"বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজ আমি অন্য রকম একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও।আমাদের বাড়িতে পোলাও ভাত তেমন কেউ পছন্দ করে না। তাই আর খুব একটা পোলাও রান্না হয় না। বেশ কিছুদিন আগে আমি পোলাও রান্না করছিলাম। কিন্তু তখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি।ভাবলাম আজ আপনাদের শেয়ার করি। পোলাও রান্না করার আগে থেকে কোনো প্ল্যানিং ছিলো না। হটাৎ করেই বললো পোলাও রান্না করতে। তাই আর কি করা ঘরে থাকা সামগ্রী দিয়ে পোলাও রান্না করলাম। সত্যি খেতে অনেক টেস্টি ছিল। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220303_230644.jpg
উপকরণ:
১. বাসমতি চাল - ৩ কাপ
২. ঘি - ২ কাপ
৩. দুধ - ১ কাপ
৪. গুড়ো দুধ - ১কাপ
৫. তেজ পাতা - ২ টি
৬. কিশমিশ - ৫০ গ্রাম
৭. কাজু বাদাম - ৫০ গ্রাম
৮. এলাচ, দারুচিনি, - পরিমান মতো
৯. লবণ - ২ চামচ
১০. ফুড কালার লাল রঙের - ১ চিমটি

IMG_20220303_205118.jpg
চাল

IMG_20220303_220751.jpg
গুড়ো দুধ

IMG_20220303_215326.jpg
তেজ পাতা ও লবঙ্গ, দারচিনি

IMG_20220303_211138.jpg
তরল দুধ

IMG_20220328_190733.jpg
ফুড কালার লাল রঙের

IMG_20220328_190716.jpg
ঘি

IMG_20220303_213259.jpg
কিশমিশ ও কাজু বাদাম

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চাল গুলো ভালো করে ধুয়ে ৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এরপর হাপ্ কাপ তরল দুধের ভিতর এক চিমটি ফুড কালার ভালো করে মিশিয়ে রাখতে হবে ।

IMG_20220303_221319.jpg
২. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে হাপ্ কাপ ঘি দিয়ে দিতে হবে।

IMG_20220303_215145.jpg
৩. ঘি গরম হয়ে গেলে ভিজানো চাল গুলোর জল ঝরিয়ে ঘি এর ভিতর দিয়ে দিতে হবে। এই চালের ভিতর একে একে কিশমিশ ও কাজু বাদাম, তেজ পাতা, দারচিনি ও এলাচ দিয়ে চালের সাথে মিশিয়ে দিতে হবে। চাল গুলো প্রায় ১০ মিনিট ধরে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে চাল গুলোর জল শুকিয়ে গেলে সেই পর্যায়ে পরিমান মতো জল দিয়ে দিতে হবে।

IMG_20220303_215559.jpg

IMG_20220303_220217.jpg

IMG_20220303_220800.jpg

৪. যে পরিমাণ চাল দিতে হবে ঠিক তার দ্বিগুণ জল দিতে হবে। জল ফুটতে শুরু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে।একই সঙ্গে ২ চামচ লবণ দিয়ে দিতে হবে।

IMG_20220303_220846.jpg

৫. আমি ভাত গুলো রাইস কুকারে রান্না করেছি চাইলে আপনারা কড়াইতে রান্না করতে পারেন। এরপর ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৬. ভাত রান্না হয়ে গেলে ফুড কালার মিশানো দুধ সেই ভাতের ভিতর দিয়ে দিতে হবে।

IMG_20220303_223307.jpg

৭. এবার ওই দুধ ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভাতের সঙ্গে মিশানো হয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে পাঁচ মিনিটের মতো।এরপর উপরে একটু ঘি ছিটিয়ে দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নিতে হবে।

IMG_20220303_230631.jpg

তৈরি হয়ে গেল অনেক টেস্টি বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও। এটি আপনারা যে কোন রোস্ট এর সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি মুরগি রোস্ট এর সঙ্গে পরিবেশন করেছিলাম।

