শখের পালিত প্রাণীটি যখন মৃত্যুর কোলে

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_7839.jpeg

প্রাণীটি আমার নেইবারের।

আজকে মনটা খুব খারাপ। কারণ আমার ভাইয়ের বাংলাদেশে একটি বিড়াল ছিল, বেড়ালটি সব সময় তার সাথে সাথে থাকতো।খুব যত্ন নিত সে বিড়ালটির। সবসময় বিড়ালটিও তার পাশে পাশে থাকতো। কিন্তু হঠাৎ ১০-১৫ দিন ধরে বিড়ালটি অসুস্থ হয়ে পড়ে। ডক্টরের কাছেও নিয়েছিল। ডক্টর ওষুধ দিয়েছিল কিন্তু কোন কাজ হয়নি। এরপর আজকে বেশি অসুস্থ হয়ে পড়ায় আবার ডক্টরের কাছে নিয়ে যায়।এরপর ডক্টর ভালোভাবে চেক করে দেখে বিড়ালটির বড় একটি ডিজিজ হয়েছে।এই ডিজেজ হলে কোন বিড়াল বাঁচে না, এই কথা শুনে তো আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। বাসায় এসে তো বেশি চিন্তায় পড়ে গিয়েছে। আর বিড়ালটিও একেবারে শুয়ে পড়েছে, শুধু ছটফট করছে, মারাও যাচ্ছে না আবার বাঁচাও সম্ভব নয়। আসলে এ অবস্থা দেখে সকলেরই খারাপ লাগার কথা। বাসায় আমার আম্মা আমার ভাই তাদের অবস্থা তাহলে কেমন? বিড়ালের এই দৃশ্য ভিডিওতে আমাকেও দেখিয়েছিল আমার আম্মা।আমারও খুব কষ্ট হয়েছে, আমি অনেকক্ষণ দেখেছি ছটফট করা। আসলে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটি প্রাণীকেই ভোগ করতে হবে, এই বেড়ালটি তা আবার দেখিয়ে দিয়ে গেল।হয়তো আজ রাতের মধ্যেই বেড়ালটি মারা যাবে। কিন্তু আমার ভাইয়ের অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে। আম্মা বারবার ভাত খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে তার এই অবস্থা দেখে খেতে পারছে না, চোখ দিয়ে তার শুধু ঝরঝর করে পানি পড়ছে।

আসলে কেউ যদি কোন প্রাণীকে পোষে তাহলে সেই প্রাণীটি একজন পরিবারের সদস্যের মতো হয়ে ওঠে।আর ওই বিড়ালটিও আমার ভাইকে ছাড়া কিছুই বুঝতো না।ভাই বাসায় ফেরার সাথে সাথে সে ভাইয়ের আর পিছু ছাড়তো না।আর আমার ভাই ও বিড়াল ছাড়া কিছুই বুঝতো না।নিজে খাওয়ার সময় নিজের খাবার বিড়ালকে খাওয়াবে।সবসময় এটা ওটা বিড়ালকে খাওয়াতো।আর এই বিড়ালের জন্য সে কোথাও গিয়ে থাকতো না।কে তার বিড়ালকে খাওয়াবে, কে দেখাশোনা করবে? এই চিন্তায় সে অস্থির হয়ে যেত।আসলে যারা এ সকল প্রাণীদেরকে বাসায় পোষে তাদের সাথে প্রাণীদের একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠে।আর ওই সকল প্রাণীরাও তাদের মালিক ছাড়া কিছুই বোঝেনা।ইংল্যান্ডেও বেশিরভাগ বাড়িতেই এ ধরনের পোষ্য প্রাণী থাকে, বিশেষ করে কুকুর, কুকুর এদেশে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে।কারো কারো বাসায় অবশ্য বিড়ালও রয়েছে, কিন্তু তারা কুকুর বেশি পছন্দ করে।কুকুর গুলোকে তারা এমন ভাবে গড়ে তোলে যেন তারা তাদের মালিকের জন্য জীবন পর্যন্তও দিতে প্রস্তুত থাকে।

