ভয়টা ছিলো চোখে দেখা নয়, ভয়টা ছিলো মনের ভেতর
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ একটি ভয়ের ঘটনা শেয়ার করবো। সে দদিন ছিলো সবেবরাতের রাত। চারপাশে এক অদ্ভুত নীরবতা, আবার সেই নীরবতার মাঝেই কেমন যেন চাপা একটা ভারী অনুভূতি। আমি আর আমার দু’জন বন্ধু সেদিন রাত জেগে নামাজ পড়ছিলাম। ছোট বেলায় যেমন হয় আর কি। নামাজের মাঝে একধরনের প্রশান্তি ছিল, কিন্তু রাত যত গভীর হচ্ছিল, চারপাশের পরিবেশও তত বদলে যাচ্ছিল।
নামাজ শেষে হালকা ক্ষুধা আর ক্লান্তি তাই সিদ্ধান্ত নিলাম, একটু চা খেয়ে আসি। রাত তখন অনেকটাই গভীর। রাস্তা প্রায় ফাঁকা, বাতাসে ঠান্ডা ভাব। চা খেয়ে ফেরার পথে এমনিতেই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এগোচ্ছিলাম। কখন যে কবরস্থানের দিকটায় চলে এসেছি, নিজেরাও ঠিক বুঝিনি। যদিও কবরস্থানের পাশেই মসজিদ। আগে আমরা ররাতে এক মমসজিদ থেকে অন্য মসজিদে নামাজ পড়তে যেতাম। হঠাৎ, একটা শব্দ, খুব জোরে নয়, আবার খুব হালকাও নয়। মনে হলো কেউ যেন পাতার উপর পা ফেলেছে। আমরা থেমে গেলাম। কেউ কিছু বলছি না, কিন্তু তিনজনের মনেই একই প্রশ্ন এই শব্দটা কিসের!! এরপর আরেকটা শব্দ। এইবার একটু কাছ থেকে। কেউ কাউকে কিছু বলার আগেই বুকের ভেতর ধক করে উঠলো। ভয়টা তখন চোখে দেখা কোনো কিছুর কারণে নয়, ভয়টা তৈরি হচ্ছিল মনের ভেতরেই। কারণ আমরা কিছুই দেখছি না, কিন্তু কল্পনা অনেক কিছু দেখিয়ে দিচ্ছে, কবরস্থান, নীরব রাত, অজানা শব্দ।
মানুষের মন তখন সবচেয়ে ভয়ংকর হয়ে ওঠে। আমরা কেউ দৌড় দেইনি, আবার স্বাভাবিকও ছিলাম না। মনে হচ্ছিল পা দুটো ভারী হয়ে গেছে। চারপাশে তাকাচ্ছি, কিন্তু কিছুই নেই। তবুও মনে হচ্ছিল কেউ আছে।এই ভয়টা ভাষায় বোঝানো যায় নাকারণ এটা দৃশ্যমান কোনো ভয় না।
এটা সেই ভয়, যেটা মানুষের মন নিজেই তৈরি করে। শেষ পর্যন্ত দ্রুত সেখান থেকে সরে এলাম। কিছুক্ষণ পর স্বাভাবিক আলো, মানুষের বসতি সব ফিরে আসতেই ভয়টা ধীরে ধীরে কমে গেল। তখন বুঝলাম, আসলে আমরা কিছু দেখিনি, কিছু ঘটেনি। কিন্তু তবুও ভয় পেয়েছিলাম, কারণ মানুষ অজানাকে ভয় পায়,, নীরবতাকে ভয় পায়,, আর সবচেয়ে বেশি ভয় পায় নিজের কল্পনাকে। সেই রাত আমাকে একটা জিনিস শিখিয়েছে, ভয় সবসময় বাইরে থাকে না। অনেক সময় ভয়টা আমাদের মনের ভেতরেই বাস করে। এমন কি কখনও আপনাদের সাথে ধটেছে? তাহলে মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ভয়টা ছিলো চোখে দেখা নয়, ভয়টা ছিলো মনের ভেতর
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......






ভাই আমার আইডিটা একটু ভেরিফাই করে দেন