১০ ওভারে রান চেজ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল এক দুর্ধর্ষ খেলা হয়েছে, যা ক্রিকেট ইতিহাসে খুব কমই দেখা যায়। আর এইরকম ম্যাচ বহুদিন পিচে দেখা যায় না। গতকাল ইন্ডিয়া আর নিউজিল্যান্ড এর মধ্যে তৃতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচে অর্থাৎ পুরো টি২০ সিরিজে যেনো একটা ঝড় বয়ে গেছে নিউজিল্যান্ড এর উপর দিয়ে। ইন্ডিয়া এইরকম খেলা এর আগে কোনো ম্যাচে দিয়েছে কিনা, সেটা মনে হয় না। এই ম্যাচের মাধ্যমে যেনো বিশ্বকাপের দামামা বাজিয়ে দিয়েছে। গতকাল ম্যাচটা গুয়াহাটির পিচে খেলা হয়েছে।
ইন্ডিয়া এই ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। ইন্ডিয়া হচ্ছে চেজ মাস্টার ব্যাটিং এর দিকে। তবে আজকে নিউজিল্যান্ড শুরুর দিক থেকেই যেনো ভেঙে পড়েছিলো। ওপেন তো একদম ভালো ছিল না। এসেছে আর আউট হয়েছে। বুমরাহ এই ম্যাচে নেমেই নিউজিল্যান্ড ব্যাটার দের একটা গতির ঝলক দিয়েছিলো। এর বোলিং এর গতি যেমন দুরন্ত তেমন আবার লেন্থ খুব। বল বোঝা খুব মুশকিল, কথায় সুইম খেয়ে ঢুকে যাবে বোঝা মুশকিল। আমি তো এদের ব্যাটিং বিপর্যয় আর রান রেট এর অবস্থা দেখে ভাবছিলাম বোলিং পিচ। রান যে খুব একটা বেশি হবে না, সেটা ১০ ওভারে রান রেট আর উইকেট দেখে বোঝা গিয়েছিলো।
এদের মূলত ফিলিপ আর চাপম্যান একটু রান করেছে, বাকি সব্বাই একপ্রকার যে রান করেছিলো, তা না করার সমান। তাও যাইহোক, শেষের দিকে একটু কোনোমতে মেরে দেড়শো রান পর্যন্ত করেছিলো। বোলিং এদিকে সবাই ভালো করেছে, মানে উইকেট পেয়েছে সবাই। কিন্তু বল সবথেকে বেস্ট হয়েছিলো বুমরাহ আর বিষ্মই। এদের ব্যাটিং পরিস্থিতি দেখে মনে হয়েছিলো ইন্ডিয়াও বিপাকে পড়তে পারে। প্রথমেই উইকেট একটা পড়ে গিয়েছিল অর্থাৎ একদম ফাস্ট বলেই। আসলে স্যামসনরে সুযোগ দিচ্ছে নিজেকে প্রমাণ করার, কিন্তু দুটো ম্যাচেই কোনো রান পেলো না। এইরকম করলে আর চান্স পাবে না।
কিন্তু সেদিকে ইশান কিষান দুরন্ত ব্যাটিং করছে অর্থাৎ এক কথায় বললে তুফান তুলে দিচ্ছে। আজকেও এসে যেনো কোনো কথা না, বলে বলে ৬ আর ৪। নিউজিল্যান্ড এর বোলার আসলে কথায় বল ফেলবে, যেখানে যেভাবে করছে, সেভাবেই মারছে। ১৩ বলে ২৭ করে গিয়েছিলো। সেখানে অভিষেক আরেকজন, পুরোই আগুন একদম, ৩০০+ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছে। ১৪ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেছে। সেই সাথে আবার বর্তমানে সূর্য কুমার খুব ভালো ফরম্যাটে ব্যাটিং শুরু করেছে। ১৫০ রান যেনো খড়-কুটোর মতো উড়ে গেলো। ১০ ওভারে রান চেজ হয়ে গেলো একদম। ইন্ডিয়া সেই সাথে এক ঝটকায় সিরিজ জিতে নিলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





