টিনটিনের জন্য খেলনা কিনতে গিয়ে

in আমার বাংলা ব্লগ15 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বিকেলবেলা ঘোরার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি আপনাদের ভালো লাগবে।



বেশ কিছুদিন ধরে ভীষণ শরীর খারাপ। হয়তো ওয়েদার চেঞ্জ এর কারণে খুব ঠান্ডা লেগে গেছে। দু দিন আগেও মাথা তোলার মত অবস্থা একেবারেই ছিল না ।যাইহোক এখন ডাক্তার দেখিয়ে কিছুটা সুস্থ বোধ করছি। গতকাল শ্বশুরবাড়িতে এসেছি, আজকে হঠাৎ করেই দাদা বলল যে বিকেল বেলা ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে !কিছু জানতাম না। গাড়িতে উঠে দাদা বলছিল যে খেলনার দোকানে যাবে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে সত্যিই কি খেলনার দোকানে যাবে !

WhatsApp Image 2024-05-19 at 00.51.04_fa408cf1.jpg


তবুও ভাবলাম যে টিনটিনের জন্য হয়তো খেলনা কেনার জন্যই যাচ্ছে। তার আগে একটা কথা না বললেই নয়, আজ দুপুর বেলা আমি টিনটিনের সাথে খেলছিলাম আর খেলতে খেলতেই হঠাৎ করে টিনটিন দাদাকে বলে ওঠে যে তার একটা খেলনা লাগবে ,যাবে কিনা। দাদা শুধু কাজ করতে করতে মুখে বলেছিল যে ঠিক আছে। কিন্তু যখন আজকে আমরা খেলনার দোকানে এসে পৌঁছালাম, এই বিষয়টা আমার খুব ভালো লাগলো যে প্রত্যেকটি সন্তানের আবদার বাবারা মেটানোর চেষ্টা করে। দাদা এত কাজের মধ্যে থেকেও টিনটিনের এক বলাতে খেলনা কিনতে গেছে ।যেটা আমার খুব ভালো লেগেছে।এমনকি ওর যেটা পছন্দ সেটাই কেনার জন্য দাদা বলছিল।

WhatsApp Image 2024-05-19 at 00.51.03_8ffcb57e.jpg

WhatsApp Image 2024-05-19 at 00.51.03_6fb25ef2.jpg

প্রথমে তো টিনটিনের কিছুই পছন্দ হচ্ছিল না ।বুঝে উঠে পারছিল না যে কি কিনবে তারপর সবাই একটা একটা করে বলাতে পছন্দ মতো একটা রিমোট কন্ট্রোল কার কিনেছে। যেটা দেখতেও খুব সুন্দর লেগেছে আমার কাছে।এদিকে দাদা ।ওকে আরও বলছিল আরো কিছু কিনবে কিনা। তারপরও নিজের মন মতো কয়েকটা পুতুল কিনেছে ।আর আমারও সফট টয়েস ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে প্রচুর সফট টয়েস রয়েছে ।কিন্তু যখনই নতুন কোনো দোকানে যাই মনে হয় যে একটা কিনে নিয়ে আসি ।তাই আমিও নিজের জন্য একটা সফট toys কিনে নিলাম । টিনটিনও আরো দু তিনটে খেলনা কিনে নিল। ছোটবেলাটা আসলেই ভীষণ সুন্দর ।এই ছোটবেলার আবদার গুলো যেন মনে হয় প্রত্যেকটা বাবা-মাই রাখার চেষ্টা করে, ছোটো বললে ভুল হবে সন্তানদের আবদার কিন্তু বাবা-মায়েরা সব সময় যেভাবে হোক রাখে ।

WhatsApp Image 2024-05-19 at 00.51.02_86a85055.jpg

WhatsApp Image 2024-05-19 at 00.51.01_7e2dd704.jpg

WhatsApp Image 2024-05-19 at 00.51.03_a66ef71a.jpg

WhatsApp Image 2024-05-19 at 00.51.04_00cf5d73.jpg

আজকে টিনটিন খেলনা কিনে ভীষণ খুশি হয়েছে ।আর আমিও সফট টয় পেয়ে খুব খুশি । খেলনা কেনার পর একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করে বাড়ি চলে আসি ।সব মিলিয়ে আজকের ঘুরতে যাওয়াটা খুব সুন্দর হয়েছে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 14 days ago 

প্রত্যেক বাবারাই তাদের সন্তানদের আবদার পূরণ করার চেষ্টা করে থাকে।দাদা কাজের মধ্যে থাকা সত্ত্বেও মনে ছিল টিনটিনের খেলনা লাগবে।বেশ কিছু খেলনা সাথে সফট টয়েস কিনলেন আপনারা।ভালো লাগলো পোস্টটি দিদি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 15 days ago 

বাবা হচ্ছে পৃথিবীর ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি প্রতিটি সন্তানের কাছে রিয়াল হিরো। একমাত্র বাবাই পারেন সন্তানের প্রত্যেকটি আবদারকে এক কথায় পূরণ করার চেষ্টা করতে সেটা নিজের অসাধ্য হলেও চেষ্টা করে যান। দাদা তো বরাবরই অসম্ভব ভালো মানুষ। এখানে টিন-টিন বলেছে খেলনা কেনার কথা সেখানে তো না করার কোন উপায় নেই। তবে আপনিও টয়েস কিনেছেন শুনে বেশ ভালো লাগলো দিদি। টিন টিন বাবুর খেলনা কেনা নিয়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 14 days ago 

