" টেডি ডে কেনো পালন করা হয় ও তার ইতিহাস"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কুয়াশার চাদরে ঘেরা মিষ্টি সকালের শুভেচ্ছা। আমি ঘুম থেকে উঠে দেখি চারদিকে প্রচুর কুয়াশা পড়েছে। আসলে কি লিখবো বুঝতে পড়ছিলাম না। তাই ভাবলাম গতকাল " টেডি ডে " গেলো , কমবেশি প্রায় সকলে পালন করেছে। মিথ্যা বলবো না, আমি ও পালন করেছি। কিন্তু এই "টেডি ডে" কেনো পালন করা হয়? তা হয়তো আমরা সকলে জানি , আর না জানে তাদের জন্যই শেয়ার করছি। ভালোবাসার সপ্তাহের চতুর্থ দিনে এই দিবসটি পালন করা হয়। আমার না জেনে কোন কিছু করতে ভালো লাগে না। কেন , কি কারণে হয় ? এগুলো জানার কৌতুহল রয়েছে। তাই আমি সবকিছু খুঁটে খুঁটে জানার চেষ্টা করি।এটাই হলো আমার বড় দোষ। তাই এটি
সম্পর্কে আমি কলেজ জীবন থেকে জেনেছিলাম। সে ঘটনা আমি অন্য কোন দিন শেয়ার করবো। আগেই বলেছি আমরা বিয়ের আগে এই দিন গুলো পালন করতাম না। তাই বিয়ের আগে আমি একদিন বলছিলাম বিয়ের তত্ত্ব হিসেবে আমাকে যেনো একটি টেডি দেওয়া হয়। কারণ আমার টেডি বিয়ার খুব পছন্দের। সেই দিন কথা বলতে বলতে সে আমাকে বলেছিলো।

সেই আমাদের বিয়ের পর থেকে ওর শত ব্যস্ততার মাঝে থেকেও সে তার প্রতিশ্রুতি গুলো পালন করে আসছে। আমাকে প্রায়ই একটি কথা বলে আমার কাজের থেকে আগে আমার পরিবার এবং তুমি। এটাই আমার জন্য অনেক পাওয়া যে এখনও সে তার প্রতিটা কথা রাখার চেষ্টা করে। সত্যিকারের ভালোবাসা থাকলে প্রতিদিনই ভালোবাসার দিন। স্পেশাল ভাবে পালন করা লাগে না এটাই ঠিক। কাল সন্ধ্যায় আমরা বাইরে ডিনার করতে গিয়েছিলাম।সেখান থেকে আসার সময় আমি ৫ টি টেডি কিনেছিলাম। আসলে আমার পরিবারের সবাইকে দেওয়ার জন্য। একটি আমার ভাসুর এর মেয়েকে দিয়েছিলাম, আর একটি আমার ভাসুর এর স্ত্রী মানে আমার বড় দিদি কে দিয়েছিলাম, অন্যটি আমার ছোট ভাই এর মতো দেবর কে, আর একটি আমার টিনটিন বাবুর জন্য, বাকি টা আমার প্রিয় মানুষটির জন্য। টেডি বিয়ার যে শুধু প্রেমিক প্রেমিকা দের দিতে হয় এটা লেখা নেই। সব ভালোবাসার মানুষকে দেওয়া যায়। আমার সকল আনন্দ সবার সাথে ভাগ করে নিতে ভালো লাগে।সে আমাকে যে টেডি দিয়েছিলো সেটি অনেক সুন্দর আমার দারুন পছন্দ হয়েছিলো।ও আমাকে লুকিয়ে রেখে কখন কিনেছে আমি বুঝতেও পারিনি।আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন কোন টেডি সে আমাকে দিয়েছিলো। তাই আমি আর বিস্তারিত কিছু বললাম না।

