অহেতুক প্রতিশ্রুতি।

in আমার বাংলা ব্লগ11 hours ago

19775.jpg
source

মানুষ

প্রয়োজনেই নিয়ম বানায়,
আবার প্রয়োজনেই নিয়ম ভাঙে।

কী একটা অবস্থা...!!

এ বিষয়টা আজকাল খুব ভালোভাবে বুঝতে পারছি, কেননা পারিপার্শ্বিক অবস্থাতে যত নিয়ম-কানুন সব কিন্তু মানুষের প্রয়োজনেই কিন্তু যখনই আবার প্রয়োজন শেষ হয়ে যায়, তখন সবাই নিজ স্বার্থ হাসিলের জন্য নানা রকম পথ অবলম্বন করার চেষ্টা করে।

বলতে গেলে, প্রয়োজন ফুরিয়ে গেলেই নতুন আয়োজনের শুরু হয়। এটা অনেকটা ঘূর্ণায়মান পদ্ধতি, যখন যা দরকার তখন তেমন অবস্থা সৃষ্টি করা।

বিশেষ করে যারা, সর্বসাধারণের প্রতিনিধি থাকে তাদের দ্বারাই এই কাজটা বেশি হয়, গোলকধাঁধার মতো সবকিছু কখনো সবার পরিবর্তনের জন্য হয় আবার কখনো কিছু মানুষের জন্য।

সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই, কিছু মানুষ বাড়ির সামনে এসে হাজির, যেহেতু অনেক লোকের সমাগম, তাই বাধ্য হয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম।

নানারকম প্রতিশ্রুতি, অবশেষে বুঝতে পারলাম পারিপার্শ্বিক প্রেক্ষাপট অনুযায়ী এমন সব চলছে। কোনরকমে তাদেরকে বিদায় দিয়ে, ঘরের ছেলে ঘরে ফিরে আসলাম।

এ যাত্রায় যা বুঝেছি, তা খুবই সহজ সরল সাবলীল ভাবে বলার চেষ্টা করছি। যে প্রতিশ্রুতি গুলো দেওয়া হচ্ছে, তা হয়তো আপাতত প্রয়োজনের জন্যই । তবে এই প্রয়োজন গণ মানুষের প্রয়োজনে কতটুকু বাস্তবে রূপ নিবে , তা বলা মুশকিল।

সবাই ব্যস্ত সবাইকে নিয়ে, শুধু প্রতিশ্রুতি চলছে আর প্রতিশ্রুতি চলছে।

এই হচ্ছে অবস্থা।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