বিনামূল্যে ছোট্ট পরিসরে মিনি সার্কেস দেখার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1546.jpeg

সার্কাস দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ছোটবেলায় বাংলাদেশে থাকতে দুই তিনবার দেখেছি যার আয়োজন ছিল অনেক বড় পরিসরে।আর এদেশে একবার দেখেছিলাম কিন্তু বাংলাদেশের মতো এত বড় পরিসরে না, ছোট্ট একটি পরিসরে। সবচেয়ে বেশি ভালো লাগতো ঝুলে ঝুলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আর দড়ির উপর দিয়ে সাইকেল চালানো এটা খুবই চমৎকার লাগত। এছাড়া ভালো লাগতো নেটের মধ্যে লাফ দিয়ে পরা। আর সবচেয়ে বেশি ভালো লাগতো লোহার একটি সার্কেলের মধ্যে মোটরসাইকেল চালানো। এছাড়া আরো নানান ধরনের অ্যাক্টিভিটিস ছিল, এখন অবশ্য সবকিছু ভালোভাবে মনে নেই। আর সার্কাসের জোকারের অ্যাক্টিভিটিস তো কখনোই ভোলার নয়। দারুন উপভোগ করতাম ছোটবেলায় জোকারের করা বিভিন্ন ধরনের একটিভিটিসগুলো।

আমার বাচ্চাদেরকে এখনো সার্কাস দেখানো হয়নি। আশা আছে তাদেরকে দেখাবো যদি কোন সুযোগ আসে। যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। কিছুদিন আগে বাচ্চাদেরকে দিয়ে শপিংয়ে গিয়েছিলাম। শপিং করতে এসে দেখি একটি খোলা মাঠে সার্কাসের মত ছোট্ট একটি আয়োজন করা হয়েছে।তো সেখানে দেখি অনেক লোকজন লাইন ধরে দেখছে তাদের করা বিভিন্ন এক্টিভিটিস গুলো। তারা খুবই ইনজয় করছিল। সেখানে একজন জোকারও ছিল। এই সার্কাসটি দেখে তখন ছোটবেলার কথা মনে পড়ে গেল। কতইনা এনজয় করতাম এই সার্কাস। আর সার্কাসের নাম শুনেই অস্থির হয়ে যেতাম কবে যাব দেখতে। যদিও মাত্র তিনজন পিপল ছিল এই সার্কাসের কার্যক্রমে। তারপরও তাদের এক্টিভিটিস গুলো বেশ ভালই লাগছিল। আর বাচ্চারা তো খুবই ইনজয় করছিল। সার্কাসের এই কার্যক্রমটি ছিল একেবারেই ফ্রি।কাওকে কোন পাউন্ড পে করতে হয়নি। মনে হয় কোন অ্যাডভার্টাইজমেন্টের জন্য তারা এগুলো করছিল। যাইহোক বাচ্চারা সহ আমরা বেশ কিছুক্ষণ ইনজয় করলাম তাদের এই এক্টিভিটিস গুলো। চলুন তাহলে তাদের করা এক্টিভিটিস গুলো এক নজরে দেখে নেয়া যাক। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

IMG_1303.jpeg

IMG_1301.jpeg

IMG_1295.jpeg

IMG_1294.jpeg

IMG_1288.jpeg

IMG_1283.jpeg

IMG_1284.jpeg

IMG_1276.jpeg

IMG_1273.jpeg

IMG_1270.jpeg

IMG_1296.jpeg

IMG_1271.jpeg

IMG_1269.jpeg

লাউড মিউজিকের তালে তালে তারা এ সকল অ্যাক্টিভিটিস করছিল। আর মাঝে মাঝে বিভিন্ন ধরনের ডায়লগ দিচ্ছিল যা সবাইকে খুবই আকৃষ্ট করেছিল। এছাড়া তারা স্টেজ থেকে নিচে এসে দর্শকের সাথে অনেক ফান করেছিল।সব কিছু মিলে দারুন উপভোগ করেছিলাম আমরা সেদিন।

IMG_1299.jpeg

যখন সবাই উপভোগ করছিল তাদের এক্টিভিটিস গুলো।

IMG_1300.jpeg

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আমার কখনোই সরাসরি সার্কাস দেখা হয় নি,টিভিতে দেখেছি।যাই হোক লন্ডনের মত জায়গাতেও সার্কাস দেখাচ্ছে জেনে ভালো লাগলো।বাচ্চারা বেশ এনজয় করেছে।ভালো লাগলো পোস্ট পড়ে।ধন্যবাদ

