এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৬০ )

in আমার বাংলা ব্লগ3 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000039442.jpg
Photo by @winkles

1000039443.jpg
Photo by @winkles

1000039444.jpg
Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই দৃশ্যগুলো তুলেছিলাম বর্তির বিলের থেকে। এই দৃশ্যগুলোও শীতের সময়ে তুলেছিলাম। তখন বিলে অন্যান্য সবজি চাষ হলেও ওখানে আরো একটা আলাদা মজার বা ভালো লাগার কারণ হলো, ওখানে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। কারণ বর্ষার সময়ের থেকে শীতের সময়ে প্রাকৃতিক নানা সৌন্দর্য বেশি উপভোগ করা যায়। তবে এখানে বর্ষাকালে এর মতো নৌকায় বিচরণ এর বিষয়টা সবসময় থাকে। কারণ খালের জলে তারা চালায়, তবে রেট বেশি চায়। তবে এতে সেই মজাটা বর্ষাকাল এর মতো পাওয়া যায় না।

1000039791.jpg
Photo by @winkles

1000039792.jpg
Photo by @winkles

1000039793.jpg
Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম বাংলাদেশের সোনা ডাঙ্গা থেকে। একদিন সন্ধ্যায় সবাই বেরিয়েছিলাম আর রাতের খাবারটা বাইরে খেয়ে নেবো ভেবেছিলাম। তাই কাছাকাছি lazeez dine-এ খেয়ে নিয়েছিলাম। এখানে খাবারের মান মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আমরা সবাই মোটামুটি বিভিন্ন পদের খাবার নিয়ে নিয়েছিলাম, ভালো ছিল সবকিছু মিলিয়ে।

1000046558.jpg
Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম একটি পার্ক থেকে। এটা সবাই চেনেন, জবা ফুলের কালারটা বেশি আকর্ষণীয়। বর্তমানে এই ফুলের অনেক প্রজাতি বেরিয়েছে, তবে গঠন এক। শুধু কালারটা পরিবর্তন হয়েছে। সাদা আর হলুদ একধরণের আছে, দেখতে ভালোই লাগে। কিন্তু আমার কাছে সবথেকে আকর্ষণীয় লাগে এই রক্ত জবা ফুল। জবা ফুল এর পাপড়ি দিয়ে অনেক কিছুই তৈরী করা হচ্ছে। চায়ের নানা প্রকারের ভ্যারাইটি তৈরী হচ্ছে। যাইহোক, ফুলটা গাছে অনেক ভালো লাগছিল, তাই একটা সৌন্দর্যতার প্রতীক হিসেবে তুলে নিয়েছিলাম।

1000055880.jpg
Photo by @winkles

1000055881.jpg
Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম চিড়িয়াখানা থেকে। এইগুলো সাদা ময়ূর। এইগুলো সাধারণত ছোটো, বড়ো আরো আছে । তবে সেগুলো অনেক দূরে ছিল বলে তুলতে পারিনি। ময়ূর দেখতে অনেক ভালো লাগে। সাদা ময়ূর এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এরা যখন পাখনা মেলে, তখন দেখতে আরো বেশি ভালো লাগে। যদিও রঙিন ময়ূর এর সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে। এইসব প্রাণীদের দেখলে ভালো লাগে ঠিকই, কিন্তু খাঁচার ভেতরে সেই সৌন্দর্য প্রকাশ পায় না।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

ধন্যবাদ @winkles, আপনার ব্লগটি অসাধারণ!

আমি বিশেষ করে বর্তির বিলের ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছি। শীতের সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা দিয়েছেন, তা ছবিগুলোতে স্পষ্ট। সোনাডাঙ্গার রাতের খাবারের দৃশ্যগুলোও খুব সুন্দর। জবা ফুলের ছবিগুলো দেখে ছোটবেলার কথা মনে পরে গেল। চিড়িয়াখানার সাদা ময়ূরগুলোর ছবিও চমৎকার!

আপনার ফটোগ্রাফি এবং লেখার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য। এই ধরনের ব্লগ Steemit-এ আরও বেশি করে আসা উচিত।

আপনার অন্যান্য পোস্টগুলোও দেখতে আগ্রহী। আপনার কাজ চালিয়ে যান! অন্যান্য বন্ধুদেরকেও এই পোস্টে মন্তব্য করতে এবং আপনার কাজকে উৎসাহিত করতে অনুরোধ করছি।

 3 months ago 

অও,দারুণ সব প্রাকৃতিক ফটোগ্রাফি।বিশেষ করে নৌকার ফটোগ্রাফিগুলি দেখে ভালো লাগলো।আর সাদা ময়ূরের দৃশ্যও ভালো লেগেছে, জমিয়ে খাওয়া দাওয়া করেছেন বুঝতে পারছি।ধন্যবাদ দাদা।