জ্বরে কাহিল
সেদিন কাকুকে দেখতে মাঝরাতে হাসপাতালে চলে গিয়েছিলাম, সারারাত হাসপাতালে থাকার পরে, যখন সকাল বেলা বাড়ি ফিরছিলাম তখন থেকেই শরীরটা বড্ড নিস্তেজ লাগছিল। এমনিতেই সারারাত হাসপাতালে ছিলাম, তার ভিতরে ঠিকঠাক মতো ঘুম হয়নি। সব মিলিয়ে একদম যা-তা অবস্থা।
বাহিরে যে গরম পড়েছে, তাতে জীবন যেন যায় যায় অবস্থা। সেদিন সকাল বেলা যখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসছিলাম, তখন এতটাই গরম লেগেছিল যে, মনে হচ্ছিল যেন রাস্তার ভিতরেই মাথা ঘুরে পড়ে যাব। প্রচুর পরিমাণ ঘাম বেরিয়ে গিয়েছিল শরীর থেকে ।
কোনরকমে বাড়ি ফিরেই, একদম ঠান্ডা পানিতে দীর্ঘ সময় গোসল করে যখন শুয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখি শরীরে প্রচন্ড জ্বর। বুঝতে পারলাম এ লক্ষণ খুব একটা বেশি সুবিধার না, কেননা সারা শরীর ব্যথা এবং মুখেও যেন স্বাদ নেই।
মাঝে মাঝেই অল্পস্বল্প শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তবে এবারের জ্বরের ব্যাপারটা বেশ ভালই ভোগাচ্ছে। যদিও দুদিন হতে চলল, তবে এখনো অ্যান্টিবায়োটিক নেইনি। আপাতত ৬ ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল নিচ্ছি এবং তরল জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করছি। শরীরটা ভীষণ দুর্বল হয়ে গিয়েছে । আজকের দিনটা এভাবেই দেখব, যদি কিছুটা উন্নতি না হয়,তাহলে হয়তো আগামীকাল থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করব।
কমিউনিটির কাজগুলোও ঠিকঠাক মতো করতে পারছিনা, চোখ খুলে যে মোবাইল স্ক্রিনের দিকে ভালো ভাবে তাকাবো, সেটাও যেন ঠিকমতো হয়ে উঠছে না। সব মিলিয়ে সত্যিই সময়টা বেশ খারাপ যাচ্ছে। এমনিতেই যে পরিমাণ ভ্যাপসা গরম এমন অবস্থায় জ্বর হওয়া নিতান্তই অস্বাভাবিক কিছু না। তবে শরীরটা যে এভাবে ভেঙে পড়বে, তেমনটা কল্পনা করে উঠতে পারিনি।
যাইহোক নিজের সুস্থতা খুবই দরকার, কেননা অনেক কাজ বাকি আছে। তাছাড়া এই পরিস্থিতিতে যারা জ্বরে ভুগছে, তাদেরও সুস্থতা কামনা করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসুস্থতা যখন বাসা বাঁধে তখন ভালো থাকা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। ভাইয়া আপনার সুস্থতা কামনা করছি। এই সময় আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তাই সবাই অসুস্থ হচ্ছে। বিশেষ করে জ্বর সর্দি বেশি লক্ষ্য করা যাচ্ছে।
আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া।এই গরমে কম-বেশি সবাই ভীষণ অসুস্থ। সবার সুস্থতা ও কামনা করছি।শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না।বিশ্রাম নিন।আর বেশী বেশী তরল খাবার খান।দ্রুত সুস্থ হয়ে উঠুন এমনটাই আশাকরি।
চেষ্টা করছি আপু, আপনার পরামর্শ গুলো মেনে চলার জন্য।
অসুস্থ অবস্থায় কোন কাজ করা খুবই কঠিন হয়ে যায়। আপনি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কিছু দায়িত্বে রয়েছেন তাই আপনার কাজগুলো করা যেমন দরকারি তেমনি অনেক গুরুত্বপূর্ণ। তবে ভাইয়া অসুস্থ শরীর নিয়ে কাজ করা বেশি ঝামেলার। আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া।
ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য, আমিও চেষ্টা করছি নিজেকে দ্রুত প্রস্তুত করার জন্য।
আপনার অসুস্থতার খবর শুনে খারাপ লাগল। ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এটাতে মারাত্মক দুর্বলতা এসে যায় শরীরে।
দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন ইনশাআল্লাহ।
আমিও, ভাইরাল ফিভার সন্দেহ করছি ভাই। আজ থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দেবো।
প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। আসলে শরীর খারাপ থাকলে কাজকর্ম একেবারেই করতে ইচ্ছে করে না। তাছাড়া জ্বর আসলে মুখে একেবারেই রুচি থাকে না। তবে জোর করে হলেও খাওয়া দাওয়া করতে হবে এবং সময়মতো ঔষধ খেতে হবে। তাহলে আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
একদম মনের কথা বলেছেন ভাই।
আসলে কিছুদিন আগে আমি এই জ্বরের কবলে পড়েছি। আসলে কয়েকদিন এতই শরীর খারাপ ছিল যে বিছানা ছেড়ে মোটেও উঠতে পার। যাইহোক আপনি একটু ভালো খাওয়া দাওয়া করেন এবং শরীরের প্রতি একটু যত্ন নেন। বিশেষ করে ওষুধ কিন্তু ঠিকঠাক টাইমে খাবেন।
ধন্যবাদ ভাই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।