গাবলুর বাড়িতে আসা

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে পুনকু সোনার বাড়িতে আসার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি সকলের ভালো লাগবে।


দিনটা ছিল ১৫ ই অক্টবর। রাত থেকেই ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম। সকালে উঠেই রেডি হয়ে বেরিয়ে গেলাম নতুন সদস্যকে আনার জন্য। আর বেশ ভোর ভোর পৌছে গেলাম আইএলএস হসপিটালে । হসপিটালে পৌঁছে যা যা প্রসিডিউর ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম।আর আমরা আলাদা একটা কেবিল নিয়েছিলাম। ওখানে নার্সরা গিয়ে তাদের মতো করে চেকআপ করে ড্রেস চেঞ্জ করেই ওটিতে পাঠিয়ে দিল। বেশ বুক দুরু দুরু করা একটা সময়। সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি ওটি হয়ে গিয়েছিল।

WhatsApp Image 2024-10-16 at 17.14.47.jpeg

৩০ মিনিটের মধ্যেই খবর পেয়ে গেলাম আমাদের সবার আদরের ছোট্ট গাবলু বাবা এসেছে। আমি তো দেখেই সাথে সাথে কোলে নিয়ে নিয়েছিলাম।

WhatsApp Image 2024-10-18 at 15.11.54.jpeg

এরপর তো ঘরে আসার অপেক্ষা করছিলাম। তিনদিন পরেই রিলিজ করে দিয়েছিলো আমাদের গাবলুকে।তাই আমি ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আর একটা ছোট্ট কেক এনে সেলিব্রেট করেছিলাম।
ছোট্ট সোনার আগমনে পুরো বাড়ি জুড়ে যেন একটা খুশির আবহাওয়া ছড়িয়ে পড়েছে।আমাদের গাবলু অনেক বড় হোক অনেক সুন্দর মনের মানুষ হোক এটাই চাওয়া।

WhatsApp Image 2024-10-18 at 15.11.51.jpeg

WhatsApp Image 2024-10-18 at 15.11.52.jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 2 months ago 

গাবলু সুস্থ থাক এই কামনা করি৷ সাথে বৌদির জন্যও তাড়াতাড়ি সেরে ওঠার কামনা রইল। বাড়িতে নতুন সদস্য আসার মজাই আলাদা। নতুন সর্বোচ্চ হলে প্রথম বেশ কিছুদিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটে। তাই না? আপনারাও নিশ্চই ভীষণ ব্যস্ত। গাবলুর ন্যাপি চেঞ্জ, ওর কান্না ওর খিদে, ওর ঘুম। সবই খুব টাচি৷ আপনাদের সব্বাইকে অভিনন্দন।

 2 months ago 

দিদি নতুন অতিথিকে বরণ করার আগমনে আপনারা যে অনেক আনন্দিত তা ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। আপনাদের সাথে আমরাও এই আনন্দে যোগ হতে পেরেছি বলে খুব ভালো লাগছে। অবশেষে তিন দিন পরে ছোট্ট অতিথি কে ঘরে তুলেছেন দেখে ভালো লাগলো। সবার প্রিয় গাবলুর জন্য দোয়া ও ভালোবাসা রইলো যেনো বড় হয়ে একজন আদর্শ মানুষ হতে পারে। ধন্যবাদ দিদি এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 months ago 

দিদি নতুন অতিথি কে খুবই সুন্দর করে নিজ বাড়িতে তুলেছেন, দেখে বেশ ভালো লাগলো।টুনকু অনেক বড় হোক এবং একজন মানুষের মতো মানুষ হোক, এমনটাই প্রত্যাশা করছি। আশা করছি সে একদিন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে।টুনকু বাবুর জন্য দোয়া রইল।

 2 months ago 

দিদি নতুন অতিথিকে বরন করার বিষয়টি দাদার পোস্টে পড়েছিলাম। কিন্তু আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম যে আপন বেশ এক্সাইমেন্ট। আমাদের সবার গাবলু সোনা অনেক বড় হউক। অনেক ভালো মনের মানুষ হউক আর অনেক সুন্দর জীবন হউক।

 2 months ago 

টুনকুর জন্য অফুরন্ত ভালোবাসা রইল দিদিভাই। বড় হয়ে, ও ওর ছোট কাকুর মত মানুষ হয়ে উঠুক।

 2 months ago 

আসলে নতুন অতিথি বাসায় আসলে আনন্দের সীমা থাকে না। জুনিয়র টিনটিনকে খুবই কিউট লাগছে। টুনকু সুস্থভাবে পৃথিবীতে বেড়ে উঠুক এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

দাদার পোস্টে পড়েছিলাম টুনকুর বাড়ি ফেরার আনন্দে পুরো বাড়িটা নাকী আপনিই সাজিয়েছিলেন। বেশ সুন্দর লাগছিল কিন্তু দিদি। আপনাদের পরিবারে নতুন আরেকজন সদস‍‍্য চলে এলো। আপনি ওকে গাবলু নাম দিয়েছেন। এটাও বেশ চমৎকার।

 2 months ago 

ছোট্ট গাবলু বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো। তার জীবন যেনো আনন্দে ভরে উঠে এই প্রার্থনাই করি। বাবুর জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 months ago 

অবশেষে বড় দিদি টুনকুকে নিয়ে বাড়ি এলো।আপনি খুব সুন্দর আয়োজন করলেন টুনকুর আগমনে।দোয়া করি টুনকু মানুষের মতো মানুষ হোক।সুস্থ ও সুন্দর থাকুক এই কামনাই করি। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 months ago 

নতুন সদস্যর জন্য অভিনন্দন। তবে এটা দেখে বেশ ভালো লাগলো নতুন অতিথিকে বরণ করার জন্য ঘর সাজিয়েছেন। কেক জানিয়েছেন। যদিও দাদার পোস্ট থেকে পড়েছিলাম। সব মিলিয়ে সবার জন্য শুভকামনা।