জরাজীর্ণ অবস্থা
লেখা পড়ে বা ছবি দেখে কোন কিছু অনুমান করা হয়তো টুকটাক যায়, তবে প্রকৃত অর্থেই যারা বাস্তবতা খুব কাছ থেকে দেখছে কিংবা সেই সময়টার ভেতর দিয়ে যাচ্ছে, সেটার গভীরতা নিদারুণ।
এখানকার বেশিরভাগ লোকজন অনেকটা দারিদ্র্য অবস্থার ভিতরে বসবাস করে। ঊর্ধ্বগতির বাজারে সবার জীবন এমনিতেই বিপর্যস্ত, তার ভিতরে বেঁচে থাকার তাগিদে এই ঠান্ডার ভিতরেও নানা রকম দৈনন্দিন কর্মকান্ডের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত।
বেশ অনেকটা দিন ধরেই বিকেল বা সন্ধ্যাবেলার দিক করে গ্রামীণ এলাকায় বিচরণ করার চেষ্টা করছি, তবে খেটে খাওয়া মানুষগুলোর দিকে যখন দেখি, তখন তাদের চোখে যেন প্রকৃতির সঙ্গে মোকাবিলা করে টিকে থাকার আকুতি বেশ স্বচ্ছ ভাবে দেখতে পাই।
গরম কাপড় তাদের সংগ্রহে কতটুকু আছে তা তাদের বাহ্যিক অবস্থা দেখলেই বোঝা যায়। প্রচন্ড ঠান্ডার ভিতরেও অনেককেই দেখেছি, কোনরকমে হালকা পাতলা কাপড় পরিধান করেই কর্মের তাগিদে বাজারে চলে এসেছে। পরিস্থিতির সঙ্গে দিব্যি তারা নিজেদের মানিয়ে নিয়েছে ।
কতজন যে ঠান্ডা জনিত অসুখে ভুগছে কিংবা সেসব রোগের সঠিক চিকিৎসা পর্যন্ত যে করতে পারছে না, একথাও অস্বীকার করা যাবে না। আশেপাশে শক্তভাবে কান পাতলেই অনেকের শ্বাসকষ্ট জনিত সমস্যার কথা হরহামেশাই শোনা যায়।
ফুসফুস গুলো যেন মুরগির বাচ্চার মত মৃদু সুরে প্রতিনিয়ত চেঁচাচ্ছে আর শুষ্ক কাশির মাধ্যমে তা জানান দিয়ে যাচ্ছে । জীবন এখানে সত্যিই বড্ড এলোমেলো। এমনিতেই শীতের প্রখরতা, রোগবালাই এর সঙ্গে সংগ্রাম কিংবা সচ্ছল ভাবে বেঁচে থাকার লড়াই। সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে , তা একটু বুঝে নিয়েন !
স্বচক্ষে এসব দেখে নিজেকেই বড্ড অসহায় মনে হয়, লজ্জায় মাথা কেটে যায়।
এই প্রান্তিক সাধারণ মানুষগুলো কে আবার সামনে রেখেই সিজন ভিত্তিক আশা-প্রত্যাশার বিশেষ রাজনীতি হয়। এই আশা-প্রত্যাশার ছিটেফোঁটা উষ্ণ হাওয়া সাময়িক সময়ের জন্য কিছুটা হলেও প্রান্তিক অঞ্চলে ছুঁয়েও যায়। তবে সর্বপরিসরে যদি বিবেচনা করা যায়, তাহলে জরাজীর্ণ অবস্থা থেকেই যায়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রকৃত অর্থে যারা পরিশ্রমী তারা কখনোই বসে থাকে না কিংবা কোন বাধাই তাদেরকে রুখে দিতে পারে না তাদের উপার্জনের লক্ষ্যে। কেননা তাদের মধ্যে থেকে যায় একটি নতুন উদ্যম। যেখান থেকে তারা পরিবারকে সচলভাবে চালানোর জন্য এই কনকনে শীতের মধ্যেও কাজ করে যায়। যার সঠিক প্রতিরূপ আপনার পোস্ট থেকে বোঝা যাচ্ছে। সত্যি ভাই এই মানুষগুলোকে নিয়েও আবার পলিটিক্স করা হয়।এটি একদম নিন্দনীয় একটি কাজ। যাইহোক ঐ সকল মানুষগুলোর জন্য প্রার্থনা রইলো জীবনের শেষ লগ্নে তারা যেন একটু ভালো জীবন অতিবাহিত করতে পারে।
সবার ভিতরে সুবুদ্ধির উদয় হোক এমনটাই চাওয়া।
এসব মানুষদের কথা ভাবলে আসলেই খুব খারাপ লাগে। শীতকালে তারা ভীষণ কষ্ট করে। আসলে যাদের সামর্থ্য রয়েছে, তাদের উচিত এসব মানুষের পাশে দাঁড়ানো। আর আমাদের দেশের রাজনীতি নিয়ে কি আর বলবো। এমন নোংরা রাজনীতি শুধু উপমহাদেশেই দেখা যায়। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো আপনার মন্তব্যটি ভাই।