জ্ঞানভিখারি
জ্ঞানভিখারি মানুষ আমি, জ্ঞানের ক্ষুধা কোনভাবেই মিটছে না। বলতে গেলে দিন দিন আরো বেড়েই যাচ্ছে, এখন তো আর তেমন কোন কাজ নেই, ওই খাওয়া-দাওয়া, ঘুম আর বই পড়া ।
দিন যত যাচ্ছে, বই পড়ার নেশা ততই যেন বৃদ্ধি পাচ্ছে। এ এক অদ্ভুত রকম নেশা, খালি ক্রমাগত জাগ্রত হয়।
যদিও পিডিএফ বাধ্য হয়েই পড়তে হয় , কেননা বই কিনতে কিনতে পকেটের অবস্থা অনেকটাই নাজুক। তারপরেও টুকটাক চেষ্টা করি বই কেনার জন্য। আসলে বাস্তবে বই নেড়েচেড়ে পড়ার ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করে ।
ইচ্ছা আছে গ্রামীণ এলাকায় ভবিষ্যতে উন্মুক্ত পাঠাগার গড়ার। তাছাড়াও আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাও জানে বই পড়ার বিষয়টি। তাই মাঝে মাঝে অনেকের কাছে অনায়াসেই আবদার করি বইয়ের ব্যাপারে।
কেউ কেউ আবার স্বেচ্ছায় বই পাঠিয়ে দেয়, এই যেমন গতকাল এক অতিপরিচিত ছোট ভাই, প্রিয় এক লেখকের বই পাঠিয়েছে। কী যে খুশি হয়েছি, তা বলার বাহিরে।
মাঝে মাঝে এমন উপহার পেলে ভালোই লাগে। গতকাল রাতটা ঠিক কীভাবে কেটেছে, তা যেন বুঝে উঠতেই পারিনি। নতুন বই, ভিন্ন রকম উত্তেজনা, বুঝতেই তো পারছেন।
এমন রাত মাঝে মাঝে আবার আসুক, বই পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষীরা আরো হাত প্রশস্ত করুক , এমনটাই চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





