পরিবেশ বাঁচান

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।


image.png

Image created by AI


বন্ধুরা দিনদিন এই সবুজ পৃথিবীর যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে করে এই পৃথিবী বেশি দিন আর মানুষ বসবাস করতে পারবে না।আর পৃথিবীর বুদ্ধিমান মানুষ যদিও বিকল্প চিন্তা ও গবেষণা শুরু করে দিয়েছে তবে সেটা অনেক বেশি সময় সাপেক্ষ ও অনেকটা কঠিন ও বটে।এই ধরুন ইলন মাস্কের মঙ্গলে বসবাসের পরিকল্পনা ও প্রজেক্ট সেটা কতটা বাস্তব সম্মত?আমাদের এই তৃতীয় বিশ্বে যেখানে এখনো দুবেলা খাবার জোগাড় করা একটা রীতিমতো চ্যালেঞ্জের বিষয় সেখানে এটা একপ্রকার আকাশ কুসুম কল্পনা।আর হ্যাঁ পয়সাওয়ালা লোকদের জন্য এটা সুখবর বটেই।কারণ তাদের পয়সা খরচ করার কোনো সীমানা নেই।

আমার আজকের পোস্টের উদ্দেশ্য হলো আমাদের একটু সচেতন হতে হবে।দেখুন শুধুমাত্র পরিমিত গাছের অভাবে কিভাবে তীব্র মাত্রায় তাপমাত্রা বেড়ে গেছে।আর মানুষ জীবন একটা মারাত্মক হুমকির মুখে এসে দাঁড়িয়েছে।ভাবতে অবাক লাগে কি করে আমরা সব জেনে বুঝে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি!এটা আসলেই ভীষণ দুঃখজনক ও আমাদের সবার জন্য দুর্ভাগ্যের ব্যাপার।

আমরা সবাই নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের স্বল্প স্বল্প দায়িত্ব যদি পালন করে আর পরিবেশের যত্ন নিয়ে থাকি তাহলে পক্ষান্তরে পরিবেশ ও আমাদের যত্ন নেবে।তাই বন্ধুরা পরিবেশের রক্ষণাবেক্ষণ আমাদের করতে হবে আর যতটা সম্ভব আমাদের গাছ লাগাতে হবে।আর তাহলে পরিবেশ বাঁচবে আর পরিবেশ বাঁচলে আমরা ও বাঁচবো।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

দিদি খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আসলে প্রচন্ড তাপমাত্রার কারণে সকলের জীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে। গাছ আমাদের প্রকৃত বন্ধু অথচ এই গাছ আমরা দিন দিন কেটে আমাদের চাহিদা মিটাচ্ছি।যার কারণে আমরা নিজেরাই বিপদে পড়ছি। আমাদের উচিত নিজ দায়িত্বে গাছ লাগানো।বেশি গাছ ও সবুজ প্রকৃতি থাকলে আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারব। অনেক ধন্যবাদ দিদি, দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

কয়েকদিন আবহাওয়া ভালোই ছিল দিদিভাই, কিন্তু আবার এমন ভাবে গরম পড়েছে, তাতে জনজীবন যেন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে, এখনই সময় সতর্ক হওয়ার এবং পরিবেশের উপর দায়িত্বশীল আচরণ করার।

দারুণ উপভোগ করলাম ব্লগটা।

 last month 

ইলন মাস্ক এর পরিকল্পনা শুধুমাত্র টাকাওয়ালাদের জন্যই যথোপযুক্ত বলে মনে করি আমি কেননা সাধারণ মানুষ দুবেলা ভাত খাবে পেট পুরে কোনদিন সেই সাধ্য তাদের হয় না আর মঙ্গল গ্রহ যাওয়া তাদের তো বিলাসিতা ছাড়া আর কিছুই না।আমরা যদি গাছ তথা পরিবেশের যত্ন নেই তবে অবশ্যই পরিবেশ ও আমাদের যত্ন নিবে কথাটি সঠিক বলেছেন দিদি। পরিবেশ থেকে ভালো কিংবা খারাপ ওয়েদার দুটোই আমাদের কৃতকর্মের কারণে হয়ে থাকে। সবকিছুর মূলে আমাদের উচিত গাছ লাগানো। জনসচেতনতামূলক পোস্ট করার জন্য ধন্যবাদ দিদি।

