খেলাধুলা

file_000000009ca872079a7ed32ba5837ed7.png

Image Created by OpenAI

খেলাধুলা আমাদের শুধু শরীরচর্চার যে একটি মাধ্যম, তা কিন্তু নয়। এটা আমাদের জীবনের সবথেকে বড়ো একটা শিক্ষক। বিশেষ করে ক্রিকেট এবং ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন আর ক্রিকেট দুটোই হচ্ছে একটা বড়ো কৌশলগত ম্যাচ। এটা হলো আমাদের মানসিক শক্তির একটা প্রধান খেলার মধ্যেও পড়ে। এইগুলো একটা নিয়ম ও শৃঙ্খলার মধ্যে পড়ে, ফলে আমাদের জীবনে বেশ কিছু শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। যেমন আমরা যখন ব্যাডমিন্টন খেলে থাকি, তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে খেলতে হয় অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট আইন-শৃঙ্খলা আছে। একটা নির্দিষ্ট কোট কাটা থাকে, তার মধ্যেই সবকিছু খেলতে হয়।

এছাড়া যেমন, এখানে ক্রিকেট খেলার কোথাও যদি বলি, তাহলেও একই নিয়মের মধ্যে হয়ে থাকে। যেমন- এটা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে খেলা হয়ে থাকে। এটাও নিয়ম শৃঙ্খলা সম্পন্ন একটা খেলা। এটা থেকে আমাদের জীবনের একটা প্রধান শিক্ষা মেলে হলো- জীবনে কোনো কিছুতে এগোতে হলে নিয়ম শৃঙ্খলা মানা বাধ্যতামূলক। এই দুটো ম্যাচেই আমাদের ধৈর্য আর মানসিক দৃড়তা মানতে শেখায়। এর থেকে যে আমাদের যে মানসিক শক্তি আসে, সেটা আমাদের কঠিন সময়ও স্থির থাকতে সাহায্য করে।