংবা ওয়াজ মাহফিলের নামে সবার কাছ থেকেই পয়সা চেয়ে বেড়ায়।
এসব বিষয়ের সঠিক ব্যাখ্যার গভীরতা তেমন আমার জানা নেই, তবে বিষয়টা কতটা যৌক্তিক, তাও আমি জানি না। এমন ঘটনার কারণে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়।
আচ্ছা, বিভিন্ন নামে যে পয়সা চাওয়া হচ্ছে, সেই নামগুলো কি এখানে ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাকি কিছু মানুষ মাঝখান থেকে নিজেদের সুযোগ-সুবিধা গ্রহণ করছে?
সেদিন যখন শহর থেকে ফিরছিলাম, তখন দেখলাম এই তীব্র ঠান্ডার মধ্যে কিছু শিশু দলবদ্ধভাবে প্রতিনিয়ত রাস্তায় গাড়ি থামানোর চেষ্টা করছিল এবং মাহফিলের নামে প্রতিটি গাড়ি থেকে পয়সা চাইছিল। আবার সেই পয়সা সংগ্রহ করে তারা রাস্তার পাশে টেবিল-চেয়ার নিয়ে বসে থাকা এক মধ্যবয়সী মানুষের কাছে জমা দিচ্ছিল।
আমি মনে করি, আমার মতো এমন ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই আছেন—কেউ মুখ ফুটে বলতে পারেন, আবার কেউ এসব দেখেও চুপচাপ থাকেন।
আমার জ্ঞান খুবই সীমিত, নেই বললেই চলে। তাই আপনাদের কাছে প্রশ্ন রাখলাম—ব্যাপারটা কতটা যৌক্তিক এবং এই বিষয়ের সঠিক তাৎপর্য কী?
দয়া করে মন্তব্যের ঘরে জানালে উপকৃত হতাম।
বিঃদ্রঃ ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়েছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





