শেষ ওভারের উত্তেজনায় নাইট রাইডার্সের নাটকীয় জয়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গত দিন একটা অসাধারণ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ মূলত ইন্টারন্যাশনাল টি২০ ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে এই ম্যাচ একধরণের আইপিএল এর মতো। এই খেলাটা হচ্ছে দুবাই এর পিচে। গতকাল এই ম্যাচের ১৯ তম ম্যাচ ছিল। এখানে আবু ঢাবি নাইট রাইডার্স এবং গুল্ফ জায়ান্টস এর মধ্যে ম্যাচ ছিল। এই নাইট রাইডার্স মূলত আমাদের কলকাতার মতো টিম। এই খেলাতেও বিভিন্ন দেশের খেলোয়াড় মিক্সড আছে।
তবে এরা কোনো আন্তর্জাতিক মানের প্লেয়ার না, আবার অনেকেই আছেন, যাদের ফর্ম নেই বর্তমানে, কিন্তু তারা এইসব ম্যাচে আবার নিলামে ওঠে। শ্রীলঙ্কা এর অনেকেই আছেন এই ম্যাচে আবার ইন্ডিয়ারও আছে, তবে ইন্ডিয়ান প্লেয়ার খুবই কম। এরা বাইরের কোনো টুর্নামেন্ট এমনিতেই খেলে না। যাইহোক গতকালের ম্যাচে আবু ঢাবি টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আর যেহেতু এই পিচটা চেজ করার জন্য যথেষ্ট ভালো, তাই সিদ্ধান্তও ভালো ছিল। তো সেই হিসেবে গুল্ফ জায়ান্টস এর প্লেয়ার অর্থাৎ পাথুম এবং গুরবাজ ওপেন করতে আসে।
এক্ষেত্রে গুরবাজ এর শুরুটা বেশ ভালো ছিল। কিন্তু পাথুম একদম ভুল শর্ট বেছে নিয়েছিলো ছয় মারার পরে। মোয়েন আলীও একদম ফালতু ব্যাটিং করেছে। এদের মূলত না খেলে খেলে ফর্ম বসে গেছে। মোট কথা হলো এখানে যদি গুরবাজ এর ওই দারুণ ব্যাটিং না থাকতো, তাহলে এই ম্যাচে ভরা ডুবি নিশ্চিত ছিল। তার একার ৭২ রান আর বাকিদের সব মিলিয়ে টোটাল ১৬৫ রানের মোটামুটি একটা রান হয়েছিলো। কিন্তু এই পিচে এটা যথেষ্ট ছিল না নিজেদের আত্মরক্ষার জন্য। আবু ঢাবি এই রানের বিপক্ষে ব্যাটিং করেছে ঝড়ের বেগে।
প্রথমে ওপেন শুরু হয়েছিলো মারাত্মক ভাবে, কারণ দুজনেই সমানে বিধ্বংসী ব্যাটার এই পজিশনে। সল্ট তো পুরোপুরি একটা হাই স্পিড এর টি২০ ব্যাটসম্যান, যেটা হয়তো আর কিছুদিন পরে সবথেকে জনপ্রিয় আইপিএল ম্যাচে দেখা যাবে কোনো টিমের হয়ে। প্রথমে যেভাবে ব্যাটিং করছিলো, তাতে মোটামুটি ১৫ ওভারের মধ্যে ম্যাচ বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সব এমনভাবে আউট হওয়া শুরু করলো যে, সহজ ম্যাচ কঠিন হয়ে গেলো। লাস্ট পর্যায়ে টানটান উত্তেজনা বেধে গিয়েছিলো। তবুও ম্যাচ জিততে পেরেছে অনেক কষ্টে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





