ফলাফল ঘোষণা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রিয় আমার বাংলা ব্লগ বাসি

আশা করি সবাই ভাল আছেন এবং সবার সময় ভালো যাচ্ছে এই কামনাই করি । আজকে যে বিষয় নিয়ে আমি লিখব , হয়তো তা আপনারা আমার আর্টিকেলের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন ,যে আমি আসলে কি লিখতে চাচ্ছি। এটাই সত্যি যে , গতকাল রাতে হ্যাংআউটে আমি শীতের পিঠা কনটেস্টের বিজয়ীদের ফলাফল ঘোষণা করেছি। তারই ধারাবাহিকতা অনুযায়ী, আমি তাদের কনটেন্ট লিংক গুলো দিয়ে দিচ্ছি এবং তাদেরকে দেওয়া পুরস্কার গুলো, আমি খুব ভালোভাবে গুছিয়ে তাদেরকে পৌঁছে দিতে পেরেছি। আসলে এই বিষয়টা আমি সবার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি । সত্যি বলতে কি, আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত স্বচ্ছ ধারাবাহিকতা রাখতে পছন্দ করে, তারই ধারাবাহিকতায় এবারের ফলাফল ঘোষণা ।

Cover_Contest9.png

বিচারকার্য আসলেই অনেক কঠিন কাজ । তবে সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে যে , যেহেতু একটু ভিন্ন রকমের প্রতিযোগিতা ছিল , তাই প্রতিযোগীদের প্রতিযোগিতায় যোগদানের উৎসাহ ছিল ভালোই । মোটামুটি আমরা কমপক্ষে সব নিয়মকানুন মেনে চল্লিশ জনের মতো পার্টিসিপেন্টের আর্টিকেল সংগ্রহ করেছিলাম এবং সবাই মোটামুটি খুব ভালো করেছে এবং সবার উপস্থাপনা অনেক ভাল ছিল । যেহেতু প্রতিযোগিতা মানেই হার জিত থাকবে , তাই যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং যাদের পোস্ট আমরা সংগ্রহ করেছি এবং যারা আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে , তাদের কেউ আমাদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ।

আমার কাছে ব্যক্তিগতভাবে মজা লেগেছে যে , আমি অনেকগুলো পিঠার নাম জেনেছি এবং অনেকগুলো পিঠার সম্পর্কে ধারণা পেয়েছি। যেটা আমার বিগত সময় থেকে জানা ছিল না। যাইহোক বাঙালিরা আসলেই উৎসব প্রেমী মানুষ এবং তারা বিভিন্ন উৎসবে, বিশেষ করে শীতের সময়ে যে, সুন্দর পিঠা বানিয়ে থাকে তারই ধারাবাহিকতা ছিল প্রতিটি আর্টিকেলের ভিতরে এবং সবাই খুব সুন্দর করে উপস্থাপন করেছে , বিভিন্ন পিঠার বর্ণনা দিয়ে এবং কিভাবে বানিয়েছে এবং কেমন খেতে , সে বিষয়গুলো তারা চেষ্টা করেছিল তাদের কনটেন্টের মাঝে তুলে ধরার জন্য এবং যে আলোকচিত্রগুলো ছিল , তা অসম্ভব সুন্দর ছিল ।

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন

@rme (♚Founder♔ )
@blacks (Executive Admin ♛🇮🇳)
@hafizullah (Community Moderator 🇧🇩)
@moh.arif (Community Moderator 🇧🇩)
@shuvo35 (Community Moderator 🇧🇩)
@winkles (Community Moderator 🇮🇳)
@rex-sumon (Admin+Mentor+Quality Controller)

বিজয়ীদের পোস্টের লিংক

1st
https://steemit.com/hive-129948/@naimuu/5snubu
2nd
https://steemit.com/hive-129948/@green015/or-10
3rd
https://steemit.com/hive-129948/@isha.ish/5isqzi-or-or-or-or-shy-fox
4th
https://steemit.com/hive-129948/@emranhasan/5u73v7-or-or
5th
https://steemit.com/hive-129948/@selinasathi1/or-or-or-or-shy-fox

special prize
https://steemit.com/hive-129948/@tanuja/77znq9
&
https://steemit.com/hive-129948/@rahimakhatun/rixb4