IMG_20220210_225707.jpg
টেডি বিয়ার সবচেয়ে সুন্দর উপহার গুলোর মধ্যে একটি।এটি দুই জনের প্রেমের সম্পর্কের প্রতীক হিসেবে টেডি বিয়ার উপহার দেওয়া হয়। প্রেম ও ভালোবাসার মধ্যে সেতুবন্ধন এর কাজ করে এই টেডি বিয়ার। ভালোবাসার সপ্তাহে একে অপরকে টেডি উপহার দেয় এতে করে তাকে অপরের কাছে" পাশে আছি" এই বার্তাটি পাঠিয়ে দেয়।ভালোবাসার চূড়ান্ত অভিব্যক্তি হিসাবে গণ্য করা হয় টেডি বিয়ারকে। মন খারাপের রাত হোক কিংবা কোনো ভালো লাগার মুহূর্ত আবেগ প্রকাশের জন্য টেডি বিয়ার কে জড়িয়ে ধরা হয়। বিশেষ করে মেয়েদের প্রিয় বন্ধু হল টেডি বিয়ার। টেডি কে জড়িয়ে ধরে
আবেগ, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। তাই প্রেমের প্রতীক হিসেবে প্রতিবছর এই টেডি দিবস পালন করা হয়।
তাই সুখের সব মুহূর্তগুলোতে টেডি দেওয়া হয়। তাই প্রতি বছর ভালোবাসার সপ্তাহের ১০ তারিখ টেডি দিবস হিসেবে পালন করা হয়।

IMG_20220210_225549.jpg

IMG_20220210_225645.jpg
তবে এর পিছনে ও যথেষ্ট কারণ রয়েছে। সব কিছুর পিছনে কিছু না কিছু ঘটনা লুকিয়ে থাকে।আমি একটু
সংক্ষিপ্ত করে বলছি। তাহলে চলুন শুরু করা যাক।আশা করি আপনাদের ভালো লাগবে। আর তা হলো পশু হত্যা বন্ধ করা। পশুদের ও পরম মমতায় ভালোবাসা।১৯০২ সালের নভেম্বরে মিসিসিপিতে শিকারে বের হন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। কিন্তু সেদিন সারাদিন খুঁজেও একটি শিকার ও মিলাতে পারেন নি। তাই তার সঙ্গীরা মন রাখতে একটি কালো ভাল্লুক ছানা খুঁজে এনে গাছে বেঁধে দেয়। কিন্তু এমন ছোট মিষ্টি ভাল্লুক ছানা দেখে তার মায়া হয়। আর তিনি তাকে মারতে পারেননি।আর সেই দিনের পর থেকে সমস্ত পশু হত্যা বন্ধ করে দেন রুজভেল্ট।তার এই সম্মানের জন্য পরবর্তীকালে এক কার্টুনিস্ট এই ভাল্লুকের একটি কার্টুন আঁকেন। আর সেই ছবি দেখে টেডি বিয়ার তৈরি করা হয়।আর সেই দিনের পর থেকে রুজভেল্ট এর কাছে পশুপাখি প্রিয় হয়ে ওঠে। নিউ ইয়র্কের ক্যান্ডি স্টোরের মালিক মরিস মিকটম এই ঘটনা শুনে খুশি হয়ে তৎকালীন রাষ্ট্রপতি কে খেলনা ভাল্লুক উপহার দেন। আর সেই থেকে এর নাম দেওয়া "টেডি বিয়ার"। আর সেই থেকে "টেডি বিয়ার" উপহার হিসেবে দেওয়া হয়। আর এই " টেডি বিয়ার" ফুলের মতো শুকিয়ে যায় না, নষ্ট ও হয় না। বরং সেই উপহার দাতার স্মৃতিচারণ হিসেবে রয়ে যায়।তাই একে অপরকে ভালোবাসা প্রকাশের জন্য " টেডি বিয়ার " দেওয়া হয়।

Sort:  
 2 years ago 

আমার তো এই কাহিনী একদমই জানা ছিল না। টেডি বিয়ার ডে কেন পালন করা হয় এর পেছনের রহস্যটা জেনে সত্যিই ভালোই লাগছে।আর যেই টেডি বিয়ার গুলোর ছবি শেয়ার করেছেন সেগুলো সত্যিই অনেক কিউট বৌদি। ভালো লাগলো ভালোবাসার সপ্তাহের টেডি বিয়ার দিনটি সম্পর্কে অজানা তথ্য গুলো জেনে। ধন্যবাদ বৌদি পোস্টটি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক ভালোবাসা রইলো।

 2 years ago 

আমার এই দিন সম্পর্কে কোন ধারণা নেই বা ছিলো ও না, কিন্তু আজ আমি আপনার ব্যাখ্যা পড়ে ধারণা পেয়েছি, আপনার তথ্যমূলক পোস্টের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