IMG_20220303_232804.jpg

Sort:  

Yummy 😋

@godlovermel25 Fuck off your fucking trash comment! You are shitty fucking asshole motherfucker 🖕

 2 years ago 

আপনার রান্না করা বাসমতী চালের পোলাও দেখেই লোভ লাগছে। মনে হচ্ছে এখনি খেয়ে ফেলি। ধন্যবাদ বৌদি এতো লোভনীয় একটি খাবার এর রেসিপি শেয়ার করার জন্য।

সুন্দর হয়েছে

 2 years ago 
বৌদিমনি আপনার বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও"দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে কারণ এই পোলাওতে আমার অনেক বেশি প্রিয় খুবই চমৎকার করে রেসিপির প্রতিটি ধাপ তুলে ধরেছেন যা আমাকে অনেক বেশি আকর্ষিত করেছে এত চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বৌদি মনি♥♥
 2 years ago 

আপু,পরিবেশনের এবং পোলাও এর কালার দেখে খুব খেতে ইচ্ছে করছে।মনে হচ্ছে আমি দারুন সুগন্ধি পাচ্ছি। আমার কাছে খুব ভালো লেগেছে। সাথে যদি রোস্ট থাকে তাহলে তো কোন কথাই নাই। আমার খুব ভালো লেগেছে রেসিপিটা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আচ্ছা বৌদি আপনার এই রেসিপি দেখলেই তো জিভে জল চলে এসেছে তার মন্তব্য করব কিভাবে। সামনে এরকম একটি রেসিপি যদি থাকে তাহলে তো নিজেকে কন্ট্রোল করা যায় না। খাবার গুলো দেখে খুব খেতে ইচ্ছে হয়েছে 😋

 2 years ago 

ওহ বৌদি এত রাতে কি রান্না দেখালেন , দেখেতো এখন খেতে ইচ্ছে করতেছে। আপনার রান্না দেখে জ্বিবে জল চলে আসল মাফ করবেন। আপনার আজকের রান্না অনেক লোভনীয় একটি রান্না বৌদি। বাসমতি চালের সুগন্ধি জাফরানি পোলাও নাম টা দেখেই চলে আসলাম আপনার রান্নার রেসিপির ধাপ গুলো দেখতে। অসাধারন ।শুভকামনা রইল বৌদি।

 2 years ago 

রান্নার কালার দেখেই বুঝা যাচ্ছে দিদির হাতের রান্না অনেক ইয়াম্মি হয়েছে। খেতে পারলে মনে হচ্ছে ক্ষুধাকে চিরতরের জন্য বিদায় জানাতে পারতাম।

 2 years ago 

ওয়াও বৌদি আপনি খুব সুন্দর ভাবে বাসমতি চালের জাফরানি পোলাও রান্না করেছেন। রেসিপিটি আমার খুব ভালো লেগেছে দেখে খুব খেতে ইচ্ছে করছে। বিশেষ করে কালারটা বেশি ভাল লেগেছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের উপস্থাপন করেছেন।আপনার মাধ্যমে দারুন একটি রেসিপি শিখতে পারলাম।আপনকে অসংখ্য ধন্যবাদ বৌদি ভালোবাসা নিবেন।

ওয়াও বৌদি বাসমতী চালের পোলাও দেখা মাত্র আমার খুদা তিন গুণ বেড়ে গেলো।এখন তো আমার খেতে ইচ্ছে করছে । বৌদি আপনার রান্না দেখে বোঝা যাচ্ছে অনেক মজাদার হয়েছে আপনার হাতের পোলাও রেসিপি। আমাদের একদিন দাওয়াত দেন বৌদি। আপনার পোলাও রোস্ট দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। বাসমতী চালের পোলাও খাওয়া হয়নি এভাবে। সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য অবিরাম ভালোবাসা ও দোয়া রইল।।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61497.86
ETH 2992.94
USDT 1.00
SBD 3.69