নিপাত যাক পুরনো ধারা
যেহেতু স্থানীয় এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত আছি, তাই প্রতিনিয়তই সমাজ ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করি।
সংগঠনটি যেহেতু স্থানীয় তরুণদের সমন্বয়ে গঠিত এবং পুরোপুরি অরাজনৈতিক, তাই আমরা নিজেদের উদ্যোগে সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি।
ইতিমধ্যেই সংগঠন থেকে অনেকগুলো জনকল্যাণমূলক কাজ করা হয়েছে, যার কারণে স্থানীয় রাজনৈতিক লোকজনের চোখে আমরা এখন যেন বিষ হয়ে গিয়েছি। যদিও এসব নিয়ে আমাদের ভাবনা নেই— কেননা আমরা মোটামুটি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি।
গতদিন একটি বিষয় আমাদের বেশ ভাবিয়েছে। আমরা বিগত সময় থেকেই খেয়াল করে আসছি, থানায় যখনই কোনো নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগ দেন, তখনই দেখি তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ছবি তোলে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই— কেননা তাদের কার্যক্রম আপনারা সবাই ইতিমধ্যেই জানেন।
এই ফুলের তোড়া দেওয়ার প্রথাটিকে আমরা একটু পরিবর্তন করতে চেয়েছিলাম। সেই চিন্তা থেকেই অবশেষে আমাদের সিদ্ধান্ত হলো— এবার সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, শুভেচ্ছা কিভাবে ভিন্ন উপায়েও জানানো যায়।
অতঃপর যেমন ভাবনা, তেমন কাজ। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো, এবার নতুন ওসিকে ফুলের তোড়ার বদলে ফলজ ও ভেষজ গাছ দিয়ে শুভেচ্ছা জানাবো। গত সন্ধ্যায় অবশ্য সেটি বাস্তবায়নও করেছি। আমাদের গাছ দেওয়ার সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর স্থানীয় এলাকায় বেশ ভালো সাড়া ফেলেছে।
কিছু প্রথা বর্তমান সময়ে বিলুপ্ত করা খুবই দরকার। কারণ, একঘেয়ে হয়ে যাওয়া এসব পুরোনো ধারার বদলে নতুনত্ব আসলেই সমাজ সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন ভাই। আপনাদের আইডিয়ার প্রশংসা অবশ্যই করতে হয়। কিছু কিছু পুরনো ধারা আসলেই পরিবর্তন করা উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বিষয়টি আপনারও ভালো লেগেছে জেনে, খুব ভালো লাগলো ভাই। অফুরন্ত ভালোবাসা।