কালো চোখের মেয়ে ( পর্ব ২ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'কালো চোখের মেয়ে' গল্পটির দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপর সেই কালো চোখের মেয়েটা এক দৃষ্টিতে সংগ্রামের দিকে তাকিয়ে ছিল। সংগ্রামের মনে একটু ভয় ভয় অনুভব হতে লাগলো। সঞ্জয় এরপর তার হাতে থাকা ক্যামেরাটা নামিয়ে নিলাম। আর সঞ্জয় নিজের মনের সাথে কথা বলতে থাকে অর্থাৎ এখানে কেউ থাকে নাকি বা এখানে কেউ আসে নাকি। কিন্তু সেই মেয়েটা যে এক নজরে তার দিকে তাকিয়ে রইলো, কোনো কথাই বললো না। এরই মাঝে দূরের থেকে একটা ট্রেনের আওয়াজ শুনতে পায় এবং সংগ্রাম অন্যদিকে তাকিয়ে পড়ে। তৎক্ষণাৎ সংগ্রাম আবার যখন মেয়েটির দিকে তাকালো, তখন মেয়েটি আবার নেই।
মুহূর্তের মধ্যে যেনো সবকিছু হারিয়ে যায়। সংগ্রাম তখন নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করে অর্থাৎ হয়তো এটা একটা চোখের ভুল ছিল। মূলত তখনও সংগ্রাম এর মনে বিষয়টা উঁকি মেরে যাচ্ছে। বুকের ভেতর যেনো একটা অজানা চাপ ঘুরে বেড়াতে থাকে সংগ্রামের। যাইহোক, সংগ্রাম সেখান থেকে ফিরে বাড়ি চলে আসে। এরপর সে যখন ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে ছবিগুলো দেখছিলো, তখন একটা ছবি দেখে তার হাত কেঁপে উঠলো। কারণ সে ওই ছবিটা তোলেনি। ছবিটা ছিল, তার নিজের অর্থাৎ রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজের ছবি।
তবে ছবিটার পেছনে জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার ছবিও আবার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সেই কালো চোখে যেনো তার দিকেই তাকিয়ে আছে। এরপর সংগ্রাম তো বিষয়টা দেখে নিজেই এলোমেলো হয়ে গেছে, কারণ সংগ্রাম তো নিশ্চিত, এই অ্যান্গেলে ছবি তোলা কোনোমতে সম্ভব না। ওইদিন তো ওই ভাবে কেটে গেলো, সারা রাত ঘুমটাও ঠিকমতো হয়নি। কারণ তার মাথায় তখন থেকে সেই অদ্ভূত চোখের মেয়েটার বিষয় ঘুরপাক খাচ্ছে। ওই মেয়েটা কে? এই ভাবতে ভাবতে রাত পার হয়ে যায়। সংগ্রাম তখন মনে মনে সিদ্ধান্ত নিলো যে, সকালে ওখানে আবার যাব।
কোয়ার্টারগুলোর পাশে একটা বহু পুরনো চায়ের দোকান আছে। এই দোকানটা চালায় একজন বৃদ্ধ। তো সংগ্রাম ওইদিন সকালে আবারো সেখানে গিয়ে চা খেতে খেতে বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলো এই কোয়ার্টারগুলোতে কেউ থাকে কিনা। কথাটা শুনে বৃদ্ধ লোকটি যেনো একটু থমকে যায় আর সংগ্রাম এর দিকে চোখ তুলে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেনো জিজ্ঞাসা করছেন? সংগ্রাম তখন একটু ইতস্তত হয়ে বললো- এখানে গতকাল আসলে একটা মেয়েকে দেখেছিলাম। তো এই কথা বলতেই বৃদ্ধ লোকটির মুখের রং বদলে গেলো। চায়ের কাপটা নিচে নামিয়ে রেখে বললো- সাদা পোশাক এবং লম্বা চুল?....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





