বাঙালি একটি শপ থেকে রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ12 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

আজ শপিংয়ে গিয়েছিলাম হাজবেন্ডের সাথে।ঘরের মাছ, মাংস সবজি সহ আরো কিছু টুকটাক দরকার ছিল তাই আমাকেও নিয়ে গিয়েছিল তার সাথে। হাজবেন্ড সব সময় শপিং করার সময় আমাকে সাথে নিয়ে যেতে চায়। কারণ নিজে আনলে আমি বলব এটা কেন এনেছো? ওটা কেন আনলে না? নানান ধরনের প্রবলেম থাকে, তাই আমি গেলে সেই প্রবলেম থেকে মুক্ত থাকে। নরমালি বাঙালি একটি শপ থেকে আমাদের দরকারি মাছ, মাংস, ভেজিটেবল সহ জাবতীয় দ্রব্যাদি কিনে থাকি।এছাড়া ইন্ডিয়ান ও পাকিস্তানি শপ থেকেও কেনা হয় তবে ইন্ডিয়ান মাছ, মাংস তেমন কেনা হয় না কারণ সেখানে সবসময় হালাল থাকেনা।যাইহোক যেহেতু মাংস কিনতে হবে তাই আগের দিন অর্ডার করে রাখতে হয়। তা না হলে সময় বেশি লাগে। আমরা সব সময় আস্ত শিপ (ল্যাম্ব) অথবা হাফ করে কিনে থাকি। তাই তাদেরকে আগে থেকে বলতে হয়। তারা সুন্দর করে মাংসগুলো মিক্স করে প্যাকেট করে রাখে। বাসায় এসে প্যাকেট করা খুবই ঝামেলার ব্যাপার।এছাড়া চিকেনের কথাও বলতে হয় কারন এক কেস চিকেন যদি কিনি তাহলে ১০ টি চিকেন থাকে। সেগুলো আগে থেকে কেটে প্রসেস করে রাখতে হয়। নরমালি আমরা এক কেস করেই কিনি কারণ বারবার যাওয়া হয়না।যাই হোক আজ আমার উদ্দেশ্য হচ্ছে বাঙালি এই শপে কি কি জিনিসপত্র পাওয়া যায় সেগুলোর একটি ধারণা দেওয়া।

IMG_1424.jpeg

প্রথমেই চিতই পিঠা দিয়ে শুরু করলাম। প্যাকেটে লেখা দেখলাম চিতল পিঠা। কারণ সিলেটের লোকজন এই পিঠাকে চিতল পিঠা বলে।যেহেতু ইংল্যান্ডে বাংলাদেশের সিলেটি লোকজন বেশি তাই সিলেটি ভাষায় তার নাম চলে।এই পিঠা কিন্তু ফ্রোজেন, এর আগে আমি কখনো এই পিঠা দেখিনি। এই ফাস্ট টাইম দেখলাম, তবে কেনা হয়নি। যেহেতু শীতের সিজন চলছে তাই নানান রকমের পিঠা দিয়ে ভরে ফেলেছে তাদের শপটি।

IMG_1421.jpeg

পুলি পিঠা।

IMG_1422.jpeg

ভাপা পিঠা।

IMG_1423.jpeg

চই পিঠা।

IMG_1425.jpeg

নানান রকমের ফ্রোজেন পরোটা দেখতে পাচ্ছেন।

IMG_1426.jpeg

এখানে মুড়িও পাওয়া যায়, মাঝে মাঝে মুড়ি কিনে আনি আমরা এখান থেকে।

IMG_1430.jpeg

IMG_1431.jpeg

ফ্রোজেন নানা রকমের শাকসবজি দেখতে পাচ্ছেন। তবে টাটকা শাকসবজিও রয়েছে এখানে।

IMG_1432.jpeg

এখানে রয়েছে নানান রকমের শুঁটকি মাছ।

IMG_1433.jpeg

IMG_1434.jpeg

IMG_1436.jpeg

IMG_1437.jpeg

এখানে ফ্রোজেন নানান রকমের মাছ দেখতে পাচ্ছেন। দরকারি কিছু মাছ কিনে নিলাম এখান থেকে।

IMG_1439.jpeg

IMG_1438.jpeg

মাংস দেখতে পাচ্ছিন এখানে।

IMG_1440.jpeg

কেজি প্রতি দামের তালিকা দেখতে পাচ্ছেন।

IMG_1442.jpeg

কিছু শাকসবজি দেখতে পাচ্ছেন এখানে।

IMG_1428.jpeg

বলুনতো এগুলো কি? এগুলো দেখে আমি তো অবাক হয়েছি। এগুলো ফ্রোজেন সুপারি, এর আগে কখনো দেখিনি। এখানে সুপারি ও পাওয়া যায়।

IMG_1443.jpeg

কেনাকাটা ডান।

আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 9 days ago 

বাঙালি শপে গিয়ে কেনাকাটা করার পাশাপাশি অনেক কিছুর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখছি। পিঠার ফটোগ্রাফি গুলো দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।