৫০ STEEM পাওয়ার আপ
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।“আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন- ৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতার টার্গেটটি ইতিমধ্যেই পূরণ করে ফেলেছি তাই আর নতুন করে কোন টার্গেট করতে হচ্ছে না। ডিসেম্বর মাস ও প্রায় শেষের পথে।এছাড়া "আমার বাংলা ব্লগ" ও আর আগের মত থাকছে না, জানুয়ারি মাস থেকে পরিবর্তন আসতে চলছে।তাই যদি নিয়মিত পোস্ট করি তবে আমার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।যাই হোক আজ ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৬০,৮৫০।পাওয়ার আপ এর পরে হয়েছে ৬০,৯০০ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses







এই সিজনে খুব সুন্দর ভাবে টার্গেট পূরণ করা হয়ে গেলেও ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে ভীষণ ভালো লাগলো। আশাকরি এভাবেই এগিয়ে যাবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।