কালো চোখের মেয়ে ( পর্ব ১ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'কালো চোখের মেয়ে' গল্পটির প্রথম পর্ব শেয়ার করে নেবো। এই কাহিনীটা একটা রেল স্টেশনকে কেন্দ্র করে। শহরের একদম শেষ প্রান্তের দিকে একটা স্টেশন আছে অর্থাৎ ওখান দিয়ে একটা রেল লাইন চলে গেছে। কিন্তু ওখানে নিয়মিত কোনো ট্রেন চলাচল করে না। খুব সম্ভবত দিনে দুই/একটি ট্রেন চলাচল করে। লাইনটার পাশে পড়ে থাকা পরিত্যক্ত কোয়ার্টারগুলোকে দেখলে মনে হয় যেনো, এখান দিয়ে সময় তার নিজস্ব গতিতে অতিক্রম করে চলেছে। কিন্তু কোনো কিছু থেমে থাকেনি।
সংগ্রাম নামের এক ছেলে একদিন ওখানে গিয়েছিলো। কিন্তু ছেলেটা জানতো না যে, এই রেল লাইন তার জীবনে একটা কালো অধ্যায়ের দরজা খুলে দেবে। ছেলেটা পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। সে বিভিন্ন পুরোনো জায়গা, ভাঙা বাড়ি, এইরকম পরিত্যক্ত স্টেশন ইত্যাদি সবকিছুর উপরে ফটোগ্রাফি করতো। এইসবের প্রতি তার যেনো একটা আলাদা টান ছিল। শহরের অলিগলি এবং আশেপাশে এইরকম জায়গা খুঁজে সে বের করতো তার কাজের জন্য। সেদিনও হঠাৎ করে ছেলেটা এই উদ্দেশ্যে বাড়ির থেকে বেরিয়েছিলো।
কিন্তু যেদিন বিকেলের দিকে সে বেরিয়েছিলো, সেদিন চারিদিকে কেমন যেনো একটা অদ্ভূত পরিবেশ ছিল অর্থাৎ যেনো নিস্তব্ধ পরিবেশ। আকাশে একদিকে আবার ঘন মেঘ জমেছিলো, কিন্তু বৃষ্টি হয়নি। ছেলেটা তার যে কাজের জন্য বেরিয়েছিলো, সেই হিসেবে সে তার লোকেশন খুঁজে পেয়েছিলো অর্থাৎ একটা পরিত্যক্ত স্টেশন। সে ফটোগ্রাফি করতে লাগে, কিন্তু কিছু মুহূর্তে হঠাৎ ছেলেটার কাছে কিছু বিষয় অদ্ভূত লাগতে শুরু করে দেয়। তার মনে হতে লাগে, কেউ যেনো তাকে দেখছে। এই ধরণের অনুভূতি কিন্তু আবার ব্যখ্যা করা যায় না, কারণ মনের মধ্যে অদ্ভূত কিছু হতে লাগলেও অনেক সময় বিষয়টা বোঝানো যায় না।
যাইহোক, বিষয়গুলো চোখে পড়েনি, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি বোধ হচ্ছিলো বারবার। ছেলেটা একটু ঘুরে দাঁড়ালো এবং স্টেশন চত্বরে যতো কোয়ার্টার আছে, সবদিক নজর দেয় এবং একটি কোয়ার্টারে জানালার কাছে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথম দেখায় তার কাছে মেয়েটিকে সাধারণ এবং স্বাভাবিকই মনে হয়। সবকিছু স্বাভাবিক লাগলেও পরে ছেলেটি বুঝলো, সমস্যাটা অন্য জায়গায় অর্থাৎ মেয়েটির চোখ। চোখটা কালো ঠিক আছে, কিন্তু সেটা অস্বাভাবিক ভাবে কালো। যেনো চোখের কোনো সাদা অংশই নেই, পুরো চোখ জুড়ে কালো অন্ধকার হয়ে আছে। মেয়েটি কোনো পলক না ফেলে ছেলেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।.....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





