ভালো মানুষ হতে গিয়ে বারবার ঠকতে হয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা বারবার ভালো মানুষ হতে গিয়ে যেন ঠকে যাই, কারণ পৃথিবীতে আসলে সব কিছুর একটা দিক থাকলেও, যে বিষয়টির কোনো দিক থাকে না কিংবা আসলে যে বিষয়টি অনেক বেশি খারাপ পথে যায়, অর্থাৎ যে ব্যাপারটি অত্যন্ত খারাপ হয়, সেটা হলো যে মানুষটি ভালো, যে মানুষটি সকলের উপকার করে, যে মানুষটি সকলকে নিয়ে ভাবে দিনশেষে তাকেই ঠকতে হয় খুব বাজেভাবে।

আর ঠিক এই জায়গা থেকেই আমার মনে হয় যে পৃথিবীতে ধীরে ধীরে মানুষের প্রতি মানুষের যে একটা অগাধ বিশ্বাস থাকে, সেটা চলে যাচ্ছে। কারণ একটা ব্যাপার খুব পরিষ্কার যে কোন মানুষ যদি আমাদেরকে দিনের পর দিন ঠকাতে থাকে, তাহলে কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই অন্য মানুষদের প্রতিও বিশ্বাস চলে যায়।

কারণ, আমরা যখন কোন মানুষকে নিজের মন থেকে খুব সরল মনে বিশ্বাস করি, তখন কিন্তু এটা আমাদের মনের একটি ব্যাপার যে আমরা সকল মানুষকে বিশ্বাস করতে চাই, কারণ আমাদের মন তখন সরল থাকে। কিন্তু ওই সরল মনে যখন বারবার আঘাত আসে, ওই সরল মনকে যখন মানুষ বারবার ঠকাতে থাকে, তখন কিন্তু ব্যাপারটি বিপরীত হয়ে যায়।

অর্থাৎ, মানুষ তখন চারপাশের কোন মানুষকেই আর বিশ্বাস করতে পারে না। এবং সে যেমন কোন মানুষকেই আর বিশ্বাস করতে পারে না, ঠিক একইভাবে সে ধীরে ধীরে সকলকেই অবিশ্বাস করা শুরু করে। আর এখানেই কিন্তু আমাদের পৃথিবী ধীরে ধীরে ভুল পথের দিকে এগিয়ে যায় এবং যাচ্ছে।

কারণ, আমরা যদি মানুষকে বিশ্বাস করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। আর আরেকটি মূল ব্যাপার হলো ভালো মানুষরাই সব সময় ঠকে, কারণ স্বাভাবিকভাবেই খারাপ মানুষেরা অন্য মানুষকে ঠকানোর কোনো সুযোগই দেয় না। কারণ তারা নিজেরাই লোক ঠকায়।

আর তার মাঝখানে পড়ে যায় ভালো মানুষরা। অর্থাৎ, ভালো মানুষরাই অন্য মানুষকে বিশ্বাস করে, অন্য মানুষকে সাহায্য করে। আর তার বিপরীতে অন্য মানুষেরা, অর্থাৎ খারাপ মানুষেরা, তাদের খুব বাজেভাবে ঠকায়। এবং এমনভাবে ঠকায় যেন সে পরবর্তীতে আর কোন মানুষকে বিশ্বাস করতে না পারে।

তাই এই লেখাটি খারাপ মানুষ এবং ভালো মানুষ দু'পক্ষের মানুষের জন্যই। অর্থাৎ, খারাপ মানুষের উচিত ওই ভালো মানুষগুলোকে না ঠকানো। কারণ, একটা সময় আসলে ওই মানুষগুলোই আর নিজেদেরকে সাহায্য করার মতো কোন মানুষ খুঁজে পাবে না।

ABB.gif