 last month 

সত্যি আপু, সবুজ শ্যামল প্রকৃতির যেন খারাপ অবস্থা। বর্তমানে এই সমস্যাটা যেন বেডেই চলেছে। আর কতদিন পর্যন্ত টিকে থাকে সেটাই হচ্ছে কথা। তার সাথে আবার প্রতিনিয়ত মানুষ নিজের খাবার যোগাড় করতেই অস্বস্তিতে পড়ছে। এরকম চলতে থাকলে পৃথিবী কোন দিকে যাবে সেটাই বুঝতে পারছি না। তবে এটা ঠিক বলেছেন নিজ নিজ জায়গা থেকে পরিবেশের যত্ন নেওয়াটা আমাদের প্রয়োজন। আপনার লেখাটা পড়ে অনেক বেশি উপকৃত হলাম।

 last month 

আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন দিদিভাই। আসলেই তো, আমাদের পক্ষে তো আর মঙ্গলগ্রহে যাওয়া সম্ভব না। আমাদের চারপাশের পরিবেশের যত্ন আমাদের ই করতে হবে। তবে নিশ্চিত ভাবেই প্রকৃতি ও তার প্রতিদান দিবে আমাদের। আমাদের উচিত যার যার অবস্থান থেকে যতটুকু পারা যায়, ততটুকুই পরিবেশ প্রকৃতির যত্ন নেয়া।

 last month 

খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আপনি খুব সুন্দর কথা লিখেছেন আপু এখন তো বাইরে বেরোনো যায় না, গাছের ছায়ার খুব অভাব সব জায়গায় গাছ কেটে মরুভূমি হয়ে গেছে। তো আমরা যদি সবাই নিজের পরিবেশকে রক্ষা করার জন্য একটি একটি করে গাছ লাগাই তাহলে পরিবেশে রক্ষা পাবে আমরাও জনজীবনও অতিষ্ঠ থেকে বাঁচবে গাছের সাথে পরিবেশন ও বাঁচবে আমরাও বাঁচবো। আপনার সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

অতিরিক্ত তাপমাত্রা বাড়ার কারণে মানুষের জীবন আসলেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে দিদি। দিন দিন গাছ গাছালির সংখ্যা কমে যাচ্ছে। এর পেছনে অবশ্য মানুষই দায়ী। এখন আমাদের এই পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্বে গাছ লাগানোর প্রয়োজন। তা না হলে কিছুদিন পর এই পৃথিবীতে টিকে থাকা আমাদের জন্য সত্যিই খুব মুশকিল হয়ে পড়বে।

 last month 

আসলেই বৌদি দিনদিন পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এমন তীব্র গরম আমি কখনোই দেখিনি। বর্তমান পরিস্থিতিতে আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে গাছ লাগানো এবং পরবর্তীতে গাছের পরিচর্যা করা। নয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 last month 

বর্তমানে আমাদের পৃথিবীর অবস্থায় যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে এতে করে ইলোন মার্কসের মত চিন্তাই করতে হবে। তা না হলে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই অনেক দুষ্কর বিষয় হয়ে যাবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 last month 

হ্যা, অনেক জল্পনা কল্পনা এবং গবেষণাও চলছে পৃথিবীর বিকল্প নিয়ে, তাতে হয়তো পয়সাওয়ালারা খুশি হচ্ছেন কিন্তু আমাদের মতো আমজনতার কি হবে? গমরের যন্ত্রণা কতটা অসহ্য সেটা এবার বেশ ভালো ভাবেই আমরা উপলব্ধি করতে পেরেছি, সুন্দর পৃথিবীর জন্য সবুজের কোন বিকল্প নেই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64269.96
ETH 3483.54
USDT 1.00
SBD 2.53