এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৬৬ )

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000039877.jpg
Photo by @winkles

1000039878.jpg
Photo by @winkles

1000039879.jpg
Photo by @winkles

1000039880.jpg
Photo by @winkles

1000039881.jpg
Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো । এই আলোকচিত্র তুলেছিলাম বাংলাদেশের থেকে। একদিন বাগেরহাট এর দিকে গেছিলাম। মূলত ওখানে শুনেছি ষাট গম্বুজ বলে একটা বিখ্যাত জায়গা আছে। মূলত এই কারণেই ওখানে যাওয়া হয় আর কি। জায়গাটা আসলে বেশ সুন্দর আর ওর ভেতরে বেশ মনোরম পরিবেশ। ভেতরে অনেক বড়ো জায়গা আছে আর অনেক কিছু দেখারও আছে। এর ভেতরে একটা মিউজিয়াম আছে, যাতে ইতিহাসের অনেক কিছু অর্থাৎ পুরোনো আমলের অনেক কিছু সংগ্রহ করা আছে। মোটামুটি যতক্ষণ ছিলাম, সময়টা বেশ ভালো উপভোগ করেছিলাম।

1000041001.jpg
Photo by @winkles

এই দৃশ্যটা তুলেছিলাম কলকাতার আন্তর্জাতিক বই মেলা থেকে। প্রতি বছর কলকাতার সল্টলেকের দিকে বিশাল বই মেলা বসে। এখানে মূলত মোটামুটি সব দেশের থেকে অনেকেই এসে স্টল দিয়ে থাকে। আর এটা এই বছরের সবথেকে মনে হয় আকর্ষণীয় একটা দিক ছিল বই মেলার, কারণ তুলনামূলক মনে হলো এইবার একটু বেশিই স্টল নিয়ে এসেছে। তবে লোকজন হয়েছিলো প্রচুর, আমরা গিয়ে যেনো স্টল এর মধ্যে কোথাও একটু দাঁড়ানোর সুযোগ খুঁজে পাচ্ছিলাম না। আর আমাদের বই মেলায় গেলে প্রচুর সময় লাগে, কারণ কমপক্ষে এক একটা স্টল থেকে বই কেনা হয় ১৫-১৬ টার মতো। ফলে বেছে বেছে নিতে অনেক সময় লেগে যায়।

1000057563.jpg
Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম আলিপুর চিড়িয়াখানা থেকে। এখানে একটা কালো রঙের পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো আমাদের এশিয়ার দিকে পাওয়া যায়না একদমই। এই পাখিটির নাম হল "রেড টেলড ব্লাক ককাটু "। এর শুধু লেজের দিকটা লাল আর বাকি সবকিছু কালো কালার এর। এই পাখি অস্ট্রেলিয়ার বন জঙ্গলের দিকে থাকে । এদের আবার পুরুষ আর স্ত্রী ভেদে একটু ভিন্ন ভিন্ন কালার এর পাওয়া যায়। এরা মূলত গাছের ফল, বীজ এবং পোকা এইসব খেয়ে জীবিকা নির্বাহ করে। তবে বর্তমানে এরা একটু বিপদ এর মধ্যে আছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে এইসব। এদের ঠোঁটের দিকে দেখলে কিছুটা টিয়া পাখির মতো লাগে।

1000058282.jpg
Photo by @winkles

এই আলোকচিত্র কিছু খাবার এর। এখানে একটা চিকেন পোলাও আর একটা ভেজ পোলাও আছে। আর সাথে দুটো মটন কষা নিয়েছিলাম। খাবারের মান মোটামুটি বেশ ভালোই ছিল। মোটামুটি আমরা যতবার খেতে গেছি, সাথে এই মটন কষা সবসময় ছিল। এটাই সবথেকে ভাল লেগেছিল খেতে বলতে গেলে। তবে তারাপিঠে একপ্রকার ভালো দিক হলো, যতদিন থাকো, নিজে মাংস কিনে ওদের কাছে দিলে আলাদা করে রান্না করে দেয় অর্থাৎ আমি যেভাবে খেতে চাই সেইভাবে। এটা একটা ভালো অপশন এখানে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png