শারদীয়া দুর্গাপুজো ২০২৫ ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000060570.jpg
Photo by @winkles

1000060571.jpg
Photo by @winkles

আজকে আপনাদের সাথে দুর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। তো আমরা 'এক ডালিয়া এভারগ্রীন' এর পুজো দেখার পরে চলে গিয়েছিলাম 'ফাল্গুনি সংঘ' ক্লাব এর পুজো দেখতে। এটা আসলে একদম ওখানে পাশেই ছিল। এইগুলো সব বালিগন্জ এর মধ্যে। তো এইবারের নিবেদন ছিল 'ইউরোপিয় আর্ট গ্যালারি'। এই ক্লাব এর পুজো কিন্তু প্রতিবার বেশ ভালো ভালো থিম নিয়ে আসে। আসলে তাদের জায়গা কম থাকলেও মোটামুটি প্যান্ডেল তৈরী করার ধাঁচ বেশ সুন্দর। এরা একটু সবকিছু ভিন্ন আঙ্গিকে তৈরী করার চেষ্টা করে। প্যান্ডেল এর ভেতরে বিভিন্ন ধরণের ইউরোপের আর্ট সামগ্রী এবং তাদের সংস্কৃতি তুলে ধরেছিলো ।

1000060572.jpg
Photo by @winkles

প্যান্ডেল একদম ইউরোপের স্টাইলে তুলে ধরেছিলো। এছাড়া এর ভেতরে আর তেমন কিছু দেখার ছিল না। জাস্ট সেখানকার স্থাপত্য এর নিদর্শনগুলো শো করেছিলো। এরপর মায়ের মূর্তির কাছে চলে গিয়েছিলাম। মায়ের মূর্তি এবং ব্যাক গ্রাউন্ড এর ডিজাইন বেশ ভালো করেছিলো। এই প্যান্ডেল এর লাইটিং এর তেমন কোনো বিশেষ আকর্ষণ না রাখলেও এখানে ছোটো এর মধ্যে প্যান্ডেল এর মাধ্যমে প্রধান আকর্ষণ তুলে ধরেছিলো। আর কলকাতার পুজোয় আরেকটা বেশ আকর্ষণ এর বিষয় থাকে লোকজনের সমাগম। এই প্যান্ডেল ছোটো হলেও মানুষের ঢল কম ছিলো না।

1000060573.jpg
Photo by @winkles

1000060574.jpg
Photo by @winkles

1000060575.jpg
Photo by @winkles

1000060576.jpg
Photo by @winkles

1000060577.jpg
Photo by @winkles

1000060578.jpg
Photo by @winkles

1000060579.jpg
Photo by @winkles

1000060580.jpg
Photo by @winkles

এরপর চলে গিয়েছিলাম ওর থেকে সামান্য দূরে সিংহি পার্ক নামের একটি পুজোতে। সাউথ কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে এটি একটি। এটাতে এইবার প্রচণ্ড ভিড় হয়েছিলো। তাদের এইবারের চিন্তাভাবনা ছিল "নব চেতনায় অকালবোধন"। থিমটাও ভালো ইউনিক আর ন্যাচারাল ছিল। এদের আরো একটা আকর্ষণীয় দিক হলো, লাইটিংগুলো করে দুর্দান্ত। এখানে প্রথমেই বেশ ভালো একটা গেটের মতো লাইটিং সাজিয়েছে, যা দেখতে অনেক মনোমুগ্ধকর হয়েছে। এখানে এই লাইটিং এর মাধ্যমে কৃষ্ণের ছোটো বেলার মাখন খাওয়ার দৃশ্য তুলে ধরেছিলো, যে দৃশ্যটা মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য।

1000060581.jpg
Photo by @winkles

1000060582.jpg
Photo by @winkles

1000060583.jpg
Photo by @winkles

1000060584.jpg
Photo by @winkles

1000060585.jpg
Photo by @winkles

1000060586.jpg
Photo by @winkles

1000060587.jpg
Photo by @winkles

1000060588.jpg
Photo by @winkles

1000060589.jpg
Photo by @winkles

এছাড়া আরো বেশ কিছু লাইটিং করেছে, যেমন- সার্কাস এর একটা ডিজাইন তুলে ধরেছে এখানে। এছাড়া আরো নানা রকম বিভিন্ন ক্যাটাগরি এর লাইটিং নিয়ে এসেছিল। সবগুলো দেখতে অনেক সৌন্দর্যমন্ডিত ছিল। পুজোতে আমাদের দৃষ্টিকোণ বেশিরভাগ ক্ষেত্রে লাইটিং এর দিকে আটকে যায়, কারণ কিছু এমন এমন ক্যাটাগরি এর তৈরী করে, যেগুলো দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। এছাড়া সামনে রাবণ এর দশভুজা এর একটা বিরাট অংশ তৈরী করেছিলো। এরপরে প্যান্ডেল এর ভেতরে চলে গিয়েছিলাম এবং সেখানে ডিজাইন করেছিলো বেশ ভালো। আর সবথেকে মায়ের মুখের ধাঁচটা তৈরী করেছিলো সুন্দর। সবকিছু সাজগোজ দিয়ে বেশ পরিপূর্ণ লাগছিল সবকিছু ।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png