এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৬৫ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|

Photo by @winkles
আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্র তুলেছিলাম ইকো পার্ক থেকে। এখানে একটা তাজমহল এর দৃশ্য দেখতে পাবেন। এখানে এই তাজমহল এর একটা সুন্দর রেপ্লিকা স্থাপন করা হয়েছে। তাজমহল এখানে পার্ক এর এমন জায়গায় স্থাপন করা হয়েছে যে, দূর থেকে দেখলেও যেনো এর সৌন্দর্য আসল তাজমহল এর মতো লাগবে। এর সাদা রংটা আসল সৌন্দর্যের প্রতীক। এখানে এই সাদা পাথরের স্থাপনটি প্রেমের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে বিখ্যাত। তবে এই মডেলটি এখানে ছোটো হলেও মূল তাজমহল এর কাঠামো অনুযায়ী তৈরী করেছে সবকিছু।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
এই আলোকচিত্র তুলেছিলাম সায়েন্স সিটি থেকে। এখানে গ্রাউন্ড এর ভেতরে শুধু সবুজতার সৌন্দর্য দেখতে পাবেন। এখানে তাদের যেমন বিভিন্ন ধরণের প্রজেক্ট রয়েছে, তেমন গ্রাউন্ড এর মাঝখান বরাবর বাগানের মতো একটা সৌন্দর্য তৈরী করে রেখেছে। মূলত এই ধরণের বিষয়গুলোর মধ্যে লুকিয়ে থাকে আসল সৌন্দর্য। এখানে এত প্রজেক্ট এর অংশ রয়েছে যে, একদিনে সব সম্পন্ন করা মুশকিল। আমি এক তারিখ গিয়েছিলাম, কিন্তু দুটোর বেশি সম্পন্ন করতে পারিনি। বিকেলের মুহূর্তে আপনার এই বাগানের মতো তৈরী করা সবুজ এর মাঝে হাঁটতে একটা দারুণ অনুভূতি কাজ করবে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
এই আলোকচিত্র তুলেছিলাম চিড়িয়াখানা থেকে। এখানে বিভিন্ন ধরণের পাখি জাতীয় প্রাণী দেখতে পাবেন, এরা আবার জলাশয়ে হাঁসের মতো বিচরণ করে বেড়ায়। তবে এখানে কয়েকটা প্রজাতির আছে, এদের আবার আলাদা আলাদা খাঁচার ভেতরে বা এইরকম লোহার নেটের মধ্যে রাখা হয়। এদের বড়ো প্রজাতিগুলো হিংস্রও হয়ে থাকে। এদের মধ্যে পেন্টেড স্টর্ক, রোসি প্যালিক্যান এই দুটিই আপাতত ছিল। এদের গলার যে থ্রটল থাকে, এটা বেশ বড়ো হয়ে থাকে। শিকারী এখানে আটকে খেয়ে ফেলে।

Photo by @winkles
এটা একটা খাবারের ছবি। আসলে আমরা যখন তারাপিঠ ঘুরতে গিয়েছিলাম, তখন আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে আগে খেতে চলে গিয়েছিলাম। দুইজন দুটো মটন বিরিয়ানি আর সাথে মটন চাপ নিয়েছিলাম। আমরা যে কয়দিন ছিলাম, সেই কয়দিন শুধু খাবার তালে ছিলাম। আমরা একটু ভ্রমণ পিপাসু হওয়ার সাথে সাথে খাবার প্রিয় মানুষ, খেতে খুব ভালবাসি। তো যাইহোক, এই ছিল আর কি।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





তাজমহলের সেই সুন্দর ফটোগ্রাফিটি এবং সাইন্স সিটি থেকে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলি থেকে বেশি ভালো হয়েছে। তাছাড়াও চিড়িয়াখানার বেশ কয়েকটি ফটোগ্রাফি সুন্দর লাগলো। এরকম ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।