"আজ টিনটিন বাবুর প্রিয় বন্ধুর ফটোগ্রাফী"

in আমার বাংলা ব্লগ2 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিনটিন বাবুর প্রিয় বন্ধুর ফটোগ্রাফী। টিনটিন বাবু মাঝে মাঝে ঘুরতে গিয়ে তার বন্ধুর সাথে দেখা করে। নিশ্চই আপনারা জানতে চান তার প্রিয় বন্ধু কে? তার প্রিয় বন্ধু হলো বিড়াল, কুকুর, বিভিন্ন ধরনের পাখি।বিড়াল দেখলে ওর আনন্দের আর সীমা থাকে না। প্রতিদিন সন্ধ্যায় রাস্তায় গিয়ে দোকান থেকে বিস্কুট কিনে কুকুরকে খেতে দেয়।

IMG_20210403_171552.jpg
টিনটিন বাবু দোলনায় দোল খাচ্ছে।
স্থান: ইকো পার্ক, কোলকাতা

IMG_20210829_180053.jpg
গ্রামের মাঠের ভিতর টিনটিন বাবু মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর সামনে একটা বিড়াল দেখে তার কাছে যাচ্ছে।
স্থান: বেরা বেরীয়া,

IMG_20210829_180051.jpg

IMG_20211027_154414.jpg
ইটের রাস্তায় একটা বিড়াল বসে আছে।
স্থান: ব্যারাকপুর, গঙ্গা ঘাট
IMG_20211027_154411.jpg

IMG_20211027_154404.jpg

IMG_20211024_164325.jpg
বিড়ালটি দেয়ালের উপর উঠে শিকার খুঁজছে।
স্থান: বারাসাত

IMG_20211024_164317.jpg

IMG_20211024_163654.jpg
পুকুরের পাশে নারকেল গেছে দাঁড়িয়ে শিকার ধরছে।
স্থান: বারাসাত

IMG_20211024_163653.jpg
পুকুরের পাশে নারকেল গাছে দাঁড়িয়ে শিকার ধরছে।
স্থান: বারাসাত

Sort:  
 2 years ago 

টিনটিন বাবু দেখতে খুবই সুন্দর,টিনটিন বাবুকে খুবই কিউট লাগছে। আর টিনটিন বাবুর বন্ধুটা খুবই সুন্দর, বাবুর সাথে কাটানো সময় গুলো খুবই আনন্দের ছিল। টিনটিন বাবু তার বন্ধুর সাথে অনেক মজা করে সময় কাটিয়েছে। টিনটিন বাবু এবং তার বন্ধুর জন্য শুভকামনা রইল। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে যা আমার অনেক ভালো লেগেছে। সকলের জন্য শুভকামনা রইল।

প্রথমেই রইলো টিনটিন বাবুর প্রতি কমল ভালোবাসা। বিশেষ করে ফটোগ্রাফি দারুন ছিলো। টিনটিন বাবুর বন্ধু অনেক কিউট। খুভ ভাল্লাগে এমন পোষ্ট দেখলে। শুভ কামনা রইলো আপনার প্রতি।

 2 years ago 

ধন্যবাদ,

 2 years ago 

দিদি,অনেকদিন পরে আমাদের সোনামণি টিনটিন বাবুকে দেখতে পেলাম।আমাদের টিনটিন বাবুর যেমন কিউ তার বন্ধুগুলো কিন্তু কম সুন্দর না। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফি খুবই অসাধারণ ছিল। তবে সবগুলো ফটোগ্রাফি মধ্যে একটি ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। দোলায় বসে থাকা আমাদের টিনটিন সোনা বাবুর ফটোগ্রাফি টি। ধন্যবাদ দিদি, এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।💞🌷

 2 years ago 

ধন্যবাদ আপু

আনন্দ টুকু পিচ্চি টিনটিন এর মনো বিকাশের সহায় হোক, এই কামনা করছি-----

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

বাহ বৌদি টিনটিন এর সাথে তো আমার অনেক মিল আছে দেখছি!
আমিও এমন কুকুর বিড়ালদের খাওয়াই কিছুনা কিছু।
প্রথম বিড়ালটা দেখতে খুব সুন্দর।
আর আমাদের টিনটিন সোনা তো সবসময় ই আমাদের হিরো।

 2 years ago 

হ্যা টিনটিন পশু পাখি দের খাওয়াতে খুব ভালো বাসে। সে বিড়ালদের কোল্ড ড্রিঙ্কস ও খেতে দেয়। আমি আবার কুকুর বিড়াল পছন্দ করি না। দেখলেই আমার জানি কেমন লাগে।

 2 years ago 

এতো ছোট বেলা থেকে প্রাণীর প্রতি ভালোবাসা ।সত্যিই খুবই ভালো। অনেক ভালোবাসা ও আদর রইলো আমার ছোট্ট টিনটিন ভাইপোর জন্য।বৌদি সবগুলো ফটোগ্রাফি গুলি খুবই সুন্দর হয়েছে। প্রতিদিন দোকান থেকে বিস্কুট কিনে টিনটিন ভাইপো কুকুরকে খেতে দেয় সত্যিই খুবই পূর্ণের কাজ । আমার শুনে খুবই ভালো লাগলো। ছোট্ট ভাইপোর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দিদি, অসাধারণ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো। সাথে আপনার বর্ণনা গুলো ভাল লেগেছে আমার। টিনটিন বাবু এবং তার বন্ধুরা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

টিনটিন আমাদের দাদার কলিজা। আমাদের নয়নের মনি। আমার বৌদির প্রদীপ্ত তুই নয়নের মনি টিনটিন বাবু। টিনটিনের খেলার সাথী কুকুর আর বিড়াল সবচাইতে বেশি পছন্দ করে। বিড়াল বাচ্চাদের খেলার সাথী। টিনটিন এর ব্যতিক্রম নয় কারণ বাচ্চা মানুষ খেলতে পছন্দ করে। সবচেয়ে বড় কথা হল আমাদের টিনটিন বাবুর ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। আমার টিনটিন বাবুর জন্য ভালোবাসা অবিরাম।

 2 years ago 

ঠিক বলেছেন।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর লাগছে টিনটিন বাবুকে।অনেক কিউট।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

বাচ্চারা আসলে এমনই হয়। এদের মন খুবই কমল থাকে। টিনটিনকে খুবই কিউট লাগছে। ধন্যবাদ বৌদি।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63799.64
ETH 3130.40
USDT 1.00
SBD 3.97