রেনডম কিছু ফুল ও ফলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_2303.jpeg

মোটামুটি বৃষ্টির মধ্য দিয়েই কেটে যাচ্ছে আমাদের দিনগুলো।লাস্ট এক সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমাদের এখানে। গতকাল ওয়েদার একটু ভালো ছিল, কিন্তু আজকে আবার মেঘলা আকাশ আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি।এবছর গরমের মুখ আর আমাদের দেখা হয়নি, তবে সর্বোচ্চ একদিন 27 ডিগ্রি সেন্টিগ্রেট ছিল তাপমাত্রা।যাইহোক এ ধরনের তাপমাত্রাই আমার বেশি ভালো লাগে, খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না। মোটামুটি ভালো একটা ওয়েদার রয়েছে এখন।বৃষ্টির কারণে এখন আর গার্ডেনে গিয়ে পানি দিতে হয় না, কারণ পানি দেয়ার কাজটি বৃষ্টি সেরে দিচ্ছে।শুনেছি বাংলাদেশও নাকি এখন সব জায়গায় বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে।এটি বাংলাদেশের জন্য খুবই ভালো কারণ একমাত্র বৃষ্টিপাতই পারে সেখানের তাপমাত্রাকে কমিয়ে দিতে।বৃষ্টিপাত না হলে তাপমাত্রা আরও বেশি বেড়ে যেত।যাইহোক এখন চলে যাচ্ছি মূল পর্বে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেনডম কিছু ফুল ও ফলের ফটোগ্রাফি।তবে ফুলের ফটোগ্রাফিই বেশি রয়েছে যার মধ্যে রয়েছে কিছু নাম জানা ও কিছু অজানা।কিছু রয়েছে আমার বাগানের, আর কিছু রয়েছে রাস্তার পাশ থেকে নেওয়া।আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_2247.jpeg

IMG_2248.jpeg

প্রথমেই শুরু করে দিলাম আমার বাগানের সদ্য ফোঁটা গাঁদা ফুল দিয়ে। এ বছর এই প্রথম গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম আমার বাগানে নতুন গাঁদা ফুল আনা হয়েছে।তাই ফুল ফোঁটা মাত্রই আপনাদের সাথে শেয়ার করে দিলাম।অনেকগুলো ফুলের চারা আনা হয়েছে। সবগুলো গাছে যখন ফুল আসে তখন দেখতে খুবই চমৎকার লাগে।আমি আগে মনে করতাম এই গাঁদা ফুল শুধু বাংলাদেশেই পাওয়া যায়। এখন দেখি ইংল্যান্ডেও এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।

IMG_2245.jpeg

IMG_2246.jpeg

আমার বাগানের গোলাপ। যদিও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, কাল যখন বাগানে গিয়েছিলাম তখন বৃষ্টি ভেজা গোলাপের ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তাই কিছু ফটোগ্রাফি নিয়ে নিলাম।

IMG_2250.jpeg

টমেটো গাছের ফুল।

IMG_2249.jpeg

দেখুন অনেকগুলো টমেটো ধরে রয়েছে।

IMG_2035.jpeg

আমার বাগানের চেরি ফল গুলোও দেখতে দারুণ সুন্দর লাগছে। বেশ কিছুদিন আগে এই ফটোগ্রাফিটি নিয়েছিলাম।

IMG_2236.jpeg

IMG_2235.jpeg

উপরে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে রাসবেরি।এগুলো আমার বাগানের নয়, রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে। এগুলো কিন্তু জংলি ফলের মত।যেখানে সেখানে এই গাছগুলো দেখতে পাওয়া যায়।খেতে কিন্তু মজা নয়, একটু টকটক রয়েছে।

IMG_2238.jpeg

IMG_2239.jpeg

হলুদ রঙের এই নাম না জানা ফুল গুলো দেখুন কত চমৎকার লাগছে দেখতে? বৃষ্টির ফোঁটা গুলো পাতার উপর পড়ে রয়েছে যা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। রাস্তার পাশ থেকে এই ফুলের ফটোগ্রাফিগুলো নেওয়া হয়েছে।

IMG_2241.jpeg

নাম না জানা এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর। কিছুটা শিউলি ফুলের মত লাগছে দেখতে।

IMG_2242.jpeg

IMG_2243.jpeg

উপরের ফুল দুটিও নাম না জানা। এই ফুলের কালারও অনেক সুন্দর। রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে।

IMG_2292.jpeg

IMG_2293.jpeg

সবশেষে রাস্তার পাশ থেকে নেওয়া এই লাল রঙের হাইড্রেনজিয়া ফুলের ফটোগ্রাফি দিয়ে শেষ করে ফেললাম।এই হাইড্রেনজিয়ার অনেকগুলো প্রজাতি রয়েছে।আর তাদের কালারের ও শেষ নেই।এ পর্যন্ত আমি প্রায় ছয় থেকে সাত রঙের হাইড্রেনজিয়া ফুল দেখেছি।আমার বাগানে দুই রঙের হাইড্রেনজিয়া রয়েছে যা ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে নতুন নতুন ফুল দেখতে পারি। নতুন যে কোন কিছু সম্পর্কে জানতে ভালোই লাগে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে আপু। বাংলাদেশেও এখন কম বেশি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ফোঁটায় প্রকৃতি আরো বেশি সুন্দর লাগে দেখতে। আপনার বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। হাইড্রেনজিয়া ফুল আপনার ফটোগ্রাফির মাধ্যমে নীল কালারের গুলো আগে দেখেছিলাম। আজকে লাল রঙের গুলো দেখে খুবই ভালো লাগলো।

