নবান্ন উৎসব
Image Created by OpenAI
বাংলার নবান্ন উৎসব হলো এক ঐতিহ্যগত এবং প্রাচীন উৎসব। এই উৎসব মূলত কৃষিকাজের সাথে অতোপ্রতোভাবে জড়িত। মূলত সব উৎসবের একপ্রকার জন্ম হলো এই বাংলার মাটি, মানুষ আর কৃষককে কেন্দ্র করে। ইতোমধ্যে অনেক উৎসব নতুন এসেছে আবার পুরোনো ঐতিহ্যগত অনেক উৎসব এর মধ্যে এই নবান্ন উৎসব একটি প্রধান পরিচিত হিসেবে বহাল রয়েছে। নবান্ন আসলে কি, যা নতুনকে স্বাগত জানানো অর্থাৎ এখানে এই শব্দটাকে যদি দুটি অর্থে ভাঙা হয়-নব অর্থ নতুন আর অন্ন অর্থ খাদ্য। তাই এই নবান্ন এর পুরো অর্থে দাঁড়াচ্ছে নতুন চালের অন্নকে ঘিরে এই উৎসব বাংলার ঘরে ঘরে পালিত হয়ে থাকে। যদিও বর্তমানে এই প্রাচীন আর ঐতিহ্যগত উৎসবটি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এখন গ্রামের দিকে গেলেও হয়তো কিছু কিছু বাড়িতে এটা পালন করতে দেখা যাবে।
এই উৎসবটি শুধু একটি উৎসবের মধ্যে সীমাবদ্ধ না,কৃষকদের হাড়ভাঙ্গা পরিশ্রম, ফসল নিয়ে আশাবাদ ও আনন্দের এক মহান প্রকাশ। গ্রামীণ বাংলার ঘরে ঘরে নতুন ধান তুলে বাড়ির সবাই একত্রিত হয়ে প্রথম চালের ভাত রান্না করে স্বাদ গ্রহণ করার মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়ে থাকে। আর সবসময় একটা কথা সূর্যের আলোর মতো চিরন্তন সত্য যে, চাষিদের ঘামে বেঁচে থাকে বাংলার প্রাণ। কথাটি প্রবাদের মতো লাগলেও এটাই সত্যি। আসলে এই উৎসব শুধু কিন্তু নতুন ধানের থেকে চাল রান্না করে খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, এটার মাধ্যমে ঘরে ঘরে মিষ্টি মুখ হিসেবে পায়েসের আয়োজনও হয়ে থাকে। এছাড়া অনেক জায়গায় গ্রামীণ মেলাও বসে থাকে। এখন এইসব রীতিনীতি এর মধ্যে তেমন কেউ থাকে না। কারণ এই উৎসবের মেলা মূলত আয়োজিত হতো যাত্রাপালা, লোকগীতি ইত্যাদি এইসব এর মধ্যে দিয়ে। তাই সবশেষে বলা যায়-এটি শুধু উৎসব নয়, বাংলার আত্মাও বলা যায়।
