স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
স্বপ্ন আর বাস্তবতা মাঝে মাঝে এতটাই কাছাকাছি চলে আসে যে বুঝে ওঠা মুশকিল হয় আমি আসলে কোনটায় আছি। ঘুমের মধ্যে দেখা একটা স্বপ্নও মাঝে মাঝে এত সত্যি মনে হয় যে ঘুম ভাঙার পরও মনের মধ্যে তার রেশ থেকে যায়। আবার কখনো বাস্তব জীবনে এমন কিছু ঘটে যায় যেটা মনে হয় যেন আগে কোথাও দেখেছি, যেনো স্বপ্নেই একবার হয়ে গেছে।
আমার জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেগুলা নিয়ে আমি আজও ভাবি, ওটা কি স্বপ্ন ছিল না বাস্তব ছিল। ছোটবেলায় একটা স্বপ্ন বারবার দেখতাম, আমি একটা বড় মাঠের মাঝে দাঁড়িয়ে আছি, চারদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। শুধু দূরে একটামাত্র আলো দেখা যাচ্ছে, আমি হাঁটছি সেই আলোর দিকে। প্রতিবারই যখন আলোটা কাছে আসে, আমি ঘুম থেকে জেগে উঠি। এই স্বপ্নটা আমি এতবার দেখেছি যে কখনো কখনো মনে হতো এটা সত্যি কোনো স্মৃতি।
আবার এমন কিছু বাস্তব ঘটনা ঘটেছে, যা আগে ঠিক এমনভাবেই স্বপ্নে দেখেছি। যেমন একবার একটা নতুন জায়গায় গিয়েছিলাম, কোথাও যাইনি আগে, অথচ আমার মনে হচ্ছিল আমি এখানেই আগে এসেছি, এই রাস্তা, এই ঘর সবকিছু আমি চিনি। হয়তো সেটা ছিল স্বপ্নে দেখা, আবার হয়তো সেটা ছিল কোনো ভুলে যাওয়া স্মৃতি। তবে অনুভবটা এতটাই বাস্তব ছিলো যে আমি চুপচাপ থাকতেই বাধ্য হয়েছিলাম।
আমি মাঝেমাঝে স্বপ্ন দেখি যেখানে আমি এমন কিছু বলছি বা করছি যা বাস্তব জীবনে সম্ভব না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই স্বপ্নগুলো অনেক সময় আমাকে বাস্তবে সাহস দেয়। যেমন কোনো কিছু বলার সাহস হয় না আমার, কিন্তু স্বপ্নে আমি সেটা বলেই ফেলি। তারপর সেই স্বপ্ন মনে রেখে আমি সত্যি সত্যি একদিন সেটা করে ফেলি।
এইভাবে স্বপ্ন আর বাস্তবতা মাঝে মাঝে একে অপরকে ছুঁয়ে যায়। একটাকে বাদ দিয়ে আরেকটা চলে না। স্বপ্ন আমাকে দিক দেখায়, বাস্তবতা সেটার ভিত্তিতে এগিয়ে যায়। আমি কখনো কখনো বাস্তবের ভেতরেই স্বপ্ন দেখি, আবার স্বপ্নের মধ্যেই বাস্তব খুঁজে পাই।

