উষ্ণতার সন্ধ্যা
প্রতিবছরই টুকটাকভাবে নিজ অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করি। কখনো তা গোপনে, কখনো প্রকাশ্যে। তবে এবারের উদ্যোগটি ছিল সম্পূর্ণ আলাদা, কেননা পাশে ছিল টিম ফাইভ হান্ড্রেডের সহযোদ্ধারা। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের কার্যক্রমটি আরও বৃহৎ পরিসরে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
গত সন্ধ্যায় মফস্বল শহরের আনাচে-কানাচে তন্নতন্ন করে খুঁজে একেবারে ছিন্নমূল মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। যেহেতু এবারের উদ্যোগটি বেশ বড় ছিল, তাই প্রথমে গ্রামীণ এলাকায় এবং পরবর্তীতে মফস্বলের ছিন্নমূল মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করা হয়। এক্ষেত্রে সামাজিক সংগঠনের সহযোদ্ধাদের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ।
আসলে তরুণরা চাইলে সবকিছুই সম্ভব। একই দিনে এতগুলো কাজ একসাথে সম্পন্ন করা হয়েছে—গ্রামীণ এলাকায় ঘুরে বেড়িয়ে সেখানকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, এরপর দীর্ঘ রাত পর্যন্ত শহরের ছিন্নমূল মানুষদের কাছে ছুটে যাওয়া।
যদিও ভেতরে ভেতরে কিছুটা ক্লান্তি কাজ করছিল, তবুও যেহেতু এটি একটি মানবিক উদ্যোগ, তাই কোনোভাবেই হতাশ হইনি; বরং আরও উৎসাহ নিয়ে কাজ করে গিয়েছি।
সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করছি টিম ফাইভ হান্ড্রেডের সকলের প্রতি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





