ব্যস্তময় দিন এবং গোধূলি লগ্ন❤️
"হ্যালো",
সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ অনেক ব্যস্ততম একটি দিন কাটিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পরও বুঝতে পারিনি হঠাৎই ব্যস্ত হয়ে পড়বো। হঠাৎ করে জানতে পারলাম গ্রামের বাড়িতে কিছু মেহমান আসবে।প্রথমবার ওনারা আমার গ্রামের বাড়িতে আসছেন তাই তাদের জন্য রান্না বান্না ব্যবস্থা করলাম। যদিও আমার মা অনেক সাহায্য করেছেন রান্নার কাজে তারপরও সব রান্না আমি নিজের হাতেই করেছি। নান্নার সময় বাবু অনেক বিরক্ত করছিল তাই আমার মাকে বলেছিলাম বাবুকে সামলাতে রান্নার দিকটা আমি দেখে নিচ্ছি।
বেলা একটা বাজে মেহমান এসেছে বাড়িতে।এরপর তাদেরকে খাওয়া-দাওয়া করানো গল্প করা বেশ কিছুক্ষণ সময় তাদের সঙ্গে কাটিয়েছিলাম। এরপর ওনারা তিনটার সময় চলে যায়।মেহমান আসলে ঘরের কি অবস্থা হয় সেটা আমাদের অনেকেরই জানা যাইহোক এবার ঘর পরিষ্কার করে বাসনপএ পরিষ্কার করে বাবুকে ঘুমিয়ে তে গিয়ে কখন যে আমি নিজে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা ছয়টা বাজে।
বাহিরে বের হয়ে দেখছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এই সময় এই রক্তাক্ত আকাশটা আমার কাছে খুব ভালো লাগে।একদিকে অন্ধকার নেমেছে অন্যদিকে আকাশ মেঘলা হয়েছে আবার আকাশের এই আলোটুকুর জন্য বেশ ভালো লাগছিল দেখতে। আমার কাছে এই গোধূলি লগ্ন ভালো লাগে যে বাড়ির মধ্যে এসে মোবাইল ফোনটি নিয়ে গিয়ে আমি ফটোগ্রাফি করি। শুধু আমি না আপনারা প্রথমে ফটোগ্রাফিটি লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা উঠানে দাঁড়িয়ে বেশ কয়েকজন মিলে এই গফুরি লগ্নের আকাশ দেখছিলাম। তো যাইহোক আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আপনার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। শেষ বিকেলে আকাশের এমন দৃশ্য দেখতে সকলের ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.