এলোমেলো ফটোগ্রাফি।
প্রতিদিন কি আর মানসিকতা ঠিক থাকে, এই প্রশ্নের উত্তর হয়তো জায়গা ভেদে ভিন্ন হতে পারে। সকাল থেকেই মোটামুটি পারিবারিক কিছু বিষয় নিয়ে, নিজের সঙ্গে এ প্রকার মানসিক যুদ্ধ হয়েছে।
বিচিত্র লেখার জন্য স্থির মানসিকতা ভীষণ জরুরি, যা এই মুহূর্তে আমার নেই। ঘুমটাই পরিপূর্ণ হয়নি, তারপর আবার মানসিক যুদ্ধ। সব মিলিয়ে মেজাজটা একদম খিটখিটে হয়ে আছে।
ভাগ্যিস ছবিগুলো বিগত সময়ে তুলে রেখেছিলাম, তাই হয়তো আজকে কোনরকমে ছবিগুলো আপনাদের মাঝে ভাগ করে নিয়ে, কনটেন্টের ঘাটতিটা পূর্ণ করে ফেললাম।
মন খারাপ, অবসাদ, ঝগড়া-বিবাদ, মেজাজ গরম, এসব আসলে মানুষের জীবনের অংশ। বেঁচে থাকা অব্দি এসব থাকবেই। তাই বলে তো আর কাজ বন্ধ রাখা যাবেনা।
সেদিন সরিষা ক্ষেতের সৌন্দর্যের কথা বলেছিলাম আপনাদের সঙ্গে, পরিবার নিয়ে বেশ ভালোই সময় কাটিয়েছিলাম , তারই কিছু আংশিক মুহূর্ত তুলে ধরলাম।
তাছাড়া টুকটাক প্রকৃতির ফটোগ্রাফিও আছে, সেগুলো হয়তো ভালো লাগতে পারে আপনাদের। আজকের আয়োজনের ঘাটতি আছে জানি, তবে পাঠক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই ভালো।
কথা দিচ্ছি, আগামীতে পাঠক আর বিরক্ত হবে না। এ যাত্রায় বিদায়, মানসিকতা ঠিক করা বড্ড দরকার আমার।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR










