৩০ স্টিম পাওয়ার আপ
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।বরাবরের মতো আজকেও হাজির হয়ে গিয়েছি আমার পাওয়ার আপের পোস্টটি নিয়ে। যদিও নিয়মিত পোস্ট করা হচ্ছে না কিন্তু তারপরও চেষ্টা করছি প্রতি সপ্তাহেই পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখতে।স্টিমিটকে টিকিয়ে রাখার জন্য পাওয়ার আপের বিকল্প কিছুই নেই।আমাদের সকলেরই উচিত এভাবে কিছু কিছু করে পাওয়ার আপ করা।
এ সপ্তাহে ৩০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৬২,০৩৬ ।পাওয়ার আপ এর পরে হয়েছে ৬২,০৬৬ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses







পাওয়ার আপ করা মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা।আপনি পাওয়ার আপ করে একাউন্টকে শক্তিশালী করছেন যা ভীষন ভালো একটি কাজ।এভাবেই এগিয়ে যাবেন এমনটা ই আশা করছি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
0.00 SBD,
0.74 STEEM,
0.74 SP