বড় একটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম আমরা
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আসলে বিপদ আসতে সময় লাগে না, আর এই বিপদ বলে কয়ে আসে না।আজ সারা বাংলাদেশে মোটামুটি বেশ বড় ধরনের একটি ভূমিকম্প ঘটে গেল।আল্লাহর অশেষ রহমতে তেমন বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।সারা বাংলাদেশ ছিল আতঙ্কে, বিশেষ করে ঢাকাতে যারা অবস্থান করছেন।কারণ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে।আসলে ঢাকায় আমার দুই বোন সহ আরও অনেক আত্মীয়-স্বজন বসবাস করে।তাই এ ধরনের ঘটনা খুবই চিন্তিত করে আমাকে। একটাই কাম্য আল্লাহ যেন আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যেন সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখেন।
যাই হোক এবার চলে যাচ্ছি আমার আজকের পর্বের মূল বিষয়বস্তুতে। ৩/৪ দিন আগে ছোটখাটো একটি দুর্ঘটনা আমাদের সাথে ঘটেছে।হাজব্যান্ড একটু দরকারি কাজে বের হয়েছিল গাড়ি নিয়ে।তার কিছুক্ষণ পরে আমাকে ফোন করে বলে গাড়ি এক্সিডেন্ট করে ফেলেছে।আমি তো শুনে ভয়ে অস্থির। তখন বলল তার কোন ক্ষতি হয়নি, তবে গাড়ির সমস্যা হয়েছে। হাজব্যান্ড তার রাইট অনুযায়ী সোজা রাস্তায় চলছিল।এমন সময় সাইড থেকে একজন মহিলা বড় একটি জিপ গাড়ি নিয়ে তার গাড়ির দরজার পাশে জোরে ধাক্কা লাগায়।আর একটু জোরে ধাক্কা দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।এখানে আমার হাজবেন্ডের কোন দোষ ছিল না যেহেতু সে সোজা রাস্তা দিয়ে যাচ্ছিল তাই তার প্রায়োরিটি ছিল। পাশ থেকে যে মহিলা এসেছিল তার উচিত ছিল ওয়েট করা, কিন্তু সে ওয়েট না করেই গাড়ি চালিয়ে যাচ্ছিল।
আসলে এদেশে গাড়ি চালানোর রুলস খুবই কঠোর।ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো কেউই বাইরে গাড়ি বের করতে পারবে না, এছাড়াও থাকতে হবে গাড়ির ইনস্যুরেন্স।যদি কেউ নিয়ম ভঙ্গ করে তবে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে সাথে সাথে করা হয় বড় অংকের টাকার জরিমানা।আর ইন্সুরেন্স করা থাকলে নিজের কোন দোষ না থাকলে গাড়ির বড় ধরনের ক্ষতি হলে সেই কোম্পানি সেটা কভার করে দেয়। আর নিজের দোষ হলে উল্টো তাকে আরও বেশি টাকা গুনতে হয়।তাই সকলেই খুব সতর্কতার সাথে গাড়ি চালায়। এদেশে সকলেই অনেক সতর্কতার সাথে রুলসগুলো মান্য করে গাড়ি চালায় বলেই বাংলাদেশের তুলনায় এ দেশে খুব কম এক্সিডেন্ট হয়। বাংলাদেশের রাস্তায় বের হলে দেখা যায় যে যার মত গাড়ি চালাচ্ছে, কেউ কোন রুলস মানছে না। আর এ কারণেই অহরহ দুর্ঘটনা ঘটেই চলছে। তবে দুর্ঘটনা এদেশেও হয় কিন্তু খুবই কম। সকলেই রুলস মেনে চলে, কিন্তু তার মধ্যেও মাঝেমধ্যে এক্সিডেন্ট হয়ে যায়, মানুষ তো, ভুল হতেই পারে।কিন্তু কেউ রুলস অমান্য করে না।
যাইহোক যেহেতু হাজবেন্ডের গাড়িটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই ইন্সুরেন্স কোম্পানি তার গাড়িটা নিয়ে গিয়েছে, আর রিপ্লেসমেন্ট আরও একটি কার দিয়ে গিয়েছে।তার গাড়িটা ঠিক হলে আবার ফেরত দিয়ে যাবে, আর তাদের গাড়িটি নিয়ে যাবে। যাইহোক এই গাড়িটি আবার খুবই সতর্কতার সাথে চালাতে হচ্ছে।কারণ এবার গাড়িতে কোন প্রবলেম হলে, বা যদি হাসবেন্ডের দোষ থাকে তাহলে হাজবেন্ডকে অনেক টাকা গুনতে হবে।এটা আবার একটি বড় বার্ডেন।যাইহোক আশা করি খুব শীঘ্রই আমাদের গাড়িটি ফেরত পাবো।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses



সত্যি ই আপু আমরা ঢাকাবাসী খুব আতংকে আছি।বড় রকমের ভূমিকম্প হলে ঢাকা শহর তছনছ হয়ে যাবে।দোয়া করবেন সবাই। আজকে আপনার দুর্ঘটনার কথা শুনে খারাপ লাগলো।আসলে উল্টো দিক থেকে গাড়ি এলে হর্ন দিয়ে সংকেত দিয়ে ওয়েট করা জরুরী ছিল।বড় রকমের ঝামেলাতে পরেনি ভাইয়া জেনে ভালো লাগলো। দোয়া করি গাড়ি ফেরত পাওয়া অব্দি আর যেনো কোন ঝামেলা না হয়।
শুক্রবারের ভূমিকম্পে আমরা অনেক ভয় পেয়েছিলাম। কারণ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো আমাদের বাসা থেকে মাত্র ১৫ মাইল দূরত্বে। যাইহোক গাড়ি চালাতে গেলে অন্যের ভুলের কারণে অনেক সময় নিজের ক্ষতি হয়ে যায়। আশা করি ভাইয়ার গাড়ি দ্রুত মেরামত করে ইন্সুরেন্স কোম্পানি ফেরত দিবে।