আমার কল্পনার সুপারপাওয়ার
আমাদের প্রত্যেকের চিন্তা-ভাবনা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকেন আমরা যে সকল বিষয়ে বেশি ইন্টারেস্ট দেখাই সেসব বিষয়গুলি কিন্তু আমাদের কল্পনায় আমাদের চিন্তায় সবথেকে বেশি আছে। যদি কখনো নিজেকে সুপারহিরো বানাতে চাইতাম তাহলে আমি কোন সুপারহিরো বানাতাম এই বিষয়ে ছোটবেলায় ব্যাপক চিন্তা করেছি তবে আমি ব্যক্তিগতভাবে আইরন ম্যান কে অনেক বেশি ভালোবাসি এবং তার ব্যক্তিগত ক্যারেক্টার কেউ অনেক বেশি ভালো লাগে।
ছোটবেলায় মাঝেমধ্যে মনে করতাম আমার কাছে যদি এই সুপার পাওয়ার থাকতো তাহলে আমি এই এই জিনিসগুলো করতাম, এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারাও কোন না কোন এক সময় চিন্তা ভাবনা করতেন। তাই তো আজ এই ধরনের একটি পোস্ট লিখতে বসেছি। তবে আমি আমার সুপার পাওয়ার হিসেবে আইরন ম্যানকেই ইউজ করতাম কারণ তার কাছে রয়েছে টেকনোলজি এবং তার কাছে রয়েছে অধিক বুদ্ধিমত্তা।
যদি আপনার আসে কল্পনার সুপার পাওয়ারকে যদি বাস্তবে রূপান্তরিত করার সুযোগ থাকে তাহলে আপনারা কোন ধরনের সুপার পাওয়ার নিতে আগ্রহী সেটা অবশ্যই মন্তব্য নিতে ভুলবেন না কিন্তু। কারণ এই বিষয়গুলো আমাদেরকে সেই সব সময়ের কথা মনে করিয়ে দিবে যেসব সময় আমরা সে সবকিছু চিন্তা করতাম এবং মনে করতাম আমি যদি এই সুপার পাওয়ার পেতাম তাহলে আমি অনেক কিছু করে ফেলতাম। এই বিষয়গুলো ভাবলেও এখন কেন জানি নিজের কাছে নিজেই হাসি পায়। কিন্তু তারপরও এটা আমাদের ছোটবেলার অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল।

