😇😇পূর্ন হয়ে গেল আমার ডিসেম্বরের টার্গেট😇😇
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।আজ অতি আনন্দের সাথে বলতে যাচ্ছি যে“আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন- ৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণের ৪৬ তম সপ্তাহের মধ্যে দিয়েই টার্গেটটি পূর্ণ করে ফেললাম।আমার টার্গেটটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই পাওয়ারকে ৬০,০০০ স্টিম এ পরিণত করা।হ্যাঁ বন্ধুরা ২/৩দিন আগেই আমার টার্গেটটি পূরণ হয়ে গিয়েছে।তারপরও আমার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখেছি।আজকে পাওয়ার আপের মাধ্যমে পাওয়ার ৬০,২২৮ স্টিম এ পরিণত হল। খুব ভালো লাগছে কারণ আমার টার্গেট নির্ধারণটি সঠিক ছিল।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৬০,১২৮।পাওয়ার আপ এর পরে হয়েছে ৬০,২২৮ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses







প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এতো বড় একটি টার্গেট পূরণ করার জন্য। এই অনুভূতিটা সত্যিই স্পেশাল। আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা দেখে যে কেউ অনুপ্রাণিত হবে। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
এ বছরের মতো আপনি আপনার টার্গেট পূরণ করে ফেললেন আপু।খুব ভালো লাগলো আপনার লক্ষ্য পূরণ হতে দেখে।আশা করি সামনে আরো নতুন নতুন টার্গেট নিয়ে পূরণ করে ফেলতে পারবেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
একাউন্টঃ @tangera
পাওয়ার বৃদ্ধিঃ = 0.0830868%