সিলেটের অপরূপ সৌন্দর্যের রাতারগুল|| শেষ পর্ব
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
বন্ধুরা আজ সিলেটের অপরূপ সৌন্দর্যের রাতারগুলের শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম কিন্তু ফটোগ্রাফি গুলো দেখতে প্রায় একই রকমের তাই আর বেশি বড় করলাম না, আজকের পর্ব দিয়ে শেষ করে দিলাম। কিন্তু প্রবলেম হচ্ছে আজ স্টিমিটের প্রবলেম থাকার কারণে ফটোগুলো আপলোড হচ্ছে না, তাই যতদূর পারা যায় ততোটা আপলোড করেছি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
ঘন জঙ্গলের মধ্য দিয়ে লাইন ধরে যাচ্ছিল আমাদের নৌকা গুলা। আর মাঝি যারা ছিল তারাও বেশ মজার। তারা গান করছিল ছিলেটি ভাষায়। শুনে খুবই মজা পাচ্ছিলাম আমরা সকলে। মাঝিরাও খুব কষ্ট করে। একেকটি নৌকার টিকেট যেহেতু ৫০০ টাকা করে নেয় কিন্তু টিমের লোকজন তাদেরকে মাত্র ২০০ টাকা করে দেয়। নৌকায় বসে বসে তাদের সুখ দুঃখের কথাগুলো শুনছিলাম।
জঙ্গলের মধ্যে বড় বড় মোটা মোটা গাছ গুলো দেখতে পাচ্ছেন।দেখলেই ভয় লাগে, কারণ এর আগে শুনেছি এসব গাছ থেকে নাকি বড় বড় সাপ ঝুলে পরে গায়ের উপরে। এজন্য একটু ভয় হচ্ছিল। গভীর জঙ্গল সাপ থাকলেও থাকতে পারে।
আমার হাজব্যান্ড তো নৌকা থেকে নেমে উঠে গিয়েছিল গাছে ছবি তোলার জন্য।
সকলেই বেশ ভালই এনজয় করেছিলাম।চিরদিন মনে থাকবে এই দিনটির কথা। যাইহোক বাংলাদেশ ভ্রমণের ঐতিহ্যবাহী কিছু স্থান আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses
















অনেক ভালো লাগলো আপনাদের ঘুরে বেড়ানো অনুভূতি গুলো পড়ে। সবাই সুন্দর সময় কাটিয়েছেন।সুন্দর মূহুর্তগুলো বেঁচে থাকার প্রেরণা হয়ে থাকে।অনেক ধন্যবাদ জানাই শেয়ার করার জন্য।
আসলেই সেখানকার নৌকার মাঝিদেরকে অনেক ঠকানো হয়। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। আমিও সেখানে গিয়ে প্রচুর ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।