রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
শীতের তীব্রতা এখন কিছুটা কমেছে। বর্তমানে তাপমাত্রা চলছে ৩ ডিগ্রি থেকে ৭ ডিগ্রির মধ্যে।শুনেছি বাংলাদেশেও এখন শীত কিছুটা কমেছে।যাই হোক এখন একটু স্বস্তি পাচ্ছে সকলে।লাস্ট পাঁচ ছয় বছর তেমন শীত বাংলাদেশে পড়েনি, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ ভালই ঠান্ডা পড়া শুরু হয়েছে সেই পূর্বের মতো।আমার কাছে কিন্তু শীতের সিজনটা মোটেও ভালো লাগে না, সবচেয়ে বেশি ভালো লাগে সামার সিজন। এদেশে যখন সামার হয় তখন ওয়েদার থাকে চমৎকার, খুব বেশি ঠান্ডাও না গরমও না, কিন্তু বাংলাদেশে আবার তার উল্টো।যাইহোক বন্ধুরা আজ হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।
প্রথমেই এই লম্বা গাছটি দিয়ে শুরু করলাম। গাছটি দেখেই বুঝতে পারছেন শীতে এদেশের প্রকৃতির কি অবস্থা হয়।গাছটিতে একটি পাতাও দেখা যাচ্ছে না।
এই ফটোটি বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছিল। যখন বৃষ্টি হচ্ছিল তখন জানালা দিয়ে ফটোগ্রাফিটি নিয়েছিলাম।এদেশে কিন্তু শীতের সিজনে বেশি বৃষ্টিপাত হয় গরমের তুলনায়।
এবার চলে এলাম আমার ছোট মেয়ের তৈরি ক্লে দিয়ে কিছু একটিভিটিস নিয়ে। সে এগুলো তৈরি করেছিল এবং আমাকে বলছিল পোস্ট করার জন্য।সে কিছু তৈরি করলেই আমার কাছে নিয়ে আসে পোস্ট করার জন্য।
বেগুন দিয়ে এই ভর্তাটি করেছিলাম। আসলে এই ফটো দেয়ার কারণ হচ্ছে আমি ফেসবুকে দেখেছিলাম কিভাবে সহজেই এই ভর্তাটি তৈরি করেছিল।আমি কখনোই ওভাবে ভর্তা করিনি। কোন একদিন আপনাদের সাথে শেয়ার করব।
এই দেশের মজার একটি খাবার।আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি খাবার।
লাস্ট আমার বড় মেয়ের এই ফটোটি দিয়ে শেষ করে দিলাম আজকের ফটোগ্রাফি পোস্টটি। এই ফটোটি করেছিলাম যখন মেয়ে প্রথম তার প্রি স্কুলে যায়।সময় কিভাবে চোখের পলকেই হারিয়ে যাচ্ছে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses









