আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 82
ফিল্মে যাদের চিনি তাদের অনেকেই এখন এসে গেছে। সিরিয়াল তৈরি করছে নতুন নতুন লোক। তাদের চিনিই না। এই যে সাধারণ মেয়ে-তে কাজ করছি, ক্যামেরামান শান্তিদা পরিচালককে বলায় তাঁর আমার কথা মনে পড়েছে। এখন বলে, দিদি আপনি এক শটে ওকে করেন, আপনাকে আর ছাড়ব না। তা তোমার বন্ধু কি নায়িকা হচ্ছে।' অভিনেত্রী তিতিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। তিতির বলল, 'বলেছে মেইন রোল।'
'সিরিয়ালে এই সুবিধে। আগে ফিল্ম লাইনে হুট করে নতুন কেউ এসে যদি হিরোইনের রোল পেয়ে যায় তা হলে সবাই সন্দেহ করত তার চরিত্র সম্পর্কে।' অভিনেত্রী হাসলেন, 'সে সময় তো তাই হত। আমি মেনে নিতে পারিনি তাই হিরোইন হইনি। যাক গে, তোমার সঙ্গে তো কাজ করছি, যদি মনে করো তা হলে আমার কথা বিভাসবাবুকে বলো। উনি চাইলে আমি ফোন করব। এতদিন কাজ করার পর গায়ে পড়ে ফোন করতে আত্মসম্মানে বাধবে, বুঝলে তো!'
সুবর্ণা কিছু বলার আগেই বাইরে থেকে গলা শোনা গেল, সুবর্ণাদির শট। জলদি।' সুবর্ণা উঠে দাঁড়াল, 'দ্যাখ না, এতক্ষণ বসে রইলাম, ডাকেনি, তুই এলি আর অমনি ডেকে পাঠাল। আমার দুটো সিন আছে, শেষ হতে সন্ধে পেরিয়ে যাবে।' ব্যাগ খুলে একটা কাগজে কিছু লিখে এগিয়ে দিল সে, 'আমার ফোন নাম্বার। কালও কাজ আছে, পরশু ফোন করিস।'
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সুবর্ণার সঙ্গে বাইরে এসে তিতির দিদি, সেট রেডি।'
দেখল একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটি বলল, 'চলুন
সুবর্ণা বিদায় নিয়ে চলে যেতে তিতির পা বাড়াল। ইতিমধ্যে স্টুডিয়োর চাতালে ভিড় বেড়েছে। কিছু মহিলাও রয়েছেন কিন্তু তাঁদের পোশাক দেখলে বোঝা যায় অবস্থা ভাল নয়। সবাই যে তাকে লক্ষ করছে বুঝতে পেরে মাথা নিচু করে হেঁটে টিনের গেট পেরিয়ে গলিতে পা রাখল তিতির।
একেবারে পাতালরেলের কাউন্টারের সামনে এসে হাঁপ ছাড়ল সে। বিভাসদার কথাটা সে ইতিমধ্যেই কিছুটা ধরতে পেরেছে। কেন একা মেয়ের পক্ষে স্টুডিয়োতে হেঁটে যাওয়া উচিত নয় এই প্রশ্নটা সে ছ' মাস দূরের কথা আজই আর করবে না।
খবরটা মাকে কী করে দেবে ভেবে পাচ্ছিল না তিতির। আজ না হোক ক'দিন পরেও তো দিতে হবে। কাউকে কিছু না বলে রোজ শুটিং-এ যাওয়া সম্ভব নয়। কিন্তু খবরটা শোনামাত্র বাড়িতে যে প্রতিক্রিয়া হবে তার কথা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিল সে। এখন বিকেল শেষ। বেল বাজাতেই দরজা খুলল বাবা, 'ও, তুই, আয়। দ্যাখ কারা সব এসেছে।'
'কারা?' 'বউমার বাপের বাড়ির লোকেরা।' তিতির বাবার দিকে তাকাল। কাজ না থাকলে বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাবাকে কি
বলবে কথাগুলো। এখন, এই মুহূর্তে? তিতির ভেতরে পা বাড়াল। বউদি বলে উঠল, 'এই যে
তিতির এসে গিয়েছে। এসো তিতির।' প্রায় হাত ধরেই ওকে নিয়ে গেল বউদি তাদের ঘরে।
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সেখানে তিনজন বসে আছেন। দু'জন মধ্যবয়সি, একজন যুবক।
বউদি পরিচয় করিয়ে দিল, 'আমার মেজ মাসিমার মেয়ে, চন্দ্রাদি। ইনি চন্দ্রাদির মা। আর-।'
জা তিনি বলে উঠলেন, 'আমার ভাই তথাগত।'
যিনি চন্দ্রাদি বললেন, 'বসো, বসো। কলেজে গিয়েছিলে?'
বউদি বললেন, 'না না। ও তো এবছর এম এ করেছে। কিছুতেই বিয়ে করবে না, বলছে আগে চাকরি তারপর বিয়ে।'
চন্দ্রাদি বললেন, 'সর্বনাশ। তা হলে তো আশিভাগ বাঙালি মেয়ের বিয়ে হবে না।'
তিতির হাসল, 'চার মাসে তারা 'যা সব শুনি। ছেলেরাই বেকার হয়ে থাকছে।'
চাকরি পাবে না।'
'কত ভাগ ছেলে চাকরি করছে।'
বউদি বলল, 'এই আবার তর্ক আরম্ভ করল। বুঝলে দিদি, দাদা বোন একসঙ্গে হলেই এইসব তর্ক আরম্ভ হয়ে যায়।'
চন্দ্রাদির জা বলল, 'বিয়ের পরেও তো চাকরি করা যায়, তাই না? দ্যাখো, আমাদের বংশের কোনও মেয়ে আজ পর্যন্ত চাকরি করেনি। কিন্তু পড়াশুনা করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে তা হলে তারা বিপদে পড়বে না।'
তিতির হাসল, 'মা কোথায় বউদি।'
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
What a delightful conversation! I'm loving this exchange between the three generations of women 🤗👵🏻👸🏻. It's so refreshing to see them discussing topics like education, career, and marriage in such a lighthearted yet insightful way 💬💡. The witty remarks and playful banter are adding to the humor and charm of this conversation 😄. I'm excited to see how it unfolds! 😊
I also gave you a 0.22% upvote for the delegations you have made to us. Increase your delegations to get more valuable upvotes. Cheers! 🎉
Help Us Secure the Blockchain for You
Your vote matters! Support strong governance and secure operations by voting for our witnesses:
Get Involved
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @taskiaakther,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community