অন্যের জায়গা থেকে বিষয়গুলো ভাবা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অনেক সময় আমরা শুধু নিজের দিক থেকে বিষয়গুলো দেখি, নিজের মতো করে ভাবি।কিন্তু অন্যের অবস্থান থেকে ভাবতে পারি না। আর এখানেই অনেক সমস্যার শুরু হয়। আমি এখন বুঝি, অনেক কিছু সহজ হয়ে যায় যদি আমি একটু অন্যের জায়গা থেকে চিন্তা করি।

আমার জীবনে অনেকবার এমন হয়েছে, কারো কথায় কষ্ট পেয়েছি বা মনে হয়েছে ও কেন এমন বললো। কিন্তু পরে যখন ঠান্ডা মাথায় ভেবেছি, তখন দেখেছি, ওরও একটা কারণ ছিলো, ওর জায়গা থেকে হয়তো ও ঠিকই ছিলো। আমরা তো সবাই আলাদা, কারো অভিজ্ঞতা, অনুভব, চিন্তাভাবনা আলাদা। তাই নিজের অবস্থান ছেড়ে একবার যদি ভাবি যে যদি আমি ওর জায়গায় থাকতাম, তাহলে কেমন লাগতো, তাহলে অনেক কিছু সহজ হয়ে যায়।

এইভাবে ভাবার অভ্যাস করলে রাগ কমে যায় মন নরম হয় সম্পর্কও ভালো থাকে। কারণ তখন শুধু নিজেকে প্রাধান্য দেই না, অন্যকেও বুঝতে চেষ্টা করি। ছোট ছোট ঝগড়া থেকে শুরু করে বড় সমস্যারও অনেক সমাধান হয়, যদি আমরা একটু সহানুভূতিশীল হতে পারি।

আমি এখন চেষ্টা করি কারো কথায় বা আচরণে কষ্ট পেলে আগে ভাবি ওর জায়গা থেকে যদি আমি ভাবি তাহলে ওর ব্যবহারটা কি একেবারে অযৌক্তিক? অনেক সময় দেখি ও হয়তো নিজের সমস্যার মধ্যে ছিলো হয়তো কষ্ট পাচ্ছিলো তাই হয়তো এমন আচরণ করেছে।

সত্যি কথা বলতে এই চিন্তাভাবনাটা আমাকে শান্ত থাকতে সাহায্য করে। আমি মনে করি অন্যের জায়গা থেকে ভাবাটা শুধু ভালো মানুষ হবার জন্য না বরং শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য দরকারি একটা অভ্যাস। এটা নিজের জন্যও উপকারি কারণ এতে নিজের ভিতরেও একটা ভারসাম্য তৈরি হয়।

ABB.gif