 last year 

বাংলাদেশে টুকটাক বৃষ্টি হচ্ছে আবার আপনার ওখানেও ভালোই বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি ভেজা গোলাপের ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু। গোলাপের পাপড়ির সাথে বৃষ্টির ফোঁটা গুলো জড়িয়ে আছে সৌন্দর্য দেখে আকৃষ্ট হওয়া স্বাভাবিক।

 last year 

আমাদের বাংলাদেশের মধ্যে ও প্রচুর পরিমাণে বৃষ্টি পাত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ফুল এবং ফলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো।আপু আপনার দেখছি ফটোগ্রাফি করার অভিজ্ঞতা অনেক। বিশেষ করে আপনার তোলা গোলাপ ফুলের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে।

 last year 

আপু বাংলাদেশে তো এখন বৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। কালকেও পুরো দিন একটানা বৃষ্টি হয়েছিল। আজকেও সকালের দিকে বৃষ্টি হয়েছিল আবার দুপুর বেলায়ও হয়েছে। মানে হঠাৎ করেই বৃষ্টি হয় এখন। তবে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। যাইহোক আপনি আজকে অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি, আর ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে দেখতে। এখানে থাকা ফটোগ্রাফি গুলোর মধ্যে কোনটার প্রশংসা বেশি করবো এটা বুঝতেছিনা। কারণ আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। গাঁদা ফুলটা ফোঁটার সাথে সাথে আপনি ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে অনেক ভালো লাগলো।

 last year 

বৃষ্টি হলে সত্যি ওয়েদারটা ঠান্ডা থাকে।তবে অসুবিধা ও আছে।বৃষ্টি হলে ঢাকার পথ গুলো পানিতে ডুবে যায়।যারা বাইরে বের হয় তাদের জন্য খুব ই অসুবিধায় পরতে হয়।আপু আপনি আপনার বাগান আর রাস্তার পাশ থেকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন।সব গুলো ফটোগ্রাফি চমৎকার লেগেছে আমার কাছে।শিউলি ফুলের মতো দেখতে ফুলটি সত্যি ই দারুন লেগেছে।এরপর গোলাপ ফুল,চেরি ও টমেটো গুলো ও ভীষণ ভালো লাগলো। চমৎকার বর্ননায় ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপু রেনডম কিছু ফুল সাথে ফলের ফটোগ্রাফিগুলো চমৎকার ছিল। এত সুন্দর সুন্দর ফুল আর ফলগুলোর মাঝে আমি হারিয়ে গিয়েছিলাম। প্রতিটা ফুল আর ফল আমার কাছে অসাধারণ লেগেছে। রাসবেরি আর চেরি ফল আপনার বাগানের মাধ্যমে প্রথম দেখতে পেলাম। এত অসাধারণ ফুল ফল গুলো দেখে ইচ্ছে হচ্ছে আপনার বাগান থেকে একটু ঘুরে আসি। আপনার বাগানটিকে দেখে বুঝা যাচ্ছে আপনি একজন বাগান বিলাসী মানুষ।

 last year 

জি আপু বাংলাদেশে অনেক বৃষ্টিপাত হচ্ছে এখন। কিছুদিন তো গরম ও রোদ তাপমাত্রায় থাকায় যেতো না। এখন আল্লাহ দিলে কম বেশি প্রতিটা দিন বৃষ্টি হয়। যাইহোক আপনি অনেক সুন্দর সুন্দর ফুল ও ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

এখন অনেক ভালো বৃষ্টি হচ্ছে, যেটা অনেক ভালো লাগতেছে আপু। বৃষ্টির কারণে বাইরের ওয়েদার টা অনেক বেশি ভালো হয়েছে গিয়েছে। এই ওয়েদারটাই বেস্ট বলে মনে করি। আপু আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমি সবসময় অনেক পছন্দ করি। কারন আপনি প্রতিনিয়তই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। রাস্তার পাশ থেকে আবার নিজের বাগান থেকে আপনি সুন্দর ফুলের ফটোগ্রাফি করেন, যেগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি ফুলের পাশাপাশি ফলের ফটোগ্রাফিও শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সবগুলো ফুল আর ফল জাস্ট অসাধারণ লাগতেছে দেখতে।

 last year 

এই বছর তাহলে ইংল্যান্ডের ওয়েদারটা বেশ ভালোই উপভোগ করছেন আপু। গরম আমার একেবারেই অসহ্য লাগে। তবে বর্ষাকাল আসার পর থেকে আমাদের দেশে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে বিধায়, ওয়েদার তুলনামূলকভাবে কিছুটা শীতল রয়েছে। যাইহোক আপনার বাগান এবং রাস্তার পাশ থেকে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। বৃষ্টি ভেজা অবস্থায় ফুল এবং পাতার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। গোলাপ ফুলের ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সব ছবিগুলো ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু বিশেষ করে বলতে হয় হলুদ রঙের নাম না জানা ফুলের ছবিটা। বৃষ্টি ফোঁটা গুলো যেন জীবন্ত হয়ে লেগে রয়েছে ফুলের পাপড়িতে। ছবিটি অসাধারণ। হলুদ রং আমার প্রিয়। তাই হয়তো এই ফটোটির প্রতি পক্ষপাতিত্ব। তবে সর্বশেষে লাল ফুল টাও ভীষণ সুন্দর। এক কথায় বলতে গেলে অসাধারণ পোস্ট। রেনডম ফুলের ছবি দেখলে যেন মনেও তার প্রতিফলন পরে।