 2 years ago 

তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি দর্শকদেরকে আকৃষ্ট করছিল নিচের ছবি দেখে বোঝা যাচ্ছে সবাই অনেক মনোযোগ দিয়ে বিষয়টা দেখছিল। আপনার কাটানো কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমিও ছোটবেলায় দুই তিন বার সার্কাস দেখেছিলাম। এখন আর হয়না। দেখতে খুবই ইচ্ছা করে কিন্তু রাজনৈতিক কারণে আমাদের এখানে হতে দেয় না।বেশ দারুণভাবে ছোট্ট পরিসরে সার্কাস দেখার সৌভাগ্য অর্জন করেছেন। আমি ভাবি এরা কিভাবে এই খেলা গুলো দেখায় বেশ অবাস্তব মনে হয় কিন্তু আসলেই এরা আমাদের চোখ ভেলকি দিয়ে অনেক কিছু দেখায়। তাদের খেলা গুলো দেখতে বেশ দারুন লাগলো। মানুষকে বেশ বিনোদন দিয়েছে। সব মিলিয়ে বেশি দারুন একটা মুহূর্ত উপভোগ করতে পারলাম। আকাশের চিত্রগুলি বেশ দারুন ছিল।

 2 years ago 

সার্কাসের কথা শুনলে আপু ছোটবেলার কথা মনে পড়ে গেলো। ছোটবেলায় মেলায় গিয়ে কত সার্কাস দেখেছি। বেশ ভালোই লাগতো ওই সময়। আপনার অবশ্য বাচ্চাদের সার্কাস দেখানোর ইচ্ছা কিছুটা হলেও পূরণ হয়েছে রাস্তায় এরকম সার্কাস হওয়ার কারণে। এরকম জিনিস দেখলে বাচ্চারা খুব মজা পায়। আমার তো দেখেই ভালো লাগছে।

 2 years ago 

সার্কাস তো এমনিতেই খুব মজার জিনিস।বাচ্চারা নিশ্চয় অনেক মজা করেছিল।সেদিন শহর থেকে আসার সময় দেখলাম সার্কাস হচ্ছে বেশ ভালো লাগলো আপনার পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু, আমার এখনো পর্যন্ত সার্কাস ‌দেখা হয়নি। আমার ভীষণ ইচ্ছে করে সার্কাস দেখার। তবে ঠিক বলেছেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় খুব সুন্দর সার্কাসের আয়োজন করা হয়। তবে আপনাদের এখানে দেখছি, একটু ভিন্ন রকমের আয়োজন ছিল। আবার দেখছি কোন বিল পেমেন্ট করতে হয়নি। এইজন্য বেশি ভালোই হয়েছে আপনারা সবাই মিলে এনজয় করতে পেরেছেন। আপনার বাচ্চারা ইনজয় করেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

ছোটবেলায় আমিও অনেকবার সার্কাস দেখেছি। সার্কাসের কথা শুনলেই যাওয়ার জন্য বায়না করতাম। আর যেতে না দিলে তো পালিয়ে যেতাম আপু। ফ্রিতে সার্কাস দেখানো হয়েছে দেখে ভালো লাগলো। তারা তাদের কোন কিছু প্রচার করার জন্যই এই দারুন আয়োজন করেছে। আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

সার্কাসের কথা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল আপু। ছোটবেলায় প্রথম আমি মামার সাথে সার্কাস দেখতে গিয়েছিলাম। আমার তো দেখে খুবই ভয় লেগেছিল। তবে জোকারদের কথা মনে পড়লে এখনো ভীষণ হাসি পায়। অ্যাডভার্টাইজমেন্টের জন্য এত সুন্দর একটি ছোট সার্কাসের আয়োজন করা হয়েছে দেখে ভালো লাগলো আপু।

 2 years ago 

সার্কাস দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোটবেলায় আমিও ২/১ বার সার্কাস দেখার সুযোগ পেয়েছিলাম। যাইহোক ফ্রি-তে সার্কাস দেখে ফেললেন আপু। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে তাদের অ্যাক্টিভিটিস দারুণ ছিলো। সবমিলিয়ে লাইভ সার্কাস বেশ উপভোগ করেছেন আপু। পোস্টটি দেখে আসলেই খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।