বাহ তাহলে তো চমৎকার একটি সময় কাটালেন। এক সাথে টিনটিনের জন্য খেলনা কিনলেন সেই সাথে আপনিও সফট টয়েস কিনে নিলেন অনেক ভালো লাগলো আপু। প্রত্যেক বাবারাই এমনই সন্তানের একবার বলাতেই শত ব্যস্ততার মাঝেও তাদের চাহিদাগুলো পূরণ করতে চেষ্টা করেন। দাদা এত ব্যস্ত মানুষ তারপরও ছেলের জন্য চলে গেলো মার্কেটে। আপনারা খেলনা কিনলেন এবং নাস্তা করলেন অনেক সুন্দর একটি সময় কাটালেন।

 14 days ago 

আপনার অসুস্থ্যের কথা শুনে খুবই খারাপ লাগলো আপু। তবে এখন কিছুটা ভালো আছেন জেনে ভালো লাগলো। টিনটিন একবার বলার সাথে সাথেই দেখছি দাদা খেলনা কিনতে নিয়ে গেল। সব বাবা মায়েরা সন্তানদের আবদার মেটাতে ভালোবাসে। দাদা এত ব্যস্ততার মধ্যেও এই বিষয়টা ভুলে যায়নি। টিনটিন
দেখছি বেশ কয়েকটা খেলনা কিনেছে। আপনার সফট টয় ও বেশ ভালো লেগেছে।

 14 days ago 

দাদার আদরের প্রিয় পুত্র আবদার করেছে যত কাজই থাকুক সেটা পূরণ করার দায়িত্ব বাবা-মার। যাইহোক, দিদি আপনি অনেক অসুস্থ ছিলেন দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। টিনটিন বাবুর জন্য খেলনা কিনতে যাওয়ার মুহূর্ত এবং তার পছন্দ মতো খেলনা কেনার দৃশ্যপট দেখে ভালো লাগলো। ছোট্ট বাচ্চারা খেলনা কিনতে এবং সেটা নিয়ে মজা করতে অনেক পছন্দ করে।

 14 days ago 

টিন টিন বাবুর জন্য অনেক সুন্দর খেলনা কিনতে গিয়ে সময় অতিবাহিত করেছেন দেখছি ভালো লাগলো। বাবুর সাথে আপনার ছবি দেখে বেশি ভালো লেগেছে। পাশাপাশি বিভিন্ন খেলনার ফটো ধারণ করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই ব্লগটা এবং ভালো লাগলো সবকিছু দেখে।

 14 days ago 

পরিবারের সাথে এভাবে সময় কাটাতে আসলেই খুব ভালো লাগে। দাদা এতো ব্যস্ততার মাঝেও টিনটিন বাবুর জন্য খেলনা কিনতে গিয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। আমাদের দাদার কোনো তুলনা হয় না। তিনি নিঃসন্দেহে পৃথিবীর সকল সেরা বাবাদের মধ্যে একজন। টিনটিনের খেলনা কেনার পাশাপাশি আপনি তাহলে নিজের জন্যও একটা খেলনা কিনেছেন বৌদি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 14 days ago 

যে দিদি আপনি ঠিক বলেছেন, প্রত্যেক বাবা-মা চেষ্টা করে তার সন্তানের আবদার পূরণ করার জন্য। দাদা তুমি ব্যস্ত থাকেন, এত ব্যস্ততার মধ্যেও টিনটিনের মাত্র একবার বলার পরেই দাদা কথাটি মনে রেখেছিলেন। আর একটি খেলনা কিনতে গিয়ে কয়েকটি খেলনা পেয়ে গেলেন। সেই সাথে আপনিও ছোটবেলায় ফিরে গেলেন নিজের জন্য একটি সফট টয় নিয়ে নিলেন। আপনার অনুভূতি দারুন ছিল। ধন্যবাদ দিদি

 14 days ago 

বাবা যতই ব্যস্ত থাকুক না কেন সব সময় সন্তানের আবদার গুলো পূর্ণ করার চেষ্টা করে। দাদা সব সময় অনেক ব্যস্ত থাকার পরেও ছেলের আবদার ঠিকই মনে রেখেছে জেনে ভালো লাগলো। আপনার পছন্দের সফট toys দেখে অনেক ভালো লেগেছে দিদি। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি দিদি।

 14 days ago 

দিদিভাই, আমার বাবুকে নিয়ে আমি বেশ চিন্তিত হয়ে যাই মার্কেটে গেলে , ওকে কিছু বলতে হয় না, ওর যেটা প্রয়োজন, সেটাই ও নিয়ে নেয়। তবে খুব বেশিদিন যায় না খেলনা গুলো, সব ভেঙ্গেচুরে শেষ করে ফেলে। আপনাকে ও টিনটিন বাবুকে দেখতে কিন্তু সুন্দর লাগছিল, সবার জন্য শুভেচ্ছা রইল। হাসি আনন্দে কাটুক আপনাদের জীবন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67476.14
ETH 3776.09
USDT 1.00
SBD 3.52