রাতের ছাদে এক স্মরণীয় মুহূর্ত
শীতের মরশুম আসলেই চলে নানা আয়োজন, যেমন তার মধ্যে পিকনিক এর আয়োজন বেশিই হয়ে থাকে। কিন্তু এর মধ্যে সবথেকে অন্যতম যে বিষয়টা থাকে, সেটা হলো বারবিকিউ পার্টি। এটা যেকোনো জায়গায় করা যায়। তবে যদি এটাকে একটু জঙ্গল মতো জায়গায় করা যায়, তাহলে আরো বেশি এডভেঞ্চার লাগবে। মূলত এইসব বারবিকিউ জঙ্গল সাইটে অনেকেই করে থাকে আগুন জ্বালিয়ে। তবে এটি বন্ধুরা মিলে বা বাড়িতেও পরিবারের সাথে বারবিকিউ করা ছোট করে। যেমন-আমরা প্রতিবারই কিন্তু শীতকাল আসলেই বাড়িতে পরিবারের সবাই মিলে অনেক আয়োজন করে এই বারবিকিউ পার্টি করে থাকি। শীতের রাতের হালকা হাওয়া আর ছাদের নির্জনতায় এই বারবিকিউ পার্টি যেন একদম জমে যায়।
আর সাথে যদি সেদিন আকাশে চাঁদনীর রাত থাকে, তাহলে সেটা আরো মধুময় হয়ে ওঠে। আমাদের আয়োজন খুবই সাধারণ ভাবে হয়ে থাকে অর্থাৎ পরিবারের লোকজন মিলেই করে থাকি। এতে করে একটা বিষয় হলো, বড়ো আয়োজন হোক বা ছোট আয়োজন, পরিবারের সবাই একসাথে আড্ডা দিতে দিতে এই বারবিকিউ পার্টি করার যেন আনন্দ আর সোনালী মুহূর্তটা থাকে, সেটা একটা প্রতিবারের মতো স্মৃতি হিসেবে থেকে যায়। নিজেরা হাতে করে সবকিছু সেটআপ করা এবং কয়লা জ্বালিয়ে শুরু করার মধ্যেও একটা আলাদা অনুভূতি খুঁজে পাওয়া যায়। এতে করে শীতের সন্ধ্যা বা রাতটাই যেন জমে যায়।

