আকস্মিক বর্ষা
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।
ফিরতে হবে একরাশ হতাশা নিয়ে
কি পেলাম আর কি হারালাম?
তোমার কাছে আমার এই প্রশ্ন।
বিয়ের এই দারুণ মরশুমে কত খুঁজি
একটু অন্ধকার,পাবো কি?
আসলে এই জগতে কিছু হারানোর নেই
সব কিছু পাওয়া যায়।
তবে ঠিক সময় পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার,
আমি ফাঁসির আদেশ নিয়ে ফেরারী।
রাজার রাজ্যের উদ্ধত দেখিয়ে আমি রাজদ্রোহী
আমি আসলে ভালোবাসার পূজারী।
শ্রাবণের এই আকস্মিক বর্ষার আগমনে
ভিজে যায় ইচ্ছের ক্ষেত ইচ্ছের কৃষক
তারপর বাজারে দাউ দাউ করে আগুন লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ যে সুন্দর একটি লেখা শেয়ার করেছেন। ব্লগের জন্য আপনারা সবাই বাংলার এত চর্চা করেন সেটা দেখতে খুব ভালো লাগে। হয়তো ব্লগে লিখতে না হলে আপনি কবিতাটি কোনদিনই লিখতেন না। ভালো খারাপ সেটা তো পরের আলোচ্য, প্রথম কাজ হল লেখা। খুব ভালো লাগলো দেখে আপনি লিখছেন।
যদিও সহজ সরল লাইন, তবে এই কথাগুলোর গভীরতা অনেক। দারুণ লিখেছেন কবিতাটি দিদিভাই।