ঘৃণা
যে রাজনীতি বলির পাঁঠা বানায় তা ঘৃণা করি।
ঘৃণা করি দাসত্ব, অন্ধত্ব নতুবা পঙ্গুত্ব।
বন্ধুত্বের দোহাইয়ে পাঁজরের বাঁ পাশে,
সূক্ষ্মভাবে ছুরি ঢুকিয়ে দেওয়াকেও ঘৃণা করি।
ঘৃণার তালিকা আমার বেশ লম্বা...
রাষ্ট্রযন্ত্রের তেতো বাণী,
চেতনাবাজদের আঙুল ঝোঁকানো,
নেতাদের বিষবাষ্প ছড়ানো,
নবীন প্রাণগুলোর মগজ লেবেনচুসের মতো চুষে খাওয়া নতুবা লাশকে পুঁজি করার নোংরা খেলাও, বড্ড ঘৃণা করি।
ঘৃণার তালিকা আমার সত্যিই দীর্ঘ....
কূটনৈতিক জটিলতা, আমলাতন্ত্রের কলকাঠি,
অভুক্ত ক্ষমতা, ফ্যাসিবাদ, দুর্নীতি, টেন্ডারবাজি,
সিন্ডিকেট, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কার্যকলাপ
কিংবা পুঁজিবাদীদের রক্তচোষা ভূমিকা—
সেসবেও আমার বড্ড ঘৃণা জন্মায়।
ঘৃণা জন্মায় তাদের প্রতি,
যারা ক্রমাগত ব্যবহার করছে মনুষ্যকুলের স্পর্শকাতর আবেগ।
যারা নারীকে শেকলবন্দি করতে চায়,
এ বিছানা থেকে ও বিছানায় গড়াগড়ি করায়
নতুবা শুধুই নারীকে বীর্য ফেলানোর ডাস্টবিন বানায়— তাদের প্রতি আমার সর্বদাই ঘৃণা।
আমার আসলে ঘৃণার শেষ নেই....
সমাজের পরতে পরতে ঘৃণা দেখতে দেখতে আমি বিষিয়ে উঠেছি,
বিপ্লবীদের টুঁটি চেপে ধরা থেকে শুরু করে
অতিরিক্ত সুশীলতার নামে ভণ্ডদের কার্যকলাপে
আমি বড্ড অতিষ্ঠ।
কে নেই এই কাতারে বলুন,
সেই এলিট থেকে শুরু করে মগজ বিকিয়ে দেওয়া চামচা—সবগুলোই এতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে,
এদেরকে আর যাই হোক,
হারামজাদা ছাড়া অন্য কোনো উপাধি দিতে পারি না।
ঘৃণা আমার থাকবেই,
যতদিন এদের শেষ নেই, ঠিক ততদিন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






এদেরকে আসলেই হারামজাদা উপাধি দেওয়া দরকার। এই হারামজাদাদের কাজকর্ম দেখলে মন থেকে ঘৃণা আসাটা স্বাভাবিক। আর দিনদিন যেনো তাদের অন্যায় অপকর্ম বেড়েই চলেছে। আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবলে আসলেই খুব খারাপ লাগে। তারা কি শিখবে জাতির কাছ থেকে।