সচেতনতা দরকার।
যেহেতু এখন সরিষা ফুলের সময় চলছে, তাই সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায়—সরিষা ফুলের জমির মাঝে গিয়ে একেক জন নানা ভঙ্গিতে ছবি কিংবা ভিডিও করার চেষ্টা করছে এবং তা শেয়ার দিচ্ছে।
আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি, তা নিঃসন্দেহে সুন্দর। কিন্তু সেই সুন্দরের আড়ালে লুকিয়ে থাকে অনেক অপ্রকাশিত গল্প, যা কেউ প্রকাশ করতে চায় না কিংবা ভাবতেও চায় না।
যারা ছবি তোলা কিংবা ভিডিও বানানোর জন্য সরিষার জমির ভেতরে যায়, তাদের এই যাতায়াতের কারণেই কিন্তু সরিষার জমির ক্ষতি হয়।
কেননা যে কৃষক ভাই সরিষার চাষ করেছে, তার কোনো মাথাব্যথা নেই সোশ্যাল মিডিয়া কিংবা আপনার ছবি তোলা বা ভিডিও করা নিয়ে। তার একমাত্র চিন্তা তার ফসল—যেটা আমরা অনেক সময় নিজের অজান্তেই নষ্ট করে ফেলি।
আমরা বাঙালিরা নিজেদের শখ পূরণ করতে গিয়ে কখন যে অন্যের ক্ষতি করে ফেলি, তা বুঝে উঠতে পারি না। অথচ কিছু কিছু বিষয়ে সত্যিই সচেতনতা দরকার। কারণ আমার-আপনার এই ছোট ছোট সচেতনতাই অন্যের জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে।
ছবি তোলা বা ভিডিও করতে কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করা উচিত কিছুটা দূর থেকে কিংবা জমির পাশের আইল থেকে দাঁড়িয়ে তা করার।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





