গ্রামবাংলার বিকেলের এক সোনালী মুহূর্ত
গ্রামবাংলার প্রকৃতির মাঝে সময় কাটানো মানেই একটা আলাদা অনুভূতি। গ্রামবাংলার বিকেল মানেই প্রকৃতির শান্ত এক রূপ। আর সেই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে যদি সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করা যায়, তাহলে সেটা আরো ভালো লাগে। এখানে সূর্যের অস্ত যাওয়ার মাঝে হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে। আসলে গ্রামের দিকে এখন পুরো শীত নেমে গেছে, শেষ বেলায় আস্তে আস্তে হালকা কুয়াশাও পড়তে শুরু করেছে। আর তারই মাঝে এইরকম দৃশ্য দেখার অনুভূতিটাই আলাদা। আর শেষ বিকেলের এই সোনালী আলোর আভা যেন পুরো মাঠ জুড়ে একটা অন্যরকম সৌন্দর্যে সাজিয়ে তুলেছিল।
এরপরে এখানে বিস্তীর্ণ মাঠ ফাঁকা পড়ে আছে, কিছুদিন আগেই এখান থেকে ধান কেটে তুলেছে, সেটা দেখলেই বোঝা যায়। মাঠে এইসব সবুজতার বিষয়টা হলো সবুজ ঘাস জন্মেছে, কিন্তু সেটা যাইহোক, প্রকৃতির মাঝে এইরকম সৌন্দর্য দেখে নিজেকে সেখান থেকে আর ফিরিয়ে আনা যায় না, মনে হয় প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে বাকি সময়টা পার করে দিই। এইগুলো আসলে আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তখন, যখন শহরের ব্যস্ততা থেকে দূরে নির্মল হাওয়া, খোলা আকাশ ইত্যাদি এইসব কিছু মিলিয়ে আসলে এমন একটা মুহূর্ত তৈরি হয় যে, ফোনের ক্যামেরায় বন্দি করার থেকেও মন থেকে অনুভব করা যায় আরো গভীরভাবে।