পুরস্কার

Screenshot_20211119-022839_Chrome.jpg

পরিশেষে
আশাহত হওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে আবারও বিভিন্ন প্রতিযোগিতা আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত হবে, আপনারা চেষ্টা করুন আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সঙ্গেই থাকুন । ধন্যবাদ সকলকে ।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

Sort:  
 3 years ago 

সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও অনেক শুভকামনা।
আমারও খুব ভালো লেগেছে যে আমি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরেছি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ, আমার বাংলা ব্লগের বিচারক মন্ডলীকে আমাকে প্রথম স্থান দেওয়ার জন্য ও এর যোগ্য মনে করার জন্য । সবাইকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করারা জন্য 🙂🙂।

 3 years ago 

শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রথমেই "আমার বাংলা ব্লগ" কমিউনিটির ফাউন্ডার, সকল এডমিন ও সকল মডারেটর দাদাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ।তাদের সুন্দর বিচারকার্য দ্বারা আমাকে দ্বিতীয় স্থান হিসেবে গণ্য করার জন্য এবং সর্বদা আমাদের পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।এছাড়া "আমার বাংলা ব্লগবাসীর" সকলের প্রতি রইলো আমার অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

হ্যাঁ এটা অনেক ভালো লাগছে সকলে অনেকক্ষণ নিত্যনতুন পিঠা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। আমরা অনেক পিঠার নাম জানতে পেরেছি এবং তাদের প্রতিও ভালোবাসা রইলো। তারা সঠিক গুণগত পোস্টগুলো নির্বাচন করেছেন। খুবই ভালো লাগছে। সকল বিষয়ের প্রতি অভিনন্দন রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

যারা বিজয়ী হয়েছে তারা সত্যিই খুব বেশি ভালো কাজ করেছেন।উনাদের রেসিপি গুলো আমি দেখেছি।সবটাই অনেক বেশি দারুণ হয়েছে। আসলে বিজয়ী ঘোষণা করাটা খুবই কঠিন ব্যাপার।কারণ সবাই ই খুব ভালো করেছে।তাই জন্যে কারোই মন খারাপ করার দরকার নেই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের দাদা এবং এডমিনদেরকে । এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। তারপর প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য অভিনন্দন। খুবই ভাল একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল আমার বাংলা ব্লগ। ভাইয়া আপনার মত আমিও অনেক নতুন নতুন পিঠা বানানো শিখতে পেরেছি। আমি তেমন পিঠা বানাতে পারি না তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু প্রতিযোগিতা অনেক মজার মজার পিঠা রেসিপি দেখতে পেয়েছি। ধন্যবাদ সবাইকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যি বাংলা ব্লগ মানেই নতুন কিছু। প্রতিযোগিতায় একজন অংশীদার হতে পেরেই আমি ধন্য। সকল বিজয়ীদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সকল বিজয়ী দের অসংখ্য অভিনন্দন। সত্যিই খুব বেশি ভালো কাজ করেছেন আপনারা সবাই। অনেক শুভ কামনা রইলো আপনাদের জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অভিনন্দন সকল বিজয়ীদের আর যারা অংশগ্রহন করেও বিজয়ী হতে পারেন নাই তাদের বলবো প্রতিযোগিতার নিয়মগুলো মেনে অংশগ্রহন করার চেষ্টা করুন।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতকালে বিভিন্ন ধরনের মজার মজার পিঠা অনেক ভালো লাগে। এই কনটেস্ট এর মাধ্যমে অনেক নতুন নতুন পিঠা তৈরীর রেসিপি শিখেছি। সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে এই কনটেস্টে পার্টিসিপেন্ট করেছিলেন। যারা বিজয় হয়েছে তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।