লাল-সবুজ পাতার প্রাকৃতিক সৌন্দর্য
প্রাকৃতিক সৌন্দর্য বলতে আমরা সাধারণত যেটা বুঝি, সেটা হলো ফুলের বা প্রাকৃতিক আরো অন্যান্য যেসব কিছু আমরা দেখে থাকি। অনেক এমন উদ্ভিদ থাকে যে, তার পাতার মধ্যেও যেনো একধরণের মায়া আর প্রাকৃতিক মায়া রয়েছে, যা আমাদের মনকে সহজেই আকৃষ্ট করে তোলে। এই উদ্ভিদের পাতাগুলো লাল আর সবুজের এক অদ্ভূত মিশ্রনে প্রকৃতি যেনো এক অনন্য সাজে সেজে উঠেছে। এই লালচে ছোটো ছোটো পাতাগুলো হলো নতুন পাতা, যা একবার ঝরে যাওয়ার পরে নতুন করে গজিয়ে উঠেছে। রোদের আলোয় যেনো ঝলমল করছে। এইসব প্রকৃতির বিষয়গুলো দেখে শুধু একটাই বিষয় মনে হবে যে, প্রকৃতি নিজেই যেনো এই দৃশ্যের মধ্যে দিয়ে একটা শিল্প তৈরী করে ফেলেছে।
এখন যে এই উদ্ভিদের মধ্যে একটা দুই রঙের মিশ্রণ এর মাধ্যমে সৌন্দর্যময় প্রাকৃতিক রূপ নিয়েছে, সেটা আবার প্রাকৃতিক নিয়মে একসময় কিন্তু ধীরে ধীরে সবুজে পরিনত হয়ে যাবে। এইসব বিষয় শুধু আমাদের চোখকে আকৃষ্ট করে না, আমাদের মনকেও প্রশান্ত করে তোলে। তবে এই উদ্ভিদের পাতাগুলো এমনিতেই দেখতে একটা আলাদা সৌন্দর্যের হয়ে থাকে, সেটা পুরোটা সবুজ পাতার মধ্যেও। আসলে একই উদ্ভিদে দুই রকমের পাতার সৌন্দর্য থাকলে একটা আলাদা আকর্ষণ থাকে আর সেটা স্বাভাবিক, কিন্তু প্রকৃতির আসল সৌন্দর্য তো সবুজের মধ্যে। এখানে দাঁড়িয়ে পাতার গঠন এর উপরেও আকর্ষণ এর অনেক কিছু নির্ভর করে।