যাইহোক আজ ভিডিও কলে অনেকক্ষণ বিড়ালের এই কষ্টটি দেখেছি।মৃত্যুর সময় মুমূর্ষু ব্যক্তির পাশে যেমন সকলে বসে থাকে, কিন্তু তাদের কষ্ট দেখে কারো কিছু করার থাকে না, ঠিক তেমনি অবস্থা হয়েছে।সকলেই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কিন্তু কিছুই করার উপায় নেই।আমি বারবার আম্মার ফোনে কল দিচ্ছিলাম বিড়ালটির অবস্থা জানার জন্য, কিন্তু অবস্থা ঠিক তেমনি রয়েছে।ভাইটির জন্য শুধু কষ্ট হচ্ছে। তার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কি আর করা? বিড়ালটি দেখছিলাম আর কুরআনের ওই আয়াতটি মনে পড়ছিল "প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"।মানুষের মত যে প্রাণীদেরও এত কষ্ট হয় তা আবার চোখের সামনে ভেসে উঠল।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

বিড়ালটির জন্য আমারও খুব খারাপ লাগছে। তাছাড়া আপনার ভাইয়ের জন্য আরও বেশি খারাপ লাগছে। পোষা প্রাণীর কিছু হলে,সত্যিই খুব কষ্ট লাগে। এটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। কারণ বেশ কয়েক মাস আগে আমার পোষা ময়না পাখিটা আঘাত পেয়ে,তার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ পরবর্তীতে সে সুস্থ হয়ে যায়।

 8 months ago 

আসলে কুকুর-বিড়াল কিংবা যেকোনো প্রাণী খুবই সেনসেটিভ হয়ে থাকে।তবে সবার ক্ষেত্রে নয়,কেউ মায়া কাটাতে পারে কেউ পারে না।আপনার ভাইয়ের বাড়ির বিড়ালের কথা জেনে আমার খুবই খারাপ লাগছে।এটা যে কি পরিমাণ মানসিক চিন্তার বিষয় সেটি আমি অনুধাবন করতে পারি ।কারন আমার বাড়িতেও তিনটি বিড়াল রয়েছে, তবে পাশের বাড়ির মানুষরা পছন্দ করে না।নানা কূট কৌশল অবলম্বন করে আমার বিড়ালের ক্ষতি করার জন্য, যাইহোক এক্ষেত্রে সান্তনা দেওয়ার মতো ভাষা আমার নেই আপু।তবে আশা করি ভগবান চাইলে ও সুস্থ হয়ে যাবে।

 8 months ago 

মারা গিয়েছে আপু।

 8 months ago 

😢😢

 8 months ago 

সত্যি বলতে এই ব্যাথাটা কাওকে বোঝানো সম্ভব নয় যদি সে পোষা প্রানী লাভার না হয়।গত বছর আমার নিজের বিড়াল টা ফ্লুতে মারা গেলো।এখনো ওর স্মৃতি গুলো কাঁদায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

কয়েকদিন আগে আমার বাবার বাসার দুইটি বিড়াল মারা গিয়েছে। কয়েকদিনের ব্যবধানে বিড়াল গুলো মারা গিয়েছে। সত্যিই অনেক খারাপ লেগেছে। পোষা প্রাণী মারা গেলে সত্যিই অনেক খারাপ লাগে।

 8 months ago 

সত্যি ই আপু কোন পশু পালন করলে তার প্রতি মায়া হয়ে যায় এমন তার কষ্ট আসলে তখন সহ্য করা যায় না।আপনার ভাইয়ার জন্য খুবই কষ্ট লাগছে আমার।তবে প্রতিটি প্রানীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে এটা ও চিরন্তন সত্যি কথা। কোনটা ই ফেলে দেয়ার মতো নয়।আল্লাহ আপনার ভাইকে সহ্য শক্তি দান করুন, আমিন।