Tilgate park এর অপরুপ সৌন্দর্য পার্ট-২, (ফটোগ্রাফি পোস্ট)
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজ আপনাদের সাথে অপরূপ সৌন্দর্যের টিলগেট পার্কের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।আগেই বলেছিলাম বিশাল এলাকা নিয়ে জায়গাটি গঠিত।বিশাল বিশাল মাঠ, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ঘন জংগল যার মধ্য দিয়ে সুন্দর রাস্তা রয়েছে, রয়েছে খুবই চমৎকার একটি লেক যেখানে হাঁসেদের খেলা দেখলে মন জুড়িয়ে যায়, এছাড়াও রয়েছে বিশাল এলাকাজুড়ে চিড়িয়াখানা।রয়েছে ছোটখাটো নানান ধরনের রেস্টুরেন্ট।আজ আপনাদেরকে নিয়ে যাব ঘন জঙ্গলের মধ্যে। দারুন সুন্দর এই জঙ্গল, ভেতর দিয়ে হাঁটার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা রয়েছে।আর রাস্তার চারিপাশে বিশাল বিশাল গাছ, রয়েছে বড় বড় ফুলের গাছ। দুই এক মাস আগে গেলে ফুলের গাছগুলো ফুলে ভরপুর দেখতে পেতাম। কিন্তু এখন গাছে তেমন ফুল ছিল না। তবে কিছু কিছু গাছে ফুল ছিল। আসলে এই গাছের ফুলগুলো বেশিদিন থাকে না, ৭ থেকে ১০ দিনের মত ফুলগুলো থাকে, এরপর ঝরে পরে যায়।যাইহোক তারপরও কিছু কিছু গাছে আমরা ফুল দেখতে পেয়েছি যা এই পার্কের অন্যতম প্রধান আরেকটি বৈশিষ্ট্য।খুবই চমৎকার লাগে যখন ফুলগুলো মাটিতে ছড়িয়ে পড়ে থাকে।গাছে ও মাটিতে চারিদিকে শুধু ফুল আর ফুল। যাইহোক চলুন তাহলে আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।
দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো পড়ে রয়েছে, আর ফুলের গাছ গুলো দেখুন কত বড় আকৃতির।
লাল বর্ণের এই ফুলগুলোও দেখতে অনেক চমৎকার লাগছে।
এই ফুলটি দেখুন কত সুন্দর। তবে গাছগুলো বেশি বড় নয়, ছোট আকৃতির আর ফুলও খুব কম ধরেছে।
সাদা ফুলগুলোও অনেক সুন্দর লাগছে।
পার্পল কালারের এই ফুলের গাছ গুলো দেখুন। কত বড় আকৃতির আঁকাবাঁকা গাছগুলো অনেক সুন্দর লাগছে।
এই ফুলগুলোও অনেক সুন্দর লাগছে।
উপরের এই ফটোগ্রাফিটি দেখুন। মনে হচ্ছে শাক লাগিয়ে রেখেছে।
দেখুন গাছের একটি অংশকে কত সুন্দর করে কুমিরের আকৃতিতে কেটে ডিজাইন করে রেখেছে।
জঙ্গলের মধ্যে রাস্তা দেখুন কত সুন্দর লাগছে।
আজ তাহলে এতোটুকুই। আগামীতে এর শেষ পর্ব নিয়ে হাজির আপনাদের মাঝে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses















টিলগেট পার্কের দ্বিতীয় পর্বের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। যদিও বা কিছুদিন আগে গেলে প্রত্যেকটা গাছের মধ্যেই আপনি ফুল দেখতে পেতেন তারপরেও বেশ চমৎকার কিছু দৃশ্যকে ফোনে ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করেছেন। বৃক্ষ কেটে কুমিরের ডিজাইন করা ফটোটি খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে চমৎকার ছিলো আপনার আজকের পোস্টটি।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
টিলগেটের এই পর্বের ফটোগ্রাফি গুলো দেখে আরো বেশী ভালো লাগলো আপু।বিশাল এলাকা জুড়ে গঠিত একই জায়গায় অনেক কিছু একসাথে।জঙ্গলের ভেতর রাস্তা গুলো সত্যি ই ভীষণ সুন্দর। এমন জায়গায় ছোট-বড় সকলেরই ভালো লাগার কথাই।প্রতিটি ফুলের ফটোগ্রাফি ই সুন্দর লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ দারুণ আপু। দেখে বেশ চমৎকার লাগল Tilgate park এর ফটোগ্রাফি গুলো গতপর্বেও দেখেছিলাম। বেশ সুন্দর জায়গা এটা। ফটোগ্রাফি গুলো আজকেও বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
জঙ্গলের মধ্যে কতো চমৎকার রাস্তা। দেখেই তো মুগ্ধ হয়ে গিয়েছি। তাছাড়া ফুলের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।