নির্ভয়
নমস্কার বন্ধুরা,
একজন মানুষ শব্দের মাধ্যমে ও চিত্র আঁকে।আর সেই ছবি শুধু স্রষ্টার নয় কথা বলে হাজারো মানুষের না বলা অনেক কিছু নেই।সেই চিত্র মাঝে মাঝে হয়ে ওঠে সত্যিকারের জ্যান্ত কবিতা।আর আজকে আমার পরিবেশনা একটা সেরকমই জ্যান্ত কবিতা।
ভোরবেলা কুয়াশার ভেতর
একটা স্বপ্ন ধীরে ধীরে নেমে আসে—
অর্ধেক আলো, অর্ধেক অন্ধকার,
মনের ভেতর জমে থাকা গোপন ইচ্ছে
অচেনা ডানায় ভেসে ওঠে।
যদি সত্যিই সেই স্বপ্ন
হয়ে যেত সত্যের ছায়া,
তাহলে হয়তো শহরের ভিড়ভাট্টা
আর হাহাকারমাখা মুখগুলো
পেয়ে যেত একটুখানি বিশ্রাম।
হয়তো ভালোবাসা আর ভাঙনের হিসাব
থেমে যেত এক মুহূর্তে,
মানুষ ভুলে যেত প্রতারণার ভাষা—
শুধু অরুণোদয়ের রঙে
নতুন বিশ্বাস জন্ম নিত হৃদয়ে।
কিন্তু ভোরের স্বপ্নের নিয়ম অন্য—
ওরা হঠাৎই মিলিয়ে যায়,
মুছে দেয় প্রতিশ্রুতির আলো
অথচ রেখে যায় অন্তহীন প্রশ্ন,
আমরা কি পারি জেগে থেকেও
স্বপ্নকে সত্যি করে বাঁচতে?
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.55211776766386 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
@swagata21, nomoskar! What a beautifully evocative piece! The way you've woven words and image together truly creates a "janto kobita" – a living poem. The AI-generated image perfectly complements the dreamlike quality of your verse, depicting that delicate space between dawn and reality.
The poem itself resonates deeply. The yearning for a world free from "hahakar," where love triumphs over deception, is a sentiment many of us share. The closing lines, "আমরা কি পারি জেগে থেকেও / স্বপ্নকে সত্যি করে বাঁচতে?" (Can we live by making dreams come true even while awake?) are particularly thought-provoking. It's a powerful call to action, urging us to find the beauty and hope within ourselves even amidst the chaos of daily life.
Thank you for sharing this exquisite piece of art. I encourage everyone to read and reflect on this beautiful poem and share your thoughts with @swagata21! ধন্যবাদ!