টেডি ডে নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে আপনার এই পোস্টটি সাজিয়েছেন। আপনার লেখা কথাগুলো পড়ে অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম বৌদি। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে প্রতিটি বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। বৌদি আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহ্।খুব সুন্দর একটি ঘটনা জানতে পারলাম।আপু আমি এ ঘটনা আগে জানতাম না।জানতে পেরে ভালো লাগছে,সমস্ত পশু হত্যা নিষিদ্ধ করেছে।আর দাদা গিফটটা কিন্তুু খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বৌদি দারুন একটি তথ্য শেয়ার করলেন আপনি। গতকাল দাদাকে জিজ্ঞেস করেছিলাম টেডি ডে আবার কি জিনিস। আজ আপনার কাছ থেকে বিষয়টা বিস্তারিত জানতে পারলাম। প্রেসিডেন্ট রুজভেল্ট প্রাণী শিকার করতে যাওয়ার সঙ্গে যে এর ইতিহাস জড়িয়ে আছে ধারণাই ছিল না। কোন কিছু না জেনে পালন করার মধ্যে আমি কোন সার্থকতা দেখিনা। ভালো লাগলো সুন্দর তথ্যগুলো শেয়ার করার জন্য। শুভকামনা রইল

 2 years ago 

ব্যাপারটি জানা ছিল না বৌদি । ভালোই লাগলো জেনে ।তবে বক্সের মধ্যের টেডি ও গোলাপ ফুল গুলো এক সঙ্গে দেখতে খুব সুন্দর লাগছিল। শুভেচ্ছা রইল বৌদি , আপনাদের বন্ধন চির অটুট থাকুক।

 2 years ago 

সুন্দর উপস্থাপনা ছিল দিদি,আসলে টেডি ডে কেন পালন করা হয় তা কিন্তু জানতাম না।আপনার এই পোস্টের মাধ্যমে সবটা ক্লিয়ার হয়েছে। আর এই টেডিটাও বেশ দারুণ লাগতেছে দিদি,আমার খুবই পছন্দ হয়েছে।অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সবটা তুলে ধরার জন্য।

 2 years ago 

টেডি ডে সম্পর্কে জানতাম।তবে এই টেডি ডে এর পিছনের কারণ টা জানা ছিলো না।
বৌদি সত্যিই আপনার মনে প্রত্যেকের জন্যে ভালোবাসা রয়েছে।তাই সবসময় সবার কথাই ভাবেন।
ছোট্ট টেডিটি দারুণ।

 2 years ago 

ধন্যবাদ আপু। আমি চাই আমার সুখের সময় গুলো সবার সাথে ভাগ করে নিতে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন বৌদি। ভালোবাসার জন্য কোন নির্দিষ্ট দিন থাকতে হয়না। প্রত্যেকটা দিনেই প্রিয় মানুষটির পাশে থাকলে সে দিনটি সুন্দর হয়ে যায়।

IMG_20220211_122957.jpg
একদম সেইম একটা উপহার আমি আমার প্রিয় মানুষটিকে উপহার দিয়েছিলাম। ৩ মার্চ ২০১৮। তখন ও আমাদের বিয়ে হইছিল না।
তবে আমি যেটা দিয়েছিলাম সেটি সাদা আর নীল রংয়ের ছিল।

 2 years ago 

তাহলে তো সেদিন বৌদি নিশ্চই খুব হয়েছিলো। হ্যা দাদা প্রিয় মানুষ পাশে থাকলে প্রত্যেক দিনই সুন্দর হয়।

 2 years ago 

হুম বৌদি। এখনও মাঝে মধ্যে ওটা বের করে নিজে দেখে আর আমাকেও দেখায়। 🥰🥰

 2 years ago 

সত্যিকারের ভালোবাসা থাকলে প্রতিদিনই ভালোবাসার দিন। স্পেশাল ভাবে পালন করা লাগে না এটাই ঠিক।

বৌদি খুব ভালো বলেছেন আসলে ভালোবাসা প্রকাশের জন্য স্পেশাল কোনো দিন নেই, প্রতিদনই ভালোবাসা দিবস। টেডিবিয়ার দিবসের ইতিহাস সম্পর্কে আগে জানা ছিল না বৌদি। আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল বৌদি ❤️

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60896.54
ETH 2918.31
USDT 1.00
SBD